নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান সাগরে ডুব দিয়েছিলাম । কিন্তু মরলাম আমি এই রক্তাক্ত সাগরে ।

হায় !!!

রক্তাক্ত সাগর

খাই দাই ঘুমাই .....।

রক্তাক্ত সাগর › বিস্তারিত পোস্টঃ

ভুয়া কথা নিয়ে তোলপাড়।জাবি থেকে বলছি ।

২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

র‍্যাগিং নিয়ে গতরাত থেকে ফেসবুক তোলপাড় !!



আজব হয়ে গিয়েছিলাম গতরাতের সেই পোস্ট দেখে ।



কিন্তু শেষ পর্যন্ত জানলাম পুরাটাই ভুয়া কথা।



যারা এসব লিখেছে তাদের হয়ত কোন ব্যাক্তিগত ক্ষোভ থাকতে পারে জাবির প্রতি।কিন্তু এসব বাজে কথায় কান দিবেন না প্লিজ । জাবি এতটা খারাপ না ।



আমাদের প্রশাসন অনেক কড়া । রাস্তায় রাস্তায় পোস্টার বিলবোর্ড র‍্যাগিং এর বিরুদ্ধে। দেয়া আছে প্রকটর সহকারী প্রকটর এর ফোন নাম্বার।



আমরা ৪র্থ ইয়ার এ পড়ি, এ ধরনের ব্যবহার এর শিকার হই নাই বা কাউকে হইতেও দেখি নাই। বিশেষ করে মেয়েদের কে মেয়েরাই এরকম র‍্যাগ দেয় কোনদিন শুনি নাই।



অতএব জাবি সম্পর্কে এরকম বাজে কথা ছড়ায় তাদের কথা বিশ্বাস করবেন না।



পি এস:এখন পর্যন্ত কোনো নিউজ সাইট এ গতকালের ২৬-১-২০১৩ ঘটনার "মেয়েকে র‌্যাগ দেয়ার" সত্যতা পাই নাই।আপনারা পাইলে জানাবেন।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

বাসকপাতা বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.