নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন

সাখাওয়াত জুলফিকার

সাখাওয়াত জুলফিকার › বিস্তারিত পোস্টঃ

সাহেদ ও তথাকথিত সাংবাদিকরা

১৩ ই জুলাই, ২০২০ রাত ১১:৫৪

গণমাধ্যম ও সাংবাদিকরা সবাই এখন সাহেদের পেছনে লেগেছে। সাহেদ এই প্রতারণা করেছে, সেই প্রতারণা করেছে ইত্যাদি। তো সোনাইরা তোমরা এতদিন কোথায় ছিলে যখন সাহেদ দিনের পর দিন এসব করে এসেছিলো?
সাহেদ নিশ্চয়ই একদিনে এসব করেনি; পুলিশ না হয় ঘুষ খায়, ঘুষ খেয়ে অপরাধকে প্রশ্রয় দেয়। তাছাড়া ক্ষমতাসীনদের সাথে সাহেদের উঠা-বসা, ক্ষমতাসীন দলের লোক পরিচয়ের কারনে পুলিশ এতদিন কিছু বলেনি। কিন্তু তোমরা, তোমাদের চোখ কেন এতদিন বন্ধ ছিলো?

আজ যদি সাহেদ ধরা না পড়তো তাহলে আজও তোমরা বকশিসের বিনিময়ে সাহেদের.......... লেহনে ব্যস্ত থাকতে। এখন যখন দেখছো যে তার কাছ থেকে আর কিছু পাওয়ার সুযোগ নেই তখন সবাই ব্যস্ত হয়েছো তার কুকীর্তি ফাঁস করতে। এখন লাভ দেখছো সাহেদের বিরুদ্ধে সংবাদ প্রচারে। আলোচিত বিষয় হিসেবে এটার এখন বাজার কাটতি অনেক, পাবলিক খাবে ভালো তাইনা? তোমরা তাকে সবসময় টকশোতে ডেকেছ, তাকে টিভির উপস্থাপক বানিয়েছ, সংবাদ বিশ্লেষক বানিয়েছ। আর আজ তোমাদের চোখেও সে খারাপ হয়ে গেল!

এই হচ্ছে এই দেশের সাংবাদিকতা। সবকিছু যেন নষ্টদের দখলে চলে গেছে!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.