নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজস্ব ভাবনা চিন্তা নিয়ে আমার ভার্চুয়াল জগত!

এস.এম. আজাদ রহমান

সংগঠক, অভিনেতা, ব্লগার, স্যোসাল মিডিয়া এক্টিভিস্ট, ডিজাইনার

এস.এম. আজাদ রহমান › বিস্তারিত পোস্টঃ

সাপকে দড়ি ভেবে যে ভুলের প্রায়শ্চিত্ত গোটা জাতিকে করতে হবে[

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:০২

সাপকে দড়ি ভেবে যে ভুলের প্রায়শ্চিত্ত গোটা জাতিকে করতে হবে

একজন বলছিলেন, “ওরা আপনাদের বাচ্চাদের মারেনি। এত জিওপলিটিক্স বোঝেন, এত শিল্প-সাহিত্যের রাজনীতি বোঝেন, কিন্তু এটুকু বোঝেননি—কোনো সরকার এভাবে হত্যা করে ক্ষমতা পোক্ত করে না।”

তার যুক্তি শুনে থমকে গিয়েছিলাম। কারণ আমি তখনও রক্তাক্ত সেই দিনগুলোর স্মৃতি বয়ে বেড়াচ্ছি। সাত তলায় স্নাইপারের গুলিতে যখন শিশুদের বুক ঝাঁঝরা হচ্ছিল, আমি তখনও বিশ্বাস করছিলাম—রাষ্ট্র এই হত্যার নির্দেশ দিয়েছে। আন্দোলন দমন করতে গিয়েই হয়েছে এ নৃশংসতা। কিন্তু আজ পেছন ফিরে তাকালে মনে হয়, হয়তো আমরা সবাই এক বিশাল ভূরাজনৈতিক খেলায় ঘুঁটি ছিলাম।

হত্যা, রক্তপাত—এসব কখনো একক রাষ্ট্রের স্বার্থে হয় না। এর পেছনে থাকে গভীর ষড়যন্ত্র, আন্তর্জাতিক ও আঞ্চলিক স্বার্থের সংঘাত। মানব ইতিহাসে পাতায় পাতায় এমন উদাহরণ ছড়ানো। সাপকে দড়ি ভেবে ভুল করেছে জাতি—এটাই আজ প্রমাণিত।

রাষ্ট্র ক্ষমতার পালাবদল: এক অদৃশ্য হাতের খেলা
যখন আমরা রাস্তায় নেমে বলছিলাম “তোমরা রাষ্ট্র পরিচালনার ক্ষমতা ও নৈতিক অধিকার হারিয়েছ, ইউ স্টেপ ডাউন!”, তখন মনে হয়েছিল এটাই ন্যায়। কারণ আমাদের বাচ্চাদের হত্যা করা হয়েছে। কিন্তু আজ বুঝি, যাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম, তারা হয়তো কেবল আড়ালের পুতুল।

তারা স্টেপ ডাউন করল। কেবল করলই না—পালাতে বাধ্য হলো।
তারপর কী হলো?

দেশের ক্ষমতা চলে গেল তাদের হাতে, যাদের হাত রক্তে রঞ্জিত।
যারা আমাদের আন্দোলনের কুশীলব ছিল, তারাই ক্ষমতার সিংহাসনে বসল।

এখন দাঁড়াল কি? আমরা কি মৌলবাদীদের হাত শক্ত করতে সাহায্য করলাম?
আমরা কি সেই অদৃশ্য ডিপস্টেটের কৌশলে ব্যবহৃত হলাম?
তাহলে কি আমিই অপরাধী


ইউসুফ সরকারের মুখোশ উন্মোচন
আজ যারা ক্ষমতায়, তাদের উপদেষ্টাদের তালিকাই সব বলে দেয়। দেখুন—

