![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কোন শহীদের কথা করি ব্যক্ত
কাঁহারে হেলায়ে আমি হব কাঁর ভক্ত।
কাঁহারে লুকিয়া রাখি কাঁরে প্রকাশিব
কাঁকে আপন ভাবিয়া মাথায় তুলিব,
কি রত্নের সাথে করি তাঁদের তুলনা?
হে বাঙ্গালি তাঁদের কখনও ভুলনা।
সে সবে মনে হয় আমি করি অভক্তি
তাঁদের মহিমা প্রকাশে মোর ন শক্তি।
জ্ঞাত-অজ্ঞাত দিয়েছে প্রাণ সপে কত
শুচিত প্রাণ নির্দ্বিধায় লাঞ্চিত শত।
কাঁকে স্পষ্ট স্থান দিব পদ্য পরিসর
নির্বাক হইয়া যায় মম কন্ঠস্বর।
শহীদ স্মরণে সহস্র কোটি প্রণাম
স্বাধীনতা জয়ে শহীদের যত নাম।
*** "অন্তকীর্তি" কাব্যগ্রন্থের অন্তর্গত।
২০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৬
সুবল চন্দ্র বর্মন বলেছেন: ধন্যবাদ, বড় অনুপ্রাণিত হলাম। আবারো শুভচ্ছা রইল।
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩১
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখছেন,
শুভ কামনা জানবেন...
২০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৮
সুবল চন্দ্র বর্মন বলেছেন: আপনাকে স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি। ভাল থাকবেন।
৩| ২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১৪
অতৃপ্তচোখ বলেছেন: গভীর ভালোবাসা আর বিনম্র শ্রদ্ধায় করি স্মরণ জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাঁরা মহান মুক্তির সংগ্রাম মোদের স্বাধীনতা দিতে আত্মহুতি দিয়ে গেছেন নিজেদের প্রাণ।
আপনার অন্তকীর্তি চির অমর হোক, শুভকামনা
২২ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৭
সুবল চন্দ্র বর্মন বলেছেন: প্রাণ খোলা শুভেচ্ছা। অনাবিল ভাল থাকার শুভ কামনা।
৪| ২২ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৩
ডঃ এম এ আলী বলেছেন: দাদা অসাধারণ কবিতা , সরাসরি প্রিয়তে গেল
শুভেচ্ছা নিবেন ।
২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৬
সুবল চন্দ্র বর্মন বলেছেন: দাদা, বিভিন্ন ব্যস্ততারর কারনে ব্লগে আসতে পারিনা। এর জন্য হয়ত আপনি আমার উপর অনুরাগ করেছেন। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৭
শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর লিখেছেন।