নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব সত্য বলিব !

কথা সত্য

বৃত্ত থেকে বের হতে চাই...

কথা সত্য › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের সেরা বুদ্ধিমানরা...

২৯ শে মে, ২০১৪ সকাল ১১:৩৫





বিশ্বের সেরা বুদ্ধিমান মানুষটি কে? এ প্রশ্নের উত্তরে আপনার মনে হয়ত একের পর এক ভেসে উঠবে আলবার্ট আইনস্টাইন, স্টিফেন হকিং, লিওনার্দো দ্য ভিঞ্চি বা গ্যারি ক্যাসপারভদের মতো বিখ্যাত বিজ্ঞানী, শিল্পী বা দাবারুদের মুখচ্ছবি। কিন্তু না, এদের কেউ নন, তিনি একেবারেই অখ্যাত আনকোড়া একজন। নাম তার উইলিয়াম জেমস সিডিস। তার সম্পর্কে লিখতে গেলে প্রতিটি বাক্যই যেন ‘আশ্চর্যবোধক চিহ্ন’ দাবি করে...



১৮৮৮ সালের ১ এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাধারণ একটি পরিবারে জন্ম নেওয়া সিডিস তার বুদ্ধিমত্তার ছাপ রাখতে শুরু করেন একেবারে ছোটবেলা থেকেই। ৬ বছর বয়সে একটি গ্রামার স্কুলে ভর্তি হন তিনি। সিডিস মাত্র ৯ বছর বয়সে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার পণ্ডিত ব্যক্তির সামনে নিজের করা নতুন লগারিদম টেবিলের ওপর এক বিশাল লেকচার দেন! মাত্র ১১ বছর বয়সে এ শিশু হার্ভার্ডের মতো বিশ্ববিদ্যালয়ে স্নাতক শিক্ষার্থী হিসেবে যুক্ত হন আর মাত্র সাত মাসে গ্রাজুয়েশন শেষ করেন! এটি পৃথিবীর ইতিহাসে অনন্য এক উদাহরণ হিসেবে প্রতিভাত হয়ে আছে। পরিণত বয়সে পৌঁছার আগেই তিনি বিশ্বের ৪০টি ভাষায় পারদর্শী হয়ে ওঠেন! তবে তার মেধার সর্বোচ্চ প্রকাশ ঘটে গণিতে। সিডিসকে পৃথিবীর সবচেয়ে স্মার্ট মানুষ হিসেবেও স্বীকৃতি দেয়া হয়।



http://goo.gl/GFTf0b

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৪ দুপুর ১২:০৫

ঢাকাবাসী বলেছেন: এতগুলো মহাপুরুষের মধ্যে আপনের নায়ক কোনজন?

২২ শে জুন, ২০১৪ দুপুর ২:০৭

কথা সত্য বলেছেন: হকিং...

২| ২৯ শে মে, ২০১৪ দুপুর ১:৪১

রাহাত লতিফ তৌসিফ বলেছেন: উইলিয়াম জেমস সিডিস

এই নামতো আগে শুনি নি।

B:-) B:-) B:-) B:-) B:-)

৩| ২৯ শে মে, ২০১৪ দুপুর ১:৫১

নীল ভোমরা বলেছেন: কছ কি মমিন?!

৪| ২৯ শে মে, ২০১৪ রাত ৮:১৭

জাফরুল মবীন বলেছেন: জেমস সিডিস একজন মেধাবী মানুষ।কিন্তু কর্মজীবনে তিনি কোন কোন বিষয়ের উপর গবেষণা করে আলবার্ট আইনস্টাইন বা স্টিফেন হকিং কে ছাড়িয়ে গেছেন তা পোষ্টে সংযুক্ত করলে বিষয়টা বুঝতে সুবিধা হতো।আশা করি পরবর্তীতে এ বিষয়ে সম্পূরক পোষ্ট পাবো আপনার কাছ থেকে।শুভকামনা রইলো আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.