নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজস্ব ভাবনা চিন্তা নিয়ে আমার ভার্চুয়াল জগত!

এস.এম. আজাদ রহমান

সংগঠক, অভিনেতা, ব্লগার, স্যোসাল মিডিয়া এক্টিভিস্ট, ডিজাইনার

এস.এম. আজাদ রহমান › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাসঘাতক ও একজন ৪ তারকা জেনারেল

০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২১

বিশ্বাসঘাতক ও একজন ৪ তারকা জেনারেল

বাংলাদেশে “বিশ্বাসঘাতক” শব্দটা যেন সময়ের সঙ্গে সঙ্গে পুরনো হয় না। প্রজন্ম বদলায়, সরকার বদলায়, কিন্তু বিশ্বাসঘাতকতার গল্পটা অদ্ভুতভাবে বারবার ফিরে আসে। ইতিহাসের এই পুনরাবৃত্তি মাঝে মাঝে মনে করিয়ে দেয়—আমরা বোধহয় ভিলেন তৈরিতে বেশ দক্ষ।

বর্তমানে আলোচনায় রয়েছেন একজন ৪ তারকা জেনারেল। এ দেশের নিরাপত্তার সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হয়ে থাকলেও আশ্চর্যের ব্যাপার হলো, তাকে ঘিরেই এখন সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে, আবতির্ত হচ্ছে দেশের সবকিছু কেউ বলছেন তিনি নিরপেক্ষ, কেউ বলছেন তিনি নির্লিপ্ত, আর অনেকে আবার ফিসফিস করে বলছেন—আসলে তিনি “খুব বেশি সচেতন", এপ্রশ্নগুলো উঠছে তার ইদানিংকালের দৌড়-ঝাপের কারণে।

বাংলাদেশে দায়িত্বে থাকা সেনাপ্রধানকে নিয়ে এমন গুঞ্জন নতুন কিছু নয়। তবে জনগণ যখন আস্থা হারাতে শুরু করে, তখন বিষয়টা শুধু গুঞ্জনেই সীমাবদ্ধ থাকে না। তখন তা রূপ নেয় অভিযোগে, হতাশায়, আর কখনো কখনো অভিশাপেও।, হাত-পা গজাতে থাকে চারিদিকে

আমাদের ইতিহাসে যেসব মানুষ বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হয়েছেন, তাদের নাম আজও শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করা যায় না। বরং তারা রয়ে গেছেন ঘৃণার উদাহরণ হিসেবে। তাই আজকের এই ৪ তারকা জেনারেলের জন্যও প্রশ্নটা একই রকম—তিনি কি ইতিহাসে সম্মানের আসনে বসবেন, নাকি ধীরে ধীরে ভিলেনদের তালিকায় ঠাঁই নেবেন?

সময় কিন্তু খুব বেশি উদার নয়। যারা দেশের সঙ্গে খেলা করেছেন, ইতিহাস তাদের শেষমেশ ক্ষমা করেনি। তাই এখনো সময় আছে—চাইলে তিনি দেশপ্রেমিকের জায়গায় থাকতে পারেন। তবে যদি ভুল পথ বেছে নেন, তাহলে তার জন্য জনগণের একটাই রায় অপেক্ষা করছে—“বিশ্বাসঘাতক” শব্দটি, যা হয়তো তার নামের সঙ্গেই চিরদিন উচ্চারিত হবে।বেছে নেওয়ার দায়িত্ব তাঁর। দেখি তিনি কি করেন।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪০

জেনারেশন একাত্তর বলেছেন:



সেনাপ্রধানকে নিয়ে কে কি বলছে সেটা আমরা শুনছি; আপনি কি মনে করেন?

০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৮

এস.এম. আজাদ রহমান বলেছেন: দেখি তিঁনি কি করেন।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:০৬

কামাল১৮ বলেছেন: সেনা প্রধানের থেকে বড় সেনা প্রধান হলেন আমাদের সমন্বয়করা।তারা মুখুশ পরে দেদের সাথে মিরজাফরি করে।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:০৬

এস.এম. আজাদ রহমান বলেছেন: ধন্যবাদ জনাব

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:২৩

কিরকুট বলেছেন: সব মানুষ ধান্দার পাগল।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:০৬

এস.এম. আজাদ রহমান বলেছেন: জি আপনি ঠিক বলেছেন।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:০১

জেনারেশন একাত্তর বলেছেন:


দেখেন, কিছু বুঝলে আমাদের জানাবেন।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:০৭

এস.এম. আজাদ রহমান বলেছেন: ওকে জেনারেল।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:১৯

ক্লোন রাফা বলেছেন: সেনা প্রধান প্রকৃতপক্ষে ঔপনিবেশিক অপশক্তির ক্রীড়াবিদ হয়ে খেলছেন। তার রাজাকার প্রীতি অবিস্মরণীয় হয়ে থাকবে ইতিহাসের পাতায়। জামাত/শিবির একমাত্র তার কারণেই এত মাইলেজ পাচ্ছে ‼️ জামাত ‍্তাদের এ,বি,ছি সকল পার্টিকে কাজে লগ্নি করেছে।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:০৮

এস.এম. আজাদ রহমান বলেছেন: জি আপনি সঠিক কথাই বলেছেন ।

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:১৮

রাজীব নুর বলেছেন: বিশ্বাসঘাতকের ঠাই বাংলার মাটিতে হবে না। সমস্ত বিশ্বাসঘাতক পালাবে।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৩৬

এস.এম. আজাদ রহমান বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৪০

বিজন রয় বলেছেন: জেনারেলরাই তো সর্বেসর্বা।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৩০

এস.এম. আজাদ রহমান বলেছেন: সব সময়ের জন্য নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.