![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখ ব্যথায় যন্ত্রনায় ভরা কাতর
স্বস্নেহে বক্ষে ধরিয়া করে যে সাদর,
দ্বিধাগ্রস্থ মনে আনে উচ্চ অভিলাষ
অন্তরে অনুর টানে করে হাবিলাষ।
কেবল ব্যসনে নিষ্ক্রয় দর্শক নয়
সখার পাশে দাঁড়িয়ে ঢাল সম সয়।
প্রফুল্ল চিত্তে করে কুশল বিনিময়
প্রীতিডোরে ভেসে ওঠে প্রগাঢ় প্রণয়।
কেবল প্রীতি ভাজন সঙ্গী তারে বলে
যাহার সনে সুভাব নীরবধি চলে।
একে অন্যের ত্রুটি ধৃত আপন মনে
সমাধিত হয় ত্রুটি দু'জনার প্রাণে।
তৎপর হয়ে করে যে স্বার্থ বিসর্জন
সেই-তো সখা অদ্বিতীয় মনোরঞ্জন।
রংপুর, ১৭/১১/১০ ইং
২| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৮
বিজন রয় বলেছেন: সুবলবাবু কোন জন?
৩| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৭
সুবল চন্দ্র বর্মন বলেছেন: আপনার কথা পাঠক হিসেবেও যুক্তিযুক্ত এবং একজন পরামর্শ দাতা হিসেবেও ঠিক বলেছেন। তবে একটু কিন্তু থেকে যায়। আধুনিক কবিতা হিসেবে এটি তেমন নয়। সনেট লিখতে গেলে বর্ণ ও মাত্রার হিসেব করতে হয়। তখন শব্দ চয়নে একটু জঠিলতা সৃষ্টি হয়। তবে চেষ্টা করব শব্দ শৈলিতে আধুনিকতা আনতে। ধন্যবাদ। আমার এ ক্ষুদ্র সংকলনে দৃষ্টিপাতের জন্য।
৪| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৬
সুবল চন্দ্র বর্মন বলেছেন: প্রণয়ী অর্থাৎ বন্ধু কে বোঝনো হয়েছে। সেই প্রকৃত বন্ধু যেজন বন্ধুর বিপদের দিনে সাহায্য সহযোগিতা করে। বন্ধুর ভালমন্দ সব কিছুর স্বাক্ষী হয়ে থাকে। সুপরামর্শ দেয়। সুন্দুর ভাবে কথা বলে। নিজেদের ভুলত্রুটি বুঝেসুঝে নেয়।
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২২
সালমান মাহফুজ বলেছেন: ফটোগ্রাফিক চতুর্দশপদী কবিতা !
ফটোগ্রাফ নিয়ে কিছু বলব না । কবিতা নিয়ে দু-একটি কথা না বললেই নয় ।
শব্দের গাঁথুনি ভাল । কিন্তু চয়নকৃত শব্দপুঞ্জে প্রাচীনতার স্পষ্ট ছাপ । মধুসূদনীয়, রাবন্দ্রিক ভাষাটা সমসাময়িক সময়ে প্রায় অপ্রচলিত । কবিতার ভাষা অনেক দ্রুত পরিবর্তনশীল । কবিকে সময়ের সাথে তাল মেলাতে হয় । নইলে যে পিছিয়ে পড়ার সম্ভাবনা থেকেই যায় ।
উপদেশ না, কথাগুলোকে জাস্ট ইনফরমেশন এবং একজন পাঠকের একান্ত মতামত হিসাবে নিবেন ।
ভালো থাকুন ।