নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান সাগরে ডুব দিয়েছিলাম । কিন্তু মরলাম আমি এই রক্তাক্ত সাগরে ।

হায় !!!

রক্তাক্ত সাগর

খাই দাই ঘুমাই .....।

রক্তাক্ত সাগর › বিস্তারিত পোস্টঃ

হুজুগে বাঙালী : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে সাবধান

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২১

ইদানীং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক খবর পাওয়া যাচ্ছে , বিশেষ করে র‍্যাগিং নিয়ে। এতে অনেক আগ্রহী জনতা সুযোগে জাবিকে ইচ্ছা মত অপমান করতেছে। তাদের উদ্দেশ্যে বলছি , সাবধান।



জা বি সম্পর্কে অনেকে অনেক উল্টাপাল্টা মন্তব্য করছেন, যার কোন ভিত্তি নাই।



কারণ,



প্রথমত,

বর্তমানে র‍্যাগিং সংস্কৃতি জা বি ক্যাম্পাসে নাই।

হ্যা, শুনে হয়ত অনেকর চোখ কপালে উঠে গেছে। অবাক হওয়ার কিছু নাই। কারণ র‍্যাগিং এখন অতীত। গত ৪/৫ বছর ধরে জা বি তে র‍্যাগিং নাই। আমরাও র‍্যাগিং এর গল্প শুনতাম । নিজে কক্ষনো খাই নাই। আমিও অনেকের মত গল্প শুনেছি।

দ্বিতীয়ত,

জাবি প্রশাসন অনেক কড়া। রাস্তায় রাস্তায় র‍্যাগ বিরোধী পোস্টার। ডেইরী গেইট , প্রান্তিক গেইট এ বড় বড় বিলবোর্ড টানানো আছে। সেখানে প্রকটর, সহকারী প্রকটর এর ফোন নাম্বার দেয়া আছে। কেউ সহযোগিতা চাইলেই উনারা সাহায্য করবেন, এবং নাম ও গোপন রাখবেন।



এবার আসি সাম্প্রতিক ঘটনায়। ফেসবুক তোলপাড় , এক মেয়ে নাকি র‍্যাগ এর শিকার। সে যদি র‍্যাগের শিকারই হয়ে থাকবে তো কেন প্রশাসন কে জানাবে না? তার উপর সে জানালো এক অচেনা ভাই কে , ইনবক্স এ মেসেজ দিয়ে। ভাই তার মহান ব্লগার , অনেক উল্টাপাল্টা তথ্য বহুল একটা ব্লগ লিখলেন , সামু ফেসবুক তোলপাড়। এখন ইউনিভার্সিটির লোকজন আইনি ব্যবস্থা নিবে শুনে চুপসাইয়া গেলেন, বলেন যে মেয়ে নাকি সব অস্বীকার করছে। কেনো করবেনা? ঘটনার রাতে সে জাহানার ইমাম হলেই ছিলো না!!!!!



এরপর আসি , মানিক প্রসঙ্গে। ১৯ বছর আগে ঘটা ঘটনার জন্য জাবির দুরনাম এখনো করবেন কেন? এত দিন ঢা বি , চ বি , প্রাইভেট ভার্সিটি গুলাতে কোনো অপকর্ম হয় নাই? তখন মানিক তাড়ানোর আন্দোলন জা বির ছাত্ররাই করছে,নাকি??



এখন বলতে পারেন সবাই কেনো জা বির বদনাম করে।

প্রথমত,

বাংলাদেশে শুধু জা বিই একমাত্র বিশ্ববিদ্যালয় যেটি শিবির মুক্ত। অতপর শিবির এর সমর্থকদের খুব জ্বলে। জাবিতে শিবিরের ঘাটি হোক এই তাদের কামনা। কিন্তু এটা কক্ষনই হবে না। জা বি সাংস্কৃতিক রাজধানী। তাই শিবিরওলারা জা বির নামে বদনাম ছড়াচ্ছে। খেয়াল করলে দেখবেন জাবির পক্ষের যেকোনো পোস্টে শিবিরের লোকজন প্রাসঙ্গিক-অপ্রাসঙ্গিকভাবে আক্রমন করছে। ১০-১৫ বছর আগের কথা তুলে ধরছে। বিভ্রান্ত হবেন না তাদের কথায়।



