![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই ফিল্টার, মুক্তিযুদ্ধের চেতনার ফিল্টার এটা, দেশের উন্নয়নে মানবিকতার ও মুক্ত চিন্তার আদর্শের সৈনিক।
বেশি লিখিয়া দৈর্য্যচূতি ঘটাইতে রাজি নহি:
বিশ্বের প্রায় সকল ধর্মেই মানুষকে শ্রেষ্ঠস্থানে রাখিয়াছেন আমাদের স্রষ্টা (বিজ্ঞজনদের ভাষ্যমতে)।
প্রসঙ্গতঃ
আমি মুসলিম পরিবারের সন্তান, ইসলাম ধর্মমতে আমাদের অবস্থানের একান্ত নিজস্ব মত ব্যাক্ত করিতেছি।
আল্লাহ প্রথম মানুষ {হযরত আদম (আ: ) }কে সৃষ্টি করিয়া কেন সকল ফেরেস্তাদের সিজদা করতে বলেছিলেন?
(মুসলিম স্কলারগন ইহার প্রেক্ষিতে সুন্দর ব্যাখা দিয়ে থাকেন) আমার ব্যাক্তিগত মত এই যে, আমাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ স্বরূপ সেজদার করা বলা হয়েছে (যাহা মহান আল্লাহর হুকুম), কিন্তু- এখন পর্যন্ত বিশ্বের বড় বড় অন্যায়/অপকর্মের জন্য মানুষকেই দোষ দেয় হয়, (কার্বন নি:স্বরনের মাধ্যমে বায়ুস্তর ধংস করন, জলাধার ভরাট করে নদীর গতিপথ ব্যহতকরন ইত্যাদি) কেন আমাদের শ্রেষ্টত্বকে আমরা ধরে রাখতে ব্যার্থ হইতেছি? কি কি কারণ? কত জন মানুষ মানবিক মূল্যবোধকে সম্মান করেন? কত% মুসলিম উগ্রতাকে সমর্থন করেন? বিশ্বের সর্বত্র শান্তি প্রতিষ্ঠার জন্য, বিশ্ব নেত্রীবৃদ্ধ্যের বিষয়গুলি পর্যালোচনা ও করণীয় নির্ধান সময়ের জরুরী দাবি।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩২
শেখ মিজান বলেছেন: আল্লাহ প্রথম মানুষ তৈরীর পর সকল ফেরেস্তাদের সিজদা করতে বলেছিনে কেন?
ব্যক্তিগত মতামত: মানুষই সকলের উপরে অবস্থিত, আল্লাহর ইচ্ছে এই যে, মানুষ মানুষকে সম্মান করলেই তাকে (আল্লাহ) পাওয়া যাবে। যতক্ষণ পর্যন্ত ধার্মিক বন্ধুগন মানুষের মূল্যবোধ বা মানতার পক্ষে না দাড়াবেন, ততক্ষণ বিশ্বে শান্তির সম্ভাবনা ক্ষীন।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৫১
খেলাঘর বলেছেন:
" আল্লাহ প্রথম মানুষ তৈরীর পর সকল ফেরেস্তাদের সিজদা করতে বলেছিনে কেন? "
-বলেছিলেন?
৩| ১৭ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:১৭
শেখ মিজান বলেছেন: ধর্মীয় দৃষ্টিভঙ্গি উপলব্দি করতে বিশেষজ্ঞ হতে হয় না, নিজের বিবেক যদি সজাগ থাকে, খু্ব সহজেই তা অনুমান করা যায়!
কেন মাটির তৈরী আদম (আঃ) কে সকল ফেরেস্তাদের সিজদা করতে বলেছিলেন?
শুধু কি শ্রষ্টার হুকুমের প্রতি আনুগত্যেরর পরীক্ষা?
না কি এর অন্তরালে ভিন্ন গুরুগম্ভীর তাতপর্য্য ছিল?
কোন ঘটনা কারণ ব্যাতিত ঘটে না, নিশ্চই একটা রহস্যময় কারণ আছে?
কি সেই রহস্য?
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৪৯
খেলাঘর বলেছেন:
" আল্লাহ প্রথম মানুষ তৈরীর পর সকল ফেরেস্তাদের সিজদা করতে বলেছিনে কেন? "