নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিথ্যার অন্বেষণে

অকৃতজ্ঞের চেয়ে অধম

এস কে এস আলী

আশায় আশায় বুক বেঁধে রই

এস কে এস আলী › বিস্তারিত পোস্টঃ

আমরা কোন পথে ,সংবাদপত্র এবং সাংবাদিকতা

০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১২



সংবাদপত্র ও সাংবাদিকতা

পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ জাতি।পৃথিবীটাকে সাজিয়ে গুছিয়ে অথবা এলোমেলো করে রাখে মানুষই।পৃথিবীর অন্য সব সৃষ্টিও মাসুষেরই অনুগত।মানুষ অন্য সব সৃষ্টিকেও নিজের স্বার্থের কাজেই লাগায়।মানুষ নিজ স্বার্থের কাজেই লাগায়।মানুষ নিজেদের প্রয়োজনেই একটা ব্যবস্থা বা পদ্ধতি প্রবর্তন করে আবার ভাঙে।প্রয়োজনের তাগিদেই তারা উদ্ভাবন করে নিত্য নতুন সাজ সরঞ্জাম।মানুষ এবং জনপদ বৃদ্ধির সাথে সাথে উন্নতি হয় রসংবাদপত্রে সামাজিক,রাজনীতি,অর্থনীতি,সমরনীতি এবং ধর্মনীতির।বিজ্ঞানের উন্নতিকল্পে এবং আধুনিকতার ছোয়ায় সবকিছুরই পরিবর্তন চলছে অবিরাম ধারায়।ঘটেছে সভ্যতা ও সংস্কৃতির ক্রমবিকাশ।আর এ সভ্যতা ও সংস্কৃতিকে এতদূর নিয়ে আসার জন্য এবং একে টিকিয়ে রাখার ও ভবিষ্যত উন্নতির জন্য বিবেক বুদ্ধি খাটিয়ে নানাবিধ উপকরণে সজ্জিত করেছে এ মানুষই।রাষ্ট্রগুলোর ক্রমবিকাশের সাথে সাথে জীবনমানকে উন্নত করার জন্য মানুষ খুজে নেয় কোনটি মন্দ কোনটি ভাল,কোনটি সুবিধাজনক,কোনটি দ্রুতগামী।সভ্যতার প্রাথমিক পর্যায়ে একদেশ হতে অন্য দেশে তথ্যের আদান প্রদান হত দ্রুত মারফত ঘোড়া ছুটিয়ে।এক জায়গা থেকে অন্য জায়গায় সংবাদ পৌছাতে লাগত বহুদিন।কিন্তু এখন ডাক ব্যস্থার স্তর অতিক্রম করে দ্রুতগামী যানবাহন,টেলিফোন,মোবাইল ফ্যক্স ও ইন্টারনেটের মাধ্যমে সেকেন্ডের ব্যবধানে পৃথিবীর একপ্রান্ত থেকে অপর প্রান্তে সংবাদ পৌঁছাতে ও গ্রহণ করে জানতে ও জানাতে পারি।আর এ তথ্য আদান প্রদানের মাধ্যম হিসেবে যারা কাজ করে অথবা এ যোগাযোগ ব্যবস্থার সাথে যারা জড়িত আছেন তারা নিঃসন্দেহে সমাজসেবক।সভ্যতার উন্নতিকল্পে তাদের অবদানের কথা অনস্বীকার্য।সংবাদপত্র এমন একটি মাধ্যম যার সাহায্যে সারা দেশের ও সারা বিশ্বের খুঁটিনাটি বিষয়গুলো আয়নার মত প্রতিচ্ছবি হিসেবে ফুটে উঠে।আর এ সংবাদপত্র এবং সংবাদমাধ্যমগুলোই হচ্ছে সর্বসাধারনের সুখদুঃখের অনুভূতির প্রতিফলন কেন্দ্র।সর্বসাধারন তাদের মতামত,সুবিধা অসুবিধাগুলো তুলে ধরে এ সংবাদমাধ্যমগুলোতেই।দেশৈল সার্বিক কার্যক্রম সু্ষ্ঠুভাবে পরিচালনা ও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বুদ্ধিজীবীদের মূল্যবান মতামত ও ক্ষুরধার লেখনীর প্রতিফলন ঘটে এ সংবাদমাধ্যমগুলোতেই। সংবাদপত্রে প্রতিফলিত তথ্য মানুষ অকপটে বিশ্বাস করে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.