দ্বিতীয়ত,

কিছু লোকজন আছে যারা অনেক আগের জা বিতে ভর্তি বা ভর্তি পরীক্ষার কথা বলে, তখন র‍্যাগিং নিয়েও অনেক কথা বলে। ৫-১০ বছর আগের পরিস্থিতি আর এখনের পরিস্থিতি এক হবে না। তারা এই কথা বিবেচনা না করেই বিভিন্ন জায়গায় পোস্ট করছেন। আর আরেক দল আছেন যারা অন্যের কাছে শোনা বানানো গল্প নিজের বলে চালিয়ে দিচ্ছেন। ফলে বদনাম হচ্ছে আমাদের।



তাই এসব মিথ্যাকথায় কান দিবেন না, প্লিজ।



যদি তাও আপনার মন না ভরে, তাহলে শুধু এইটুকু বলব,



“যদি আমাদের ক্যাম্পাস এতই খারাপ হয়, এখানে র‌্যাগিং এর এতই সমস্যা থাকে, দরকার নেই ওই সমস্ত এলিট শ্রেণীর বলদ গুলোর এই ক্যাম্পাসে আসার,ক্যাম্পাস নোংরা করার, তাদের ওই তথাকথিত দূর সম্পর্কের বন্ধুর মামাতো-চাচাতো ভাই-বোনদের দরকার নেই এই ক্যাম্পাসে পড়ার। আর তথাকথিত এলিট শ্রেণীর বলদ গুলোর প্রতি অনুরোধ, আমরা জাহাঙ্গীরনগরবাসী টাকা দিয়ে কোন দালাল রাখি নাই আমাদের ক্যাম্পাস সম্পর্কে এত বিশ্লেষণ করার।“

তাই যদি হুজুগে লাফান , তাইলে জা বির ধারে কাছে দিয়েও আইসেন না। যখন তখন র‍্যাগ খাইতেও পারেন , ঠিক নাই। সাবধান!!!!



















মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৫

টিনের চশমা বলেছেন: তাদের উদ্দেশ্যে বলছি , সাবধান

এবার জাহাঙ্গীরনগরের সেরা সন্ত্রাসী আইছে রামদা দিয়া কোপাইতে !! রামদা দিয়া সবাইরে কোপাইয়া রক্তের সাগর বানাইবো !!

তাই সবাই সাবধান .............. /:) /:) /:)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩

রক্তাক্ত সাগর বলেছেন: টিনের চশমা আইডিটা চেনজ করে রঙ্গিন চশমা দিন। ব্লগ নিয়ে কিছু না পেরে কি নিয়ে লেগেছেন?? যদি পারেন যুক্তি দিয়ে বলেন।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৩

শূন্য থেকে যাত্রা বলেছেন: @টিনের চশমা ভাইয়া, যুক্তি দিয়ে কথা বলুন। লেখক কোন ভুল তথ্য দিয়ে থাকলে প্রমান করুণ। শোনেন, একটা ফ্রি টিপস দেই, টিনের চশমা পইরা ঘুমিয়ে ঘুমিয়ে কল্পনার দুনিয়া দেখা যায়, কিন্তু বাস্তব কিছু দেখা যায় না। চশমা খোলেন দেখেন, জানেন, তার পর কথা বলেন। B:-/ B:-/

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫

রক্তাক্ত সাগর বলেছেন: সহমত

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৯

জাকির সজিব বলেছেন: mother chod, batpari ekaneo !

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০

রক্তাক্ত সাগর বলেছেন: গালি দিয়ে কি প্রমান করলেন? আপনি একটা দুর্বল প্রকৄ্তির মানুষ । কেউ এখানে বাটপারি করতেছে না। যুক্তি দিয়ে কথা হচ্ছে। আপনি নিজের প্রকৄ্তি ও পরিচয় প্রকাশ করলেন।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০০

জাকির সজিব বলেছেন: love @tiner choshma's comments.

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১

রক্তাক্ত সাগর বলেছেন: চোরে চোরে মামাত ভাই কি বলেন??