১. মুহাম্মদ ইউসুফ
২. আসিফ নজরুল
৩. শারমিন মোর্সেদ
৪. আদিলুর রহমান খান
৫. ফারুক ই আজম
৬. মোস্তফা সরোয়ার ফারুকী
৭. সিএ আবরার
৮. ওয়াহিদউদ্দিন মাহমুদ
৯. ফরিদা আক্তার

এই নামগুলো কেবল ব্যক্তির তালিকা নয়, এক বিপজ্জনক মতাদর্শের প্রতীক।
এদের পেছনে রয়েছে মৌলবাদী চক্র, যারা রাষ্ট্র দখলের আগে ডিপস্টেটের সহায়তা নিয়েছে। আন্দোলনের ভেতর ঢুকে আমাদের বিশ্বাসকে ব্যবহার করেছে।

আমরা ভেবেছিলাম, এরা পরিবর্তন আনবে। কিন্তু এদের আসল লক্ষ্য ছিল রাষ্ট্র কাঠামো দখল করা।
আজ সেটা স্পষ্ট।

হত্যার আসল উদ্দেশ্য
সাত তলার ছাদ থেকে স্নাইপারের গুলি ছুটে যাচ্ছিল।
শিশুদের বুকের ভেতর দিয়ে রক্ত ছিটকে যাচ্ছিল।

বলুন তো, কোনো সরকার কি এত বোকা যে নিজের ক্ষমতা পোক্ত করার জন্য এভাবে শিশু হত্যা করবে?
না, সরকার কখনোই এমন করে না।
কারণ এমন হত্যাকাণ্ডে জনমতের ক্ষোভ বিস্ফোরিত হয়।
এটা রাষ্ট্রের জন্য আত্মহননের সমান।

তাহলে কে করেছিল?
উত্তর একটাই—যারা তখন আন্দোলনকে উস্কে দিচ্ছিল, তারাই।
কারণ তারা জানত, যদি এই হত্যার দায় রাষ্ট্রের কাঁধে চাপানো যায়, তাহলে সরকার পতন অবশ্যম্ভাবী।
আর পতনের পর তারা সেই শূন্যস্থান দখল করবে।
ঠিক সেটাই ঘটেছে।

আমাদের ভুল এবং প্রায়শ্চিত্ত
আমরা আন্দোলন করেছিলাম বিশ্বাস থেকে।
আমরা রাস্তায় নেমেছিলাম ন্যায়বিচারের জন্য।
আমরা ভেবেছিলাম, এই আন্দোলনের মাধ্যমে দায়ীদের জবাবদিহি করানো যাবে।

কিন্তু বাস্তব হলো—আমরা সেই সাপকে দড়ি ভেবেছিলাম।
আমরা ভেবেছিলাম এরা আমাদের বন্ধু, আমাদের মুক্তির শক্তি।
কিন্তু এরা ছিল আমাদের ধ্বংসের কারণ।

আজ মৌলবাদীরা রাষ্ট্রক্ষমতা দখল করেছে।
আমাদের আন্দোলনের শক্তিকে ব্যবহার করে তারা নিজেদের ক্ষমতার সিঁড়ি বানিয়েছে।
এখন গোটা জাতিকে তার মূল্য দিতে হচ্ছে।

ব্যক্তিগত প্রশ্ন: আমি কি অপরাধী?
এখন আমি একা বসে ভাবি—
যখন বলেছিলাম “তোমরা রাষ্ট্র পরিচালনার নৈতিক অধিকার হারিয়েছ, ইউ স্টেপ ডাউন!” তখন কি আমি ভুল করেছিলাম?

যখন আমার কণ্ঠে, আমার কলমে, আমার অবস্থানে আন্দোলনের পক্ষে সমর্থন দিয়েছিলাম, তখন কি আমি মৌলবাদীদের হাত শক্ত করেছিলাম?
যদি তাই হয়, তবে কি আজ আমিই অপরাধী?
আমাকেও কি প্রায়শ্চিত্ত করতে হবে?

