নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কথা..............

আমার কথা............

মোঃআতিকুর রহমান

নিজের মত চলতে চাই .............................।

মোঃআতিকুর রহমান › বিস্তারিত পোস্টঃ

আর্মিতে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক ভাইভার ব্যাপারে সাহায্য চাই

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩২

আমি এবার (৭৩ তম বিএমএ) আর্মি কমিশন্ড পদে ফর্ম উঠাইছি । ১১ তারিখ প্রথমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষায় বাছাই হওয়া প্রার্থী দের প্রাথমিক ভাইভা হবে । আমাকে এ জন্য কি ভাবে কোন ধরনের পোশাকে উপস্থিত হতে হবে ও ভাইভাতে কোন ধরনের প্রশ্ন হয় কেউ যদি আমাকে জানাতেন তা হলে আমি আগে থেকে প্রস্তুতি নিতে পারব । আশা করি সাহায্য পাব ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৬

েবনিটগ বলেছেন: পোস্ট পর্যবেক্ষন

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৫

মোঃআতিকুর রহমান বলেছেন: ভাই বুজলাম না

২| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৪

মোঃআতিকুর রহমান বলেছেন: ভাই পারলে সাহায্য করেন ......।।

৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৯

কান্টি টুটুল বলেছেন:

আপনাকে প্রশ্ন করতে পারে আসিফ মহিউদ্দিন এখন কোথায়?

উত্তর ....কোন আসিফ মহিউদ্দিন :)

ক্লিন শেভ্ড ;)

একই সাথে অনেকেই প্রশ্ন করতে পারে যথা সম্ভব উত্তর দিন।প্রেম/শারিরীক সম্পর্ক বিষয়ক প্রশ্ন,সংকোচ না করে স্বাভাবিকভাবে উত্তর দিন।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৯

মোঃআতিকুর রহমান বলেছেন: জানানোর জন্য খুশি হলাম ।

৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৪

নিশাচর নাইম বলেছেন: ফরম্যাল পোশাকে (শার্ট প্যান্ট শু) উপস্থিত হবেন। ওখানে সবার সাথে কথা মেন্টালি ফ্রেস থাকবেন। ভয় পাওয়া থেকে দূরে থাকবেন । ইন্টারভিউ বোর্ডে ক্লিয়ার কাট তড়িৎ উত্তর দেয়ার চেষ্টা করবেন, কোন প্রশ্নের উত্তর অনেকক্ষন ভেবে দেয়ার চেষ্টা করবেন না। ভাইভাতে সাধারণত কেন জয়েন করতে চান, ভং-চং প্রশ্ন জিজ্ঞেস করে তাই সাধারন জ্ঞানের মত কিছু মুখস্থ করার দরকার নাই। যাওয়ার আগে সামরিক বাহীনি সম্পর্কে জেনে নিন।

Click This Link

Click This Link

Click This Link

http://bit.ly/Z1Ql9b

৫| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৫

স্বপ্নসমুদ্র বলেছেন: লাইট ব্লু শার্ট। ব্ল্যাক প্যান্ট। ভাইভাতে আপনাকে চরম অপমান করতে চাইলে না রেগে মাথা ঠান্ডা রেখে ফেস কইরেন আর অতিরিক্ত স্মার্টনেস দেখাইতে যাইয়েন না। এক্কেরে ধরা খাই যাইবেন।

৬| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৭

স্বপ্নসমুদ্র বলেছেন: ও সরি। প্রাথমিকে কিছু হবে না। ফিজিক্যাল ফিটনেস থাকলেই হয়ে যাবে। ভদ্র যেকোন পোশাক পরে গেলেই হবে।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৮

মোঃআতিকুর রহমান বলেছেন: ভাই জুতা কোন কালারের পড়তে হবে ? শার্ট ব্লু কালার ছাড়া চলবে না ?

৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৭

স্বপ্নসমুদ্র বলেছেন: যাই পরেন লাইট কালার। কটকইটটা কালার চোখে লাগে বেশি। কালো জুতাটাই ফরমাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.