নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন

সাখাওয়াত জুলফিকার

সাখাওয়াত জুলফিকার › বিস্তারিত পোস্টঃ

H2O চুন্দরী সময় টিভিতে যা বলেছেঃ

১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৫

H2O চুন্দরী সময় টিভির একটা সাক্ষাৎকারে দাবী করে সেদিন নাকি সে ইচ্ছা করে এমন উত্তর দেয়নি। তখন সাক্ষাৎকার গ্রহণকারি বার বার জানতে চেয়েছেন তাহলে সেদিন কি ঘটেছিলো? সেদিন কি ঘটেছিলো সে কারনটি না বলে সে বার বার ত্যানা পেঁছাতে থাকে। অনেকক্ষণ ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলে তার মায়ের অসুস্থতা নিয়ে। সাক্ষাৎকার গ্রহণকারী বার বার জানতে চান সেদিন কি ঘটেছিলো তা সংক্ষেপে বলুন। তবুও সে ভুমিকাকে অনেক লম্বা করে। সাক্ষাৎকার গ্রহণকারীর ধৈর্য্য শক্তি যখন চুড়ান্ত পর্যায়ে পৌঁছে তখন সে জানায় সেদিন নাকি তার কানে তার মায়ের মৃত্যু সংবাদের ভুল তথ্য এসেছিলো্, তাই সে কি করবে বুঝতে না পেরে এমন উত্তর দিয়েছে! কথাটি যে বানিয়ে বলা তা তার কথার ধরণ দেখে বোঝা যায়।

তবুও কিছু প্রশ্ন:
১. ভুল হোক আর সঠিক হোক, নিজের গর্ভধারিনী মায়ের মৃত্যুর সংবাদ শোনে কোন সন্তান/ মেয়ে সেখানে ছুটে না গিয়ে প্রতিযোগিতার মঞ্চে দাঁড়ানোর জন্য এতক্ষণ সময় পর্যন্ত অপেক্ষা করতে পারবে?
২. ধরে নিলাম সে মায়ের মৃত্যুর সংবাদ জেনেও প্রতিযোগিতার মঞ্চে উঠার জন্য অপেক্ষা করেছে, কারন এটা তার মায়ের স্বপ্ন ছিলো। এখন প্রশ্ন হচ্ছে, এইযে এতটা সময় সে অপেক্ষা করল, সে কি একবারও আয়োজকদের কাউকে তা জানাতে পারতোনা, যে তার মা মারা গেছে?
৩. অথবা মায়ের মৃত্যুর সংবাদ শোনার পর সে কি একবার হলেও কেঁদে উঠতোনা? তাহলে তাকে কি কেউ কাঁদতে দেখেছিলো তখন?
৪. যদি সে মা মারা গেছে শোনার কারনে এমন উত্তর দিয়ে থাকে, তাহলে তা সময় টিভিকে প্রথমে বললে অসুবিধা কি ছিলো? কথাটি বানাতে এত সময় লাগলো কেন?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.