আমার প্রশ্নের উত্তর সহজ নয়।
কারণ আমরা যে পরিস্থিতির মধ্যে ছিলাম, সেখানে সত্যকে চেনা অসম্ভব ছিল।
সত্যকে বিকৃত করা হয়েছিল।
আমরা যা দেখেছিলাম, তা ছিল সাজানো দৃশ্যপট।

ইতিহাসের শিক্ষা: ভুল চেনার সাহস
মানব ইতিহাসে অনেক জাতিই এমন ভুল করেছে।
রুশ বিপ্লব থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ—সবখানে দেখা যায়, সাধারণ মানুষকে ব্যবহার করা হয়।
তাদের আবেগ, তাদের ক্ষোভকে রাজনৈতিক শক্তি শোষণ করে।
অবশেষে ক্ষমতা যায় অন্যদের হাতে, আর জনগণ থেকে যায় ধ্বংসস্তূপে।

আমরা সেই একই ভুল করেছি।
কিন্তু ভুল চেনার মধ্যেই আছে মুক্তির সম্ভাবনা।
আজ যদি আমরা সাহস করে বলি—
হ্যাঁ, আমরা ভুল করেছি।
আমরা সাপকে দড়ি ভেবেছিলাম।
আমরা সেই ভুলের দায় স্বীকার করছি।

তাহলে হয়তো আমরা নতুন প্রজন্মের জন্য সতর্কবার্তা রেখে যেতে পারব।

শেষ কথা
আজ মৌলবাদীরা ক্ষমতায়।
তারা রাষ্ট্রীয় কাঠামো দখল করে নিয়েছে।
আমাদের আন্দোলনের রক্ত, আমাদের শিশুর প্রাণ দিয়ে তারা তাদের সিংহাসন গড়েছে।

আমরা যারা তখন রাস্তায় ছিলাম, যারা তাদের উত্থানে অজান্তে ভূমিকা রেখেছিলাম—
আমাদের কাঁধেই এখন দায়।
এই দায় থেকে মুক্তির একমাত্র পথ হলো সত্য প্রকাশ করা এবং ভবিষ্যতের জন্য ইতিহাসের শিক্ষা পৌঁছে দেওয়া।

হ্যাঁ, আমি অপরাধী নই।
কিন্তু আমি দায়মুক্তও নই।
আমার প্রায়শ্চিত্ত হলো এই স্বীকারোক্তি:
আমি সাপকে দড়ি ভেবেছিলাম।
এবং আমি চাই, আর কেউ যেন সেই একই ভুল না করে।

মন্তব্য ৪৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:৫৮

সৈয়দ কুতুব বলেছেন: আপনাদের নেত্রী রাজনৈতিক ভাবে পরাজিত হয়েও দলের নেতৃত্ব ছাড়তে চান না। আর আপনি আছেন ইন্টেরিম সরকারের বদনাম নিয়ে বিজি। :D

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:২১

এস.এম. আজাদ রহমান বলেছেন: আপনি কুতুব ভাই নেত্রীর জায়গায় কাকে চিন্তা করছেন? এটাকে ইন্টেরিমের বদনাম বলবেন না, উনারা যা করছেন সেটাই বলেন। ধন্যবাদ ভাই!

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:২৫

রানার ব্লগ বলেছেন: এখানে সাধারণ মানুষের কোন দোষ নাই। কিছু আস্তিনের সাপ মানুষ কে বোকা বানিয়েছে, মানুষের বিশ্বাস কে পুজি করে সস্তায় বিক্রী করেছে এবং এখনো করছে। এই দেশে সাধারণ মানুষের মূল না ছিলো, না আছে, না থাকবে। লাউড এন্ড ক্লিয়ার।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:২৬

এস.এম. আজাদ রহমান বলেছেন: ধন্যবাদ রানা ভাই!

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৩৬

আলামিন১০৪ বলেছেন: চপারে উঠে স্নাইপার রাইফেল দিয়ে শিশু হত্যা করেছে মৌলবাদী? কত বড় মিথ্যাবাদী!!! হাসিনা ১৫ বছর এভাবেই দেশ চালিয়েছে রে অন্ধ!

