নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিথ্যার অন্বেষণে

অকৃতজ্ঞের চেয়ে অধম

এস কে এস আলী

আশায় আশায় বুক বেঁধে রই

এস কে এস আলী › বিস্তারিত পোস্টঃ

৪০ লাখ লিফে

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:০০

লংমার্চকে ঘিরে ব্যাপক প্রচারণায় নেমেছে হেফাজতে ইসলাম। লিফলেট, ব্যানার, ফেস্টুন কিংবা পোস্টার-সবকিছুই ছাপানো হচ্ছে দিন-রাত। আর এই সংখ্যাটা ৪০ লাখের কম নয় বলে মানবজমিনের কাছে নিশ্চিত করেছেন দলটির একাধিক নেতা। বলেছেন, কেবল লংমার্চ নয়, নাস্তিক ব্লগারদের শাস্তি দাবি, ইসলাম রক্ষার আন্দোলনে এসব প্রচারণা অব্যাহত থাকবে। সরজমিন গতকাল বুধবার চট্টগ্রামের বেশ কয়েকটি ছাপাখানায় গিয়ে লাখ লাখ লিফলেট, পোস্টার, ব্যানার তৈরির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এসব প্রচারণার

ভাষা লেখা হয়েছে ছোট ছোট বাক্যে। বেশির ভাগ প্রচারণায় লেখা হয়েছে ‘নাস্তিক ব্লগারদের শাস্তি চাই’। তবে কোথাও যুদ্ধাপরাধ অপরাধে বন্দি জামায়াত নেতাদের মুক্তি চাওয়া হয়নি।

চট্টগ্রামের হেফাজতে ইসলামের শীর্ষ পর্যায়ের নেতারা জানান, দেশের ৬৪ জেলার সব ক’টি থেকেই আঞ্চলিক নেতা-কর্মীরা ব্যানার, পোস্টার ছাপাচ্ছেন। এই বিষয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত হিসেবে হাটহাজারী মাদরাসা থেকে তাদেরকে বলা হয়েছে। তবে সব লিফলেট, ব্যানারের ভাষা কি তা নির্ধারণ করেছেন দলটির প্রধান নেতা আল্লামা আহমদ শফী। ভাষা লেখার ক্ষেত্রে কোথাও যাতে দলের অবস্থান হালকা না হয়ে যায় সেদিকে অধিক নজর দেয়া হয়েছে।

লংমার্চকে কেন্দ্র করে ইতিমধ্যে ছাপা হয়েছে ১৬ লাখ লিফলেট, ১৪ লাখ পোস্টার। এছাড়া, আরও ১০ লাখ ব্যানার, ফেস্টুন, স্টিকার ছাপানোর কাজ চলছে। আজকালের মধ্যে সেগুলো ছাপা সম্পন্ন হবে। ঢাকায় লংমার্চের সমাবেশে যাতে সবাই যোগদান করেন সে জন্য গতকাল চট্টগ্রামসহ সারা দেশে এসব লিফলেট বিতরণ শুরু হয়েছে।

বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিসপাড়া, আদালত, মার্কেট, বাসস্ট্যান্ড, জনসমাগম হয় এমন অবস্থানে দলে দলে চলছে লিফলেট বিতরণ। অন্যদিকে পোস্টার সাঁটানোর কাজটি করছেন দলের তৃণমূল কর্মীরা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.