![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেন আলোকবর্ষ দূরে ঘূম ভাঙ্গার মত
প্রস্তর যুগ এসেছে পায়ের তলায়,
আমার হৃদয় আগুনের কথা জানেনা,
জানেনা তোমার পরিচয়।
খরস্রোতা নদীর হঠাত থমকে যাওয়ার মত,
নিশীথ সুর্যের মত অবিরত শুধু বিস্ময় আর বিস্ময় তুমি!
জম্ম আর মৃত্যুর মতই কি ভীষণ শৃঙ্গলিত
আমরা দুজন, তবুও আকাশ মাটির মত বসবাস !
যেন হাজার বছর পর দেখা মধ্যাকর্ষণে
নিশ্চল দাড়িয়ে মুখোমুখি আমরা দুজন!
পড়শি, হারানোর এতদিন পর এলে-
কি দেবো তোমার খোঁপায় ?
একে একে সবগুলো বনফুল জড়ো হয়,
তুমি নাকি তারাদেরও বিস্ময়!
©somewhere in net ltd.