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৫৬

এস.এম. আজাদ রহমান বলেছেন: জি একটা চশমা দিয়েন ভাই, ধন্যবাদ আলাদিন ভাই

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৪৫

রাসেল বলেছেন: হে প্রভু, অর্থলোভী দালালদের হাতথেকে আমাদের মুক্তি দাও।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৫৭

এস.এম. আজাদ রহমান বলেছেন: রাসেল ধন্যবাদ

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:০২

মাথা পাগলা বলেছেন: যা যা বলেছেন সবকিছুর সাথে সহমত পোষন করছি। ক্যু হয়েছে বলেই হাসিনার বিচার হচ্ছে না। কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ যেখানে মুজিব থেকে জিয়া কাউকেই শান্তিপূর্নভাবে ক্ষমতাচ্যুত করা যায়নি। হাসিনার পতন দরকার ছিলো আবার বর্তমান ধর্মীয় ফ্যাসিবাদ চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন তো ধর্মের নামে জোরপূর্বকভাবে মানুষজনের চুল দাঁড়ি কেটে দিচ্ছে যা নিয়ে ইউসুফ সরকারের বিন্দুমাত্র মাথা ব্যাথা নেই।

আলামিন১০৪ বলেছেন: মাদেসার বেশির ভাগ হুজুররাই শিশুকামী-সমকামী-ধর্ষক। শিশুদের জন্য দোজখ বলে কিছু থাকলে সেটা হচ্ছে বাংলাদেশের মাদেসা।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৫৮

এস.এম. আজাদ রহমান বলেছেন: ধন্যবাদ পাগলা ভাই

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:০৮

কামাল১৮ বলেছেন: এই হত্যা কান্ড যে জঙ্গিদের কাজ এটা প্রথম দিন থেকেই আমি ও গাজি ভাই বলে আসছি।প্রয়োজনে আঠারো মাস আগের গাজি সাহেবের পোষ্ট ও আমার মন্তব্য গুলো দেখে আসতে পারেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:০০

এস.এম. আজাদ রহমান বলেছেন: কামাল ভাই, জি ভাই সঠিক বলেছেন।

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:২১

সৈয়দ কুতুব বলেছেন: কামাল১৮@সব দোষ শেখ হাসিনার ।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:০১

এস.এম. আজাদ রহমান বলেছেন: থন্যবাদ কুতুব ভাই

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৩১

শ্রাবণধারা বলেছেন: সত্যের মুখোমুখি হোন। স্বৈরাচারী ও গণহত্যাকারী হাসিনা গং এবং তার লুটেরা‑বাহিনী জুলাই-আগস্টের হত্যার জন্য সম্পুর্ণ দায়ী। এই কথাটা না স্বীকার করলে আপনিও ডাকাতদলের অংশীদার।

গণহত্যাকারীদের পলায়নের পরে জামাত‑জঙ্গীদের সুযোগ হয়েছে। এর জন্য দায়ী ইতিহাসের জঘন্য হাসিনা‑বাহিনী। হাসিনা, কাদের, হাসন মাহমুদদের মতো দিকপাল‑বদমায়েশদের দল দেশে স্বাভাবিক রাজনৈতিক পরিবেশটি সম্পূর্ণ ধ্বংস করায় দেশে রাজাকার‑আলবদর‑তালেবান‑জঙ্গিদের উত্থানের পথ তৈরি হয়েছে। দেশের সকল প্রতিষ্ঠানের এই ধ্বংসসাধন ইউনূস, আসিফ নজরুলেরা করেনি, এটি একান্তই আপনাদের হাসিনা গংয়ের অবদান।

হাসিনা ও তার বদমায়েশ বাহিনীর বিচারের মাধ্যমে কেবল এই রাজনৈতিক পরিস্থিতির জটটি খুলবে। জাতির সাথে আপনাদের আত্মপ্রতারণা ও গুজবলীগের কারনে নয়।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:০৩

