![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a simple guy.
৷৷৷ নবীনের শপথ ৷৷৷
ওসমান মাসুম
আমরা নবীন, আমরা তরুণ
আমরা সতেজ প্রাণ,
দুর্গম পথ পাড়ি দিয়ে
আমরাই আনিবো বিজয়ের ঘ্রাণ।
আসুক ঝড় আসুক তুফান
ডরি না তাতে যদি যায় প্রাণ,
মরার আগে ভয়ে মোরা মরবো না
মোরা অশুভ শক্তির উত্থান হতে দেবো না।
মোরা সত্য পথে গড়বো মোদের জিবন
আসুক বাধা করবো না পরাজয় বরণ,
লক্ষ্য মোদের মহৎ হবে
জিবন মোদের সার্থক হবে।
পাছে লোকে কতো কিছু বলে
তাতে কি আর কান দিলে চলে,
নিন্দুকের মুখে কুলুপ দিয়ে
আপন পথে মোরা যাবো এগিয়ে,
বিভ্রান্তিতে না দিয়ে কান
মোরা রাখিবো দেশের মান।
©somewhere in net ltd.