নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের বিভাজনে বিভাজিত সমূদ্র সৈকতের বালুতে লুকানো আমি এক টুকরো মানবী

শাহিদা খানম তানিয়া

একজন ক্ষুদ্র কবি ও লেখিকা

শাহিদা খানম তানিয়া › বিস্তারিত পোস্টঃ

বিদ্রোহী প্রত্যয়

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:২১

দ্বিখন্ডিত পৃথিবীর এক ভাগে করব ফসলের চাষ
অন্যপাশে ঊর্বরতার জন্য মাটির পরিচর্যা।
তোমাকে সাথে নেব, তোমাকে সাথে নেব, হ্যা হ্যা তোমাকেও সাথে নেব।
এক তুমি অমান্য করবে আমাকে বর্ণ অবমাননায়
আরেক তুমি আহত করবে ধ্বণিত উচ্চারণে
অন্য তুমি ভুলে মেতে উঠবে আদিম পরিচয়ে।
তাই আগ্রাসী ঢেউকে পেছনে ফেলে পাড় হয়েছি মহাসাগর
তুফানকে ভয় নেই, মৃত্যুকে তো নয়ই, ভয়গুলো আবর্তিত চারপাশে।
মানুষ তুমি! বন্ধ কর হত্যা, খুনির অট্টোহাসি বন্ধ কর
নইলে প্রতীক্ষা কর কোন ঘুর্ণিত উপস্থিতির
উন্মুক্ত তরবারী আজ মনুষ্য মু্ন্ডু নয় শয়তানের গর্দান স্পর্শ করবে ঠিকই।
শিশু হত্যা, নারী ধর্ষন, পুরুষের মুন্ডুপাত বন্ধ করে দূর হ শয়তান
চোখ তুলে দ্যাখ! সম্মুখে দাড়িয়ে কে, পরিচিত সে-ই জন্ম জন্মান্তরের কেউ এখানে।
কেমন দেখায় কখনও জননী, কখনও কন্যা, কখনও জীবন সঙ্গী প্রিয়তমাকে?
আজ এ চোখ প্রেমহীণ ধু ধু মরুভূমির উত্তাপ্ত দাবদাহে
দ্বিখন্ডিত পৃথিবী এক হবে বিজিতের ন্যায় সেই বিদ্রোহী প্রত্যয়ে।

তানিয়া
ফরিদপুর।

মন্তব্য ৩৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:২৮

বিজন রয় বলেছেন: কবিতার বিষয় সময়কে খুব ভালভাবে ধারন করেছে।

+++++

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৩

শাহিদা খানম তানিয়া বলেছেন: খুব ধন্যবাদ :)

২| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩১

আসোয়াদ লোদি বলেছেন: দ্রোহ ও প্রেমের সম্মিলন চমৎকার।

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৩

শাহিদা খানম তানিয়া বলেছেন: খুব ধন্যবাদ :)

৩| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪০

রাজীব নুর বলেছেন: অত্যন্ত চমৎকার।

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪২

শাহিদা খানম তানিয়া বলেছেন: খুব ধন্যবাদ :)

৪| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৫

নার্গিস জামান বলেছেন: আপু, খুব সুন্দর :)

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০০

শাহিদা খানম তানিয়া বলেছেন: খুব ধন্যবাদ আপু :)

৫| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২৭

চাঁদগাজী বলেছেন:



যারা নারীকে বুঝতে পারে না, নারীর ভুমিকা অনুধাবন করতে পারে না, তারা বিশ্বের শান্তি হনন করছে।

৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:১৬

শাহিদা খানম তানিয়া বলেছেন: জ্বী প্রকৃত সত্যকে অনুধাবন করার জন্য খুব ধন্যবাদ। :) আমার ব্লগে স্বাগতম :)

৬| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৪

রাজীব নুর বলেছেন: ফরিদপুরের কোথায় থাকেন? আলফাডাঙ্গা, মধুখালি, না বোয়ালমারি?

৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:২০

শাহিদা খানম তানিয়া বলেছেন: ফরিদপুর সদরেই থাকি।

৭| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৪

সাইফ নাদির বলেছেন: চমৎকার লিখেছেন

৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:২১

শাহিদা খানম তানিয়া বলেছেন: খুব ধন্যবাদ :)

৮| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১:৪৩

শাহিন বিন রফিক বলেছেন:


চাঁদগাজী যেহেতু আপনার কবিতা ভাল বলেছে তাহলে আমি ++ দিয়ে দিলুম।

৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৪

শাহিদা খানম তানিয়া বলেছেন: একটু অবাক হলেও ভাল লাগল জেনে। ধন্যবাদ আপনাকে :)

৯| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৩৯

জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর! +

৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৪

শাহিদা খানম তানিয়া বলেছেন: খুব ধন্যবাদ :)

১০| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৫

হাবিব বলেছেন: ফরিদপুরবাসীর কবিতা মনে ধরেছে..........

৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৮

শাহিদা খানম তানিয়া বলেছেন: হা হা ... খুব ধন্যবাদ :)

১১| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৬

হাবিব বলেছেন: "একজন অশিক্ষিত মানুষ" ব্লগার আপনাকে চিনতে পারেন নি.... আমি কিন্তু ঠিকই আপনার চোখ দেখে মনের কথা বুঝে চিনে নিয়েছি

৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৪

শাহিদা খানম তানিয়া বলেছেন: এই তো চোখের দেখায় পার্থক্য! মনের কথা বুঝতে পারার মত লোকের সংখ্যা কম! খুশি হলাম আপনার দ্বারা এটা সম্ভব হয়েছে :) শুভ কামনা।

১২| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৫

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর প্রকাশ। ভালো লাগলো খুব +

৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৩

শাহিদা খানম তানিয়া বলেছেন: খুব ধন্যবাদ :)

১৩| ৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: ফরিদপুর আমি বহুবার গিয়েছি।
ওখানে টেপাখোলাতে আমার প্রিয় শিক্ষক প্রফেসর আলতাফ স্যার থাকেন।

৩০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৭

শাহিদা খানম তানিয়া বলেছেন: আবারে আসবেন।
আলতাফ স্যারকে চিনি। ভাল মানুষ। :)

১৪| ৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় ভাললাগা।

৩০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৮

শাহিদা খানম তানিয়া বলেছেন: খুব ধন্যবাদ :)

১৫| ৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪১

নেক্সাস বলেছেন: কবিতা ভালো লেগেছে। বিষয় ভাবনা সুগভীর এবং চমতকার। বাক্য বিন্যাসে আরো পরিমিতি বোধ এবং পরিপক্কতা প্রত্যাশা করি।

৩০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩০

শাহিদা খানম তানিয়া বলেছেন: কবিতা ভালো লাগার জন্য খুব ধন্যবাদ :)
জ্বী নির্দেশনা মনে থাকবে।

১৬| ৩০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৫

মলাসইলমুইনা বলেছেন: হাহাহা ---জমিদারের খাতায় পাতায়, কালী কলমে লেখা দুঃখী মানুষের কথাতো মূর্ত হয়েছে বেশ । ব্লগ কবিতা মানেইতো দুজনে হাত ধরাধরি করে জ্যোৎস্নার সাদা মেঘে হাটা ! তার চেয়ে এই জীবন যন্ত্রণার কথাই কবিতাতে আসুক আরো বেশি বেশি । তাই কবিতা ভালোই লাগলো ।

৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০২

শাহিদা খানম তানিয়া বলেছেন: কবিতা ভালো লাগার জন্য খুব ধন্যবাদ :)

১৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৬

বিজন রয় বলেছেন: এক তুমি, আরেক তুমি, অন্য তুমি...... সবশেষে সেই তুমি।
মানুষ কিংবা অমানুষ!!

আবার পড়ে গেলাম কবিতাটি।

০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৪

শাহিদা খানম তানিয়া বলেছেন: আচ্ছা বেশ!

শুভ জন্মদিন দাদা! :)

১৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৬

বিজন রয় বলেছেন: শুভ জন্মদিন দাদা!

অনেক ধন্যবাদ আর শুভকামনা।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২১

শাহিদা খানম তানিয়া বলেছেন: খুব ভাল থাকবেন দাদা :)

১৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪

নীল আকাশ বলেছেন: ভালো লিখেছেন।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২২

শাহিদা খানম তানিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.