এস.এম. আজাদ রহমান বলেছেন: সত্যের মুখোমুখি হলেই সত্য বেড়িয়ে আসবে।

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৫৩

নতুন বলেছেন: ভাই আপনি সম্ভবত আয়ামী রংএর চশমা পড়ে ইউটিউব দেখেন। নতুবা পুলিশের গুলি করা, ভ্যানে লাস উঠানো, লাস পুড়িয়ে দেওয়া ভিডিও গুলি দেখতে পান না।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:০৪

এস.এম. আজাদ রহমান বলেছেন: সবই মেটিকুলাস ডিজাইনের এর অংশ ভাইয়্যা

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:০২

নতুন বলেছেন: ভাই এই ভিডিও টা দেখেছেন । এখানে জঙ্গিরা পুলিশের পোষাক পরিধান করে ছাত্রদের গুলি করেছে?

অরেকাটা আয়ামী ব্যাক্ষা হতে পারে। পুলিশরা জঙ্গিদের হাত থেকে বাচানোর জন্য এই ছেলেটাকে নিরাপদে নিয়ে যাচ্ছিলো, কিন্তু দুর থেকে স্নাইপারেরা ( পাকিস্তানের শেয়াল কোট থেকে ৫০০০ কিলি: রেন্জের বন্দুক দিয়ে ) ঐ ছেলেকে গুলি করে মেরে ফেলেছে।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:০৫

এস.এম. আজাদ রহমান বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য।

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:২৪

নতুন বলেছেন: লেখক বলেছেন: সবই মেটিকুলাস ডিজাইনের এর অংশ ভাইয়্যা


উপরের ভিডিওটা তে প্রমান হয় মেটাকুলাস ডিজাইন। কিভাবে পাকিস্তানী স্নাইপারেরা পুলিশের মাঝে থাকা অবস্থায় গুলি করে হত্যা করতে পারে। :((

আপনি চাইলে এমন অনেক প্রমান ইউটিউবেই আছে। আয়ামী চশমাটা খুলে দেখলেই বুঝতে পারবেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:২৫

এস.এম. আজাদ রহমান বলেছেন: অপেক্ষা করুন প্লিজ।

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৩৩

নতুন বলেছেন: আরেকটা জিনিস জানতে ইচ্ছে করে সেটা হইলো।

আয়ামীলীগের ক্যাডার বা সন্ত্রাসীরা যাদের হাতে অস্র ছিলো তারা আন্দলনের সময় কি করছিলো?

তারা ঐ সময় অস্র গুলি বাসায় তেল মাখিয়ে কাপড় দিয়ে মুড়িয়ে মাচায় তুলে রেখে দিয়েছিলো?

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৪২

এস.এম. আজাদ রহমান বলেছেন: এতো চিন্তা নিয়ে আপনি ঘুমান কিভাবে, যত্র সন্ত্রাসী ছাত্রলীগ পরবর্তিতে শিবির হয়ে ফিরে এলো তাদের জিজ্ঞেস করলে খুশি হতাম।

১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৪৮

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।
সত্য উচ্চারণ।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৫২

এস.এম. আজাদ রহমান বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই!

১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৫৭

নতুন বলেছেন: লেখক বলেছেন: এতো চিন্তা নিয়ে আপনি ঘুমান কিভাবে, যত্র সন্ত্রাসী ছাত্রলীগ পরবর্তিতে শিবির হয়ে ফিরে এলো তাদের জিজ্ঞেস করলে খুশি হতাম।

শিবির তো ুওরের বাচ্চার দল। ওদের কথা মুখে নিলে ওজু নস্ট হয়। ;)

তাহলে আপনি শিকার করছেন যে ছাত্রলীগে সন্ত্রাসী ছিলো? ;)

দোষ অন্যের ঘাড়ে দেওয়া খুবই সহজ। আপনি উপরের ভিডিওতে দেখেছেন পুলিশ কিভাবে মানুষ হত্যা করেছে। তারপরেও আপনার মাথায় স্নাইপার তত্ব ঘুর ঘুর করছে।

