নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল আকাশ

আলোকিত মানুষ চাই

সুলতান আহমদ

আলোকিত মানুষ গড়তে চাই

সুলতান আহমদ › বিস্তারিত পোস্টঃ

আমার নবজাতক ছেলের জন্য সুন্দর, শ্রুতিমধুর ও অর্থপূর্ণ নাম আহবান করছি।

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০২

আমার নবজাতক ছেলের জন্য সুন্দর, শ্রুতিমধুর ও অর্থপূর্ণ নাম আহবান করছি।

আমি সত্যি নিজেকে ভাগ্যবান মনে করবো যদি একটি সুন্দর নাম এই ব্লগের ব্লগারদের দেয়া নাম থেকে আমার নবজাতক ছেলের নাম খুজে পাই।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৯

খাটাস বলেছেন: সোপান।

আপনার ছেলের সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া রইল । আপনার এবং আপনার পরিবারের জন্য শুভ কামনা।

২| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৫

কসমিক- ট্রাভেলার বলেছেন:
সবচেয়ে ভালো হয় আপনার নবজাতকের মায়ের সাথে পরামর্শ নেয়া, কারণ তার তো পছন্দ থাকতে পারে। আর তাছাড়া আপনার পছন্দ নির্বাচনের কোনো ধারনাও আমাদের জানা নেই তবে কিছু কমন অর্থপূর্ণ ভালো নাম উল্লেখ করলাম , ভেবে দেখতে পারেন।

শিবলি সাদিক।
ফারহান সাদিক
আফিফ সয়সাল ফাতিন
আদনান মারুফ
আলিফ


তবে আমি দু:খিত যে এই মুহুর্তে আপনাকে নামের নির্ভূল অর্থ বলতে পারছি না , পরে দেখে বলতে হবে।

আপনার নবজাতকের জন্যে শুভকামনা,
বড় হোক মেধায়, মননে, সততা ও দক্ষতায়।




৩১ শে আগস্ট, ২০১৩ রাত ২:২৬

সুলতান আহমদ বলেছেন: ধন্যবাদ

৩| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৪৪

নীল জানালা বলেছেন: নবজাতক সন্তানের পিতা হিসাবে অভিনন্দন গ্রহন করেন। অনেক অনেক শুভেচ্ছা রৈল নবজাতক, তার মা এবং আপনার জন্য।

বৈচিত্রময়, বাহারি, রংগীন কিংবা সাদাকালো নাম দিয়া কি আসে যায়? নাম রাখেন ট্রেডিশনাল। আপনার কিংবা আপনার স্ত্রীর বা সন্তানের পূর্বপুরুষের সাথে মিলিয়ে নাম রাখুন। আপনার সন্তান যেন তার সেই পূর্বপুরুষের ন্যায় দায়িত্ববান, সুযোগ্য, সৎ, কর্মঠ এবং মমত্ববোধ সম্পন্ন মানুষ এবং নাগরিক হিসাবে গড়ে ওঠে, সেমতে সচেস্ট হোন।



৪| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১:০৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: জায়াদ
সায়ান
লাবিব
মাহবির
মুয়িদ
ফায়াজ

৫| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ২:২৬

সুলতান আহমদ বলেছেন: ধন্যবাদ। যদি সম্ভব হয় আরও কিছু নাম দেন

৬| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫১

বাঙাল শিক্ষক বলেছেন: আব্দুল্লাহ আতিফ, আদিব, আকিল, হাসান, হিশাম, হুজাইফা, জুবাইর, জুনাইদ, খালিদ, রিজওয়ান, সাফওয়ান, সাজিদ বা ওয়াসিফ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.