![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৌষ-মাঘের হিম শীত
কুয়াশায় আচ্ছন্ন সারা গাঁ,
ছেলে-বুড়োর নড়ে পীত।
শুষ্ক শীতের তীব্রতা
হিমেল হাওয়া করুণ দশা,
সবাই খোঁজে উষ্ণতা।
পত্রঝরা বৃক্ষ রাজি
মুমূর্ষু দাঁড়া মৃত্যু শর্য্যা,
হিম বুড়ি বড্ড পাঁজি।
হায়রে! নিঠুর শুন্যতা
নগ্ন প্র্রকৃতি নিত্য একা,
রুক্ষ শীতের শুষ্কতা।
শীতের শুভ্র কুয়াশা
তুষার দিয়ে প্রকৃতি ঢাকা
জড়িয়ে চাদর ধোঁয়াশা।
হাড় কাঁপে প্রাণ নড়ে
তবু শীতের দুধ পিঠা,
আনন্দ লোচনে শীত গড়ে।
"অন্তকীর্তি " - কাব্যগ্রন্থের অন্তর্গত।
১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৪
সুবল চন্দ্র বর্মন বলেছেন: এ উৎসাহ উদ্দীপনা যেন কাজে লাগে। স্বাগত শুভেচ্ছা রইল।
২| ১৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০১
অতৃপ্তচোখ বলেছেন: খুব সুন্দর কবিতা দাদা,
শীতেই আমরা আনন্দ করি বেশি,
১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৬
সুবল চন্দ্র বর্মন বলেছেন: স্বাগতম
৩| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বাহ! শীত নিয়ে দারুণ কবিতা।
ছোট সময়ের রসের আর মজার পিঠা বেশিরভাগ শীতের দিনেই হইত, খাইতাম। এখন আর তেমন পিঠা উৎসব হয় না দাদা।
ছবিগুলোও সুন্দর হইছে।
২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৫
সুবল চন্দ্র বর্মন বলেছেন: আমিও মিস করি দাদা। লোকে বলেনা আজ যেটা বর্তমান কাল সেটা অতীত। আর অতীত হল কেবল স্মৃতি। ভাল থাকবেন। আবারো স্বাগত ও শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫২
শরতের ছবি বলেছেন:
হেমন্তে শীত নেমে এলো ঝাপিয়ে । ভাল । এগিয়ে যান ।