আপনার সত্রুর সত্রু আপনার বন্ধু। যখন শেখ হাসিনার সরকারের মসনদে কোটা আন্দলনের ছাত্ররা ঝাকি দিয়েছে এবং দেখেছে সরকার পতনের দিকে যাচ্ছে। তখন বাকি দলগুলি অবশ্যই তাদের সামর্থ নিয়ে টান দিবেই। সেটাই হয়েছে।

তাই নিজেদের দোষ দেখে, আয়ামীলীগকে অনুসুচনা করে নতুন করে সুরু করতে হবে।

নতুবা ুওরেরা ঢাবির মতন অন্য সকল স্থান দখলের চেস্টা করবে। কারন আয়ামীলীগতো ব্যস্ত ছিলো চেতনা বিক্রি, দুনিতি আর টাকা কামাতে।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:১৬

এস.এম. আজাদ রহমান বলেছেন: সেই সন্ত্রাসীগুলা এখন কোথায় আছে একটু খুঁজে দেখুন তো বের করুন। দোষ‌তো আপ‌নি চাপা‌চ্ছেন, আওয়ামীলীগ কি কর‌বে এটা তা‌দের ব্যাপার,

১৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৫৭

মাথা পাগলা বলেছেন: @নতুন

আন্দোলনের শুরুতে পুলিশের গুলিতে কিছু মানুষ মারা যায়, তারপর যা হয়েছে সবই মেটিকুলাসের অংশ। নিজেই বলছেন লীগ স্নাইপার, গুন্ডা-সন্ত্রাস বাহিনী নিরীহ মানুষদের হত্যা করছে তাহলে হাসিনার পালাতে হলো কেন? আবার ঐসময় আরবীতে দেয়ালে যে গনহারে নকশাপাতি করা হয়েছিলো, এতো রংয়ের টাকা আসলো কোত্থেকে? ছাদে শিশু গুলি করে হত্যা করাটা কি আন্দোলন প্রতিহত করতে সাহায্য করে নাকি জনগনকে সরকারের বিরুদ্ধে রাগিয়ে তুলতে সহায়তা করে? ট্যাংকের উপর লাশ উঠে কিভাবে আবার ট্যাংকের উপর লাশ উঠিয়ে ভিডিও করার জন্য পুরো শহর চক্কর দেয়া হয় কেন? আবার যে সাইড থেকে লাশ রাস্তায় ফেলা হয়েছে যেখান থেকে ভিডিও করা হয়েছে, হিউম্যান সাইকোলজি ফুটপাতের সাইডে লাশটা ফেলতো। আর সমস্ত ভিডিও ২০~৩০ সেকেন্ডের কাট-পিস করা ক্লিপ। পুরো ক্লিপ শেয়ার হয় না কেন? কুরবানির গরু কাটা ভিডিও ফেবু সরিয়ে ফেলে আর এসব ভিডিও ফেবু সরায়নি কেন? এরকম হাজার প্রশ্ন করা যাবে।

বাংলাদেশের পক্ষে কথা বললে হাসিনার পতন সাপোর্ট করলে, এগুলো নিয়েও প্রশ্ন করতেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:১৮

এস.এম. আজাদ রহমান বলেছেন: ধন্যবাদ ভাই!

১৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৪

আলামিন১০৪ বলেছেন: লেখক বলেছেন: জি একটা চশমা দিয়েন ভাই,

চশমা দিলোম, দেখুন

হাসিনার চপার থেকে গুলি করার নির্দেশ

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:০১

এস.এম. আজাদ রহমান বলেছেন: জি ভাই এটা হ‌লিআ‌র্টিজা‌নের । ধন্যবাদ

১৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: মাথা পাগলা @ছাত্রলীগকে মাঠে নামানো হয়েছিল কেন? ক্রিকেট খেলতে? ছাত্রদের দাবী মানতে এত দেরি হলো কেন? এটা কি স্বৈরাচারী মনোভাব না?

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:০২

এস.এম. আজাদ রহমান বলেছেন: জি ধন্যবাদ ভাই

১৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:০৩

এস.এম. আজাদ রহমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ রাজীব নুর ভাই

১৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:২৭

আলামিন১০৪ বলেছেন: লেখক বলেছেন: জি ভাই এটা হ‌লিআ‌র্টিজা‌নের ।
শুধু তো অন্ধ না, বধিরও দেখি

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৩৩

এস.এম. আজাদ রহমান বলেছেন: অ‌নেকটা তাই

২০| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:২৪

নতুন বলেছেন: লেখক বলেছেন: জি ভাই এটা হ‌লিআ‌র্টিজা‌নের । ধন্যবাদ


=p~ =p~ =p~ =p~ =p~

হোলি কাউ।

যেখানে বিদেশীদের জিম্মি করেছে সেখানে আর্মি রাবার বুলেট নিয়ে অপারেসনে যাবেনা। আর্মির কাছে খেলনা বন্দুক থাকেনা যে জিম্মি উদ্ধারে আর্মিকে প্রধানমন্ত্রীর কাছে ল্যেথাল উইপেন ব্যবহারের জন্য অনুমুতি নিতে হয়। B-))

আপনার মতন অন্ধ ভক্তের কারনেই এই কারনেই আমলীগ জনগননের মাঝে চেতনা বিক্রি করতে পেরেছে।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৯

এস.এম. আজাদ রহমান বলেছেন: ধন্যবাদ আবারো, আপনি সব জানেন তাহলে আর প্রশ্ন করার দরকার কি? আপনাকে বিশেষ শুভেচ্ছা। সঙ্গে থাকবেন।

২১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:২৬

নতুন বলেছেন: ভাই অন্ধভক্তদের বোঝানো যাবেনা। আপনি সঠিত আছেন। তালগাছ আপনার। আপনার আপা নিদোষ ;)

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০০

এস.এম. আজাদ রহমান বলেছেন: জি ভাই গাল গাছটা খুজে পাচ্ছি না। ওটা বোধ করি আপনার কাছেই আছে!

২২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৫৫

মাথা পাগলা বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: মাথা পাগলা @ছাত্রলীগকে মাঠে নামানো হয়েছিল কেন? ক্রিকেট খেলতে? ছাত্রদের দাবী মানতে এত দেরি হলো কেন? এটা কি স্বৈরাচারী মনোভাব না?

কথা হচ্ছে মেটিকুলাস প্ল্যান নিয়ে। স্বৈরাচারী নিয়ে নয়।

আর বাংলাদেশের রাজনীতি সব সময় স্বৈরাচার এবং গনতন্ত্র হাইব্রিড মডেলে চলে। স্বৈরাচার নয় এমন কোন ক্ষমতা বাংলাদেশের রাজনীতিতে নাই।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০১

এস.এম. আজাদ রহমান বলেছেন: ধন্যবাদ ভাই

২৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৪

শেরজা তপন বলেছেন: আপনি ঘুরিয়ে ফিরিয়ে যাই বলবেন ওই 'খাঁচকাটা খাঁচকাটা' হবে। আপনি নিজের দৃষ্টিভঙ্গী আর পাল্টাতে পারবেন না। নিজের বুদ্ধি সত্ত্বা সব হাসিনার ভিতরে লীন হয়ে গেছে।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৩

এস.এম. আজাদ রহমান বলেছেন: ধন্যবাদ জনাব, আপনার চিন্তা ভাবনা' খাঁচকাটা খাঁচকাটা না হলেই খুশি হবো। আপনি আপনার জায়গাকে যেভাবে ঠিক ভাবছেন, তেমনি অন্যকেউ তার জায়গাটায় থাকতে দিন। নতুবা'খাঁচকাটা খাঁচকাটাই মনে হবে!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.