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৪

শূন্য থেকে যাত্রা বলেছেন: @জাকির সজিব ভাইয়া,

"আমি একজন ভাল মানুষ যে ভালবাসে তর্ক করতে সেটা যতই স্পশর্কাতর বিষয় হোক না কেন ! আমি অপমানিত হই যখন কোন মুর্খ আমার সাথে তর্ক করে, আমি রাগ করি যখন কোন মুর্খ িনজেকে িশহ্মিত মনে করে, আমি চিৎকার করি যখন দেখি সেই মুর্খটা ধর্ম নিয়ে কথা বলছে।" এইটা তো আপনারই লেখা তাইনা? আপনার এই লেখাগুলার সাথে তো আচরণ একদমই মেলে না। এমন কথা বলেনই বা কেন যা নিজেই পালন করেন না । :-& :-& :-& :-& :-& :-& :-&

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৮

সাত সাগেরর মাঝি বলেছেন: তাদের
উদ্দেশ্যে বলছি , সাবধান এবার
জাহাঙ্গীরনগরের
সেরা সন্ত্রাসী আইছে রামদা দিয়া কোপাইতে !!
রামদা দিয়া সবাইরে কোপাইয়া রক্তের
সাগর বানাইবো !! তাই সবাই
সাবধান .............. /:) /:) /:)

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪০

সাত সাগেরর মাঝি বলেছেন: বাংলাদেশে শুধু জা বিই একমাত্র
বিশ্ববিদ্যালয় যেটি শিবির মুক্ত।
অতপর শিবির এর সমর্থকদের খুব
জ্বলে। জাবিতে শিবিরের ঘাটি হোক এই
তাদের কামনা। কিন্তু এটা কক্ষনই
হবে না। জা বি সাংস্কৃতিক রাজধানী।
তাই শিবিরওলারা জা বির নামে বদনাম
ছড়াচ্ছে।
Ho vai, sob shibirer dos !

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩

রক্তাক্ত সাগর বলেছেন: শিবিরের দোষ নাই আপনি বলতে চাচ্ছেন?

আমি শুধু শিবির না , আর অনেকের কথাই বলেছি। পড়ে দেখবেন দয়া করে।

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪

কিংবদন্তী হাসিব বলেছেন: ভাই আপনার কথা কতটুকো সত্য তা আমার জানা নেই। বললে বিশ্বাস করেন আর নাই করেন, আমার এক সহপাঠী এবার দ্বিতীয় প্রচেষ্টায় ফিন্যান্সে চান্স পেয়েছে। গত পরশু রাত ৯টায় দেখি বাসায় আসছে ক্লাস করে। মন খারাপ, চোখ ফোলা। ওকে সকাল ১০.৩০ থেকে টানা রাত ৮টা পর্যন্ত র‍্যাগ দিয়েছে। মিথ্যে বলে কি লাভ ভাই? আমাদের ব্যাচম্যাট যারা চান্স পেয়েছে সবাই এর শিকার। হয়তো পরিমান আর ব্যাপ্তি কমেছে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬

রক্তাক্ত সাগর বলেছেন: আপনার সহপাঠীর ব্যপারে আমার কিছুই বলার নাই। কারন ঘটনা আমি জানি না। ১০.৩০-৮.০০ অনেক লম্বা সময় । এতক্ষন র‍্যাগ দেয়ার ধৈর্য্য কারো আছে কিনা জানি না, আর যে এই র‍্যাগিং এর স্বীকার, তারও খুবি খারাপ অবস্থা হয়ার কথা। হলের বাইরে দিনের বেলাতে র‍্যাগ এর ঘটনা আমি শুনি নাই। আর র‍্যাগিং বলতে যা বুঝায়, এটা কি আপনার বন্ধু জানেন কিনা জানি না।কারন অনেকে একটু গলা উঁচা করে কথা বললেই ভাবে র‍্যাগ দিতেছে। আপনার সহপাঠীর প্রতি সমবেদনা রইল। যদি সে র‍্যাগিং এর স্বীকার হয় , তাহলে তাকে বলবেন,প্রশাসনের সাথে যোগাযোগ করতে। ধন্যবাদ।

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩

রক্তাক্ত সাগর বলেছেন: @শূন্য থেকে যাত্রা

ভাই , যারা যুক্তিবিহীন কথা বলেন তাদের বিরুদ্ধে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

আবু সাইফ শেখ বলেছেন: রক্তাক্ত সাগর ভাই , এদের কিছু বুজায়ে লাভ নাই। বাদ দেন। সব হালার গরু ছাগল।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

রক্তাক্ত সাগর বলেছেন: কেউ খারাপ কথা বললে নিজেরই খারাপ লাগে। তাই সঠিক/সত্য কথা বলার চেষ্টা করি , কেউ না শুনলে কি করার আছে বলেন?

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

সৈকতে আমি বলেছেন: সহমত @ আবু সাইফ শেখ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.