![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের মত চলতে চাই .............................।
বেশ কয়ে্ক দিন আগের কথা আমি তখন টিভি দেখতেছিলাম এমন সময় গ্রীন ইউনিভার্সিটির একটি বিজ্ঞাপন দেখে আমার চোখ তো আকাশে উঠে গেল,তারা বলছে গ্রীন ইউনিভার্সিটি নাকি সেরা পাবলিক ইউনিভার্সিটির চেয়েও নাই সেরা । যেখানে বাংলাদেশের টপ ক্লাস স্টুডেন্টরা পাবলিক ইউনিভার্সিটি তে ভর্তি হওয়ার জন্য হুমরি খেয়ে পড়ে সেখানে গ্রীন ইউনিভার্সিটি কে স্টুডেন্ট পেতে বসে থাকতে হয় টিভির বিজ্ঞাপন ও দারিপাল্লা নিয়ে সেরা পাবলিক ইউনিভার্সিটির চেয়ে কি ভাবে সেরা হয় ? যেই প্রাইভেট ইউনিভার্সিটির ভিসি এবং অন্য শিক্ষকরা এসেছেন পাবলিক ইউনিভার্সিটি থেকে,সেখানে থাকতে পারে দুই একজন শিক্ষক যারা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এসেছেন।তাই বলব কতৃপক্ষ একটু দৃষ্টি দেন এই দিকে …..।।……।।
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯
রোলেন বলেছেন: এটিএন চ্যানেলে একদিন দেখলাম ঢাবি আর গ্রিণ ইউনিভার্সিটির মধ্যে বিতর্ক প্রতিযোগীতা হচ্ছে। শেষে অবশ্য ঢাবি জিতেছিল। কিন্তু ভবিষ্যতে মনে হয় আর জিততে পারবেনা।