নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজস্ব ভাবনা চিন্তা নিয়ে আমার ভার্চুয়াল জগত!

এস.এম. আজাদ রহমান

সংগঠক, অভিনেতা, ব্লগার, স্যোসাল মিডিয়া এক্টিভিস্ট, ডিজাইনার

এস.এম. আজাদ রহমান › বিস্তারিত পোস্টঃ

প্রকাশিত হলো জাতিসংঘ মানবাধিকার রিপোর্টের প্রেক্ষিতে ৫০০ পৃষ্ঠার বিশদ প্রতি-উত্তর

২৮ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:১৭




লিংক:-
International Crimes Research Foundation
প্রকাশিত হলো জাতিসংঘ মানবাধিকার রিপোর্টের প্রেক্ষিতে ৫০০ পৃষ্ঠার বিশদ প্রতি-উত্তর

২০২৫ সালের ২৮ অক্টোবর, ঢাকা —
আজ প্রকাশিত হলো জাতিসংঘ মানবাধিকার অফিসের বিতর্কিত রিপোর্টের প্রেক্ষিতে ৫০০ পৃষ্ঠার একটি পূর্ণাঙ্গ প্রতি-উত্তর। এই রিপোর্টের প্রতিটি শব্দ, লাইন, বাক্য ও প্যারাগ্রাফ ধরে ধরে উত্তর দেওয়া হয়েছে, তুলে ধরা হয়েছে জাতিসংঘের রিপোর্টে থাকা অসংখ্য ভুল, বিকৃতি ও যাচাই-বাছাইহীন তথ্যের জবাব।

এই গবেষণাধর্মী কাজটি সম্পন্ন করেছে ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশন (ICRF) — যুক্তরাজ্যভিত্তিক একটি নন-প্রফিট রিসার্চ সংগঠন, যার শতাধিক সদস্য বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন। ২০১৩ সাল থেকে সংগঠনটি বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধবিষয়ক বিচার, ট্রাইব্যুনাল প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট মানবাধিকার ইস্যু নিয়ে গবেষণামূলক কাজ করে আসছে।

২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার অফিস প্রকাশিত এক রিপোর্টে ২০২৪ সালের জুলাই–অগাস্ট মাসে বাংলাদেশের রাজনৈতিক অস্থির সময়কে ঘিরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়। প্রতিবেদনে সেই সময়ের সব দায়ভার একচেটিয়াভাবে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ-এর উপর চাপিয়ে দেওয়া হয়।
এই অস্বাভাবিক ও একপেশে উপস্থাপনাই ICRF-এর নজরে আসে এবং সংগঠনটি একটি স্বাধীন তদন্ত শুরু করে।

তদন্তে দেখা যায়, জাতিসংঘের রিপোর্টে রয়েছে বিপুল সংখ্যক তথ্যগত ভুল, অপ্রমাণিত অভিযোগ, ফ্যাক্টচেকবিহীন উপাত্ত, এবং একপেশে ব্যাখ্যা।
এছাড়া অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ও সাক্ষ্য পুরোপুরি এড়িয়ে যাওয়া হয়েছে, গবেষণার পদ্ধতিতেও ছিলো চরম গাফিলতি ও উদ্দেশ্যমূলক নির্বাচনী ব্যবহার।

এই সবকিছুর প্রেক্ষিতেই ICRF সিদ্ধান্ত নেয় জাতিসংঘ রিপোর্টের প্রতিটি অংশের যৌক্তিক, তথ্যনির্ভর ও প্রমাণসমর্থিত প্রতি-উত্তর প্রস্তুত করার। বহু নিবেদিতপ্রাণ গবেষক, ভলান্টিয়ার ও অভিজ্ঞ সদস্য মাসের পর মাস নিরলস পরিশ্রম করে এই ৫০০ পৃষ্ঠার প্রতিবেদনটি প্রস্তুত করেছেন।

ICRF বিশ্বাস করে, এই প্রতিবেদনের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে জাতিসংঘের মানবাধিকার অফিসের উক্ত রিপোর্টটি ছিলো উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিকভাবে প্রভাবিত। এর মাধ্যমে আন্তর্জাতিক মহলে বাংলাদেশ সম্পর্কে একটি বিকৃত ধারণা তৈরির চেষ্টা করা হয়েছিল।

আমরা আহ্বান জানাই—এই রিপোর্টটি আপনি নিজে পড়ুন, এবং অন্যদেরও পড়তে উৎসাহিত করুন। সত্য জানার অধিকার সবার।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:২৫

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন:
:-/
ওম্মা?
হাঁছা নি?

২| ২৮ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:২৯

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: ICRF (International Crimes Research Foundation) তাহারা কতখানি legitimate এটা সবার আগে দেখতে হবে।

বিঃ দ্রঃ - ইংলিশে ল্যাখসে তো? তাইলে ঠিকই ল্যাখসে।

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩| ২৮ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:৪৯

অরণি বলেছেন: ওম্মা? হাঁছা নি? ইংলিশে ল্যাখসে তো? তাইলে ঠিকই ল্যাখসে।

লজ্জা করেনা দালালী করতে। এতো মানুষ মারা গেলো পঙ্গু হলো এগুলো কি মিথ্যা? এজন্যই লোকে বলে "ওরা মানুষ না ওরা আওয়ামীলীগ"।

২৮ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:১৫

এস.এম. আজাদ রহমান বলেছেন: কতটা নোংরাভাবে মেটিকিউলাস ডিজাইন করে বাংলাদেশকে ধ্বংস করা হয়েছে। এই রিপোর্টের মধ্যে দিয়ে এটা প্রমাণিত হবে যে জাতিসংঘের মানবাধিকার অফিস অতীতের অনেকগুলো ঘটনার মতই একটি বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য থেকে তাঁদের আলোচ্য রিপোর্ট প্রকাশ করেছে এবং এই সংস্থাটি সাধারণ মানুষের সাথে চরম প্রতারণার আশ্রয়ু নিয়েছে সেটিও স্পস্ট ভাবে প্রমাণ করা যাবে। এখানে আপনি লজ্জা ও দালালি বলেছেন, এতো মানুষ পঙ্গু হলো, কেন হলো এই রিপোর্ট প্রমান করবে।

৪| ২৮ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৪৭

জেনারেশন একাত্তর বলেছেন:



এবারের আমেরিকা-পাকী-ইউনুস ক্যু এর ডিজাইন করা হয়েছিলো, শিবিরের জল্লাদেরা ছাত্র ও পুলিশ হত্যা করে মানুষকে রাস্তায় নামাবে।

৫| ২৮ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৩১

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: @অরনি
আপনি আমার সারকাজম ধরতে পারেন নি।

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

আগে রিপোর্টটা পড়ে দেখুন। প্লীজ।

২৮ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৪৩

এস.এম. আজাদ রহমান বলেছেন: সবাই সবকিছু ধরতে পারবে কেন? জি আপনি ভাল কারকাজম করতে পারেন!! আপনার জন্য দোয়া আপনার সারকাজম যেন উত্তরোত্তর বৃদ্ধি পায়!! ধন্যবাদ।

৬| ২৮ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৪৮

মেঠোপথ২৩ বলেছেন: ব্লগার কালবৈশাখীর জায়গা দখল নিয়েছে এই ব্যক্তি। ব্লগীয় গোয়েবলস । মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর জন্য বেছে নিয়েছে এই ব্লগ

২৮ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৫৫

এস.এম. আজাদ রহমান বলেছেন: দখল মানে কি? জোর করে লিখছি? মিথ্যা প্রপাগান্ডা শুধু বললেই হয় না ভাইয়্যা, কোথায় কোথায় মিথ্যা সেটাও বলতে হয়, যদি এমন হতো যে এই পুরো ব্যাপারটাই ঘটেনি, তাহলে বললে মানুষ বিশ্বাস করবে। যেটা নিয়ে লিখেছি সেটা ঘটেছে এবং বিভিন্ন সাইডে এই নিয়ে আলোচনাও হচ্ছে, আর আপনি না জেনেই বলছেন প্রপাগান্ডা।

৭| ২৮ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৩২

মেঠোপথ২৩ বলেছেন: আপনি এর আগের পোস্টেও কোন লিঙ্ক দেন নাই। আর এখন এক ভুইফোর ফেসবুক একাউন্ট থেকে লেখা পোস্টকে রেফারেন্স হিসাবে হাজির করেছেন। জাতিসংঘে লেখা চিঠি , বা জাতিসঙ্ঘ মানবাধিকার সংগঠন সংক্রান্ত কোন প্রতিবেদনের রেফারেন্স হিসাবে বস্তুনিষ্ঠ ও বিশ্বাসযোগ্য রেফারেন্স দিতে হয়।

২৮ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:১৫

এস.এম. আজাদ রহমান বলেছেন:


শুনেন আমি যাই দেই না কেন, কিছু কিছু মানুষের কাছে গার্বেজ, প্রপাগান্ডা কেউ কেই আবার দালালও, কত পেলেন এটা লিখে এগুলা অভ্যস্থ হয়েগেছি ভাই বলতে থাকেন! সমস্যা নাই- সত্য সব সময়ই সত্য-
এই নেই ডিটেইল লিংক-https://drive.google.com/file/d/1bQ1WQNMoMqooOl7l9UNnJ0DR73-bDsFe/view?fbclid=IwY2xjawNtn_1leHRuA2FlbQIxMABicmlkETFJanhHWWNvdWZYYjNQNnc0AR60-pZaPEcoILOfAp_ceGyYE_FX25qeYJouCzN2rLcqvNdUz6wK1zF1Kb-SHg_aem_K4AY_zTXV6mLjXGdqJRoNQ

৮| ২৮ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:১৮

এস.এম. আজাদ রহমান বলেছেন: International Crimes Research Foundation.

২৮ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:১৮

এস.এম. আজাদ রহমান বলেছেন: আগেরটা ওপেন না হলে এটা থেকে দেখতে পারেন।

৯| ২৮ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:৩৯

নতুন