![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিজ্ঞান ভাল লাগে তাই বিজ্ঞান পড়া । সামান্য লেখালেখি করি। ভাল লাগে বিভিন্ন বিষয় নিয়ে পড়তে। পড়াশোনা করছি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে।
লেখালেখি অনেক দিন থেকে করছি। তবে পেশিজীবি নয়, স্বাধীনভাবে লিখি। প্রতিদিন ঢাকার কয়েকটি এলাকায় টিউশনির স্বার্থে যাওয়া হয়। রাস্তায় যাওয়ার পথে ভাবলাম সময় নষ্ট করে লাভ কি। প্রতিদিনের দেখা ঘটনা শেয়ার করার চিন্তা করলাম। তাই আজ থেকে চলতি পথে দেখা লেখা পোস্ট করব “চলতি পথে এই শহরে” শিরোনামে। আপনাদের ভালো লাগলে অনুপ্রাণিত হব।
১৬ জানুয়ারি ২০১৩, রাত দশটা, পল্লবি সুপার সার্ভিসে চড়ে টেকনিক্যাল থেকে কলেজ গেট আসছি। শিশুমেলা সিগনালে যথারীতি বাস থামল। হঠাৎ একজন যাত্রী সুপারভাইজারকে জিজ্ঞেস করলেন, সহ্রাওয়ারদি মেডিক্যাল ? উত্তর-হু। কোন দিকে তাকানো নয় হুড়মুড় করে বাস থেকে নেমে গেল লোকটি । বোঝা যাচ্ছিল এই এলাকায় নতুন। নেমে কোন হাসপাতাল না দেখে একজনকে জিজ্ঞেস করল। ঐ লোকটি তাকে আগারগাও দিকে একবার আর কলেজ গেটের দিকে একবার আঙ্গুল তুলে দেখাল। বোঝা গেল সে কিছুই বোঝে নি । তাই অন্যজনকে জিজ্ঞেস করল । হয়তো উত্তর ছিল , “ভাই, এইখানে না সামনে”। সিগনাল ছেড়ে বাস যাবে এই মুহূর্তে আবার দৌরে লোকটি বাসে উঠে পড়ল। সুপারভাইজারকে বলায় তার উত্তর আপনি নামলেন ক্যান? আমরা সবাই সুপারভাইজারকে বললাম , তুমি ক্যান বললা, সে তো সামনে যাবে। এটা ঢাকা শহরে প্রায় ঘটে কাঙ্খিত স্থানে আসার আগেই নামিয়ে দেয় (মূল সমস্যা নতুনদের জন্য) । আর সমস্যায় পড়ে নতুন আগন্তুকেরা।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬
েমাঃ রফিকুল ইসলাম বলেছেন: ওহ, ভালো, তবে মনে রাখতে হবে, ভুলে যাওয়াটা অস্বাভাবিক না।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫২
রেজিস্টার বলেছেন: আমিতো এখনোও পথঘাট ভুল করে ফেলি