![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছাদ বাগান, ঘরের বারান্দা, ব্যালকনি বা ঘরের ভিতরের টবে পানি দেয়ার জন্য খুবই যুতসই একটি মাধ্যম এই টু ইন ওয়ান প্লাস্টিকের ঝাঁঝরি মুখ (2 In 1 Plastic Sprinkler Nozzle)। এই প্লাস্টিকের স্প্রিংলার মুখটি (Plastic Sprinkler Nozzle) যে কোন বেভারেজের বোতলের মুখে খুব সহজে সুন্দরভাবে এবং শক্তভাবে আটকে যায়। স্প্রিংলার নজেলটি বোতলে সেট করার পর এটি দিয়ে দুইভাবে গাছে বা টবে পানি ঢালা সম্ভব। স্প্রিংলার নজেলটির সোজা অংশ দিয়ে গাছের গোড়ায় সরাসরি পানি দেয়া যায় এবং ঝাঁঝরি অংশটি দিয়ে গাছের উপরে ঝরনার মত করে পানি ছিটানো সম্ভব হয়।
অ্যামাজন, আলী এক্সপ্রেস সহ অন্যান্য ইকমার্স সাইগুলোতে এই পণ্যটি বহুল বিক্রিত হট প্রোডাক্ট বলা চলে। বাংলাদেশে এই পন্যটি নিয়ে এসেছে এগ্রোবাংলা ডটকম এর কৃষি ইকমার্স প্লাটফর্ম এগ্রোবাংলা শপ।
কৃষি সংশ্লিষ্ট এমন নতুন নতুন পণ্য নিয়ে কৃষিপ্রেমীদের আকর্ষন করতে সমর্থন হয়েছে কৃষি তথ্য ভান্ডার ও কৃষি ইকমার্স এগ্রোবাংলা ডটকম।
©somewhere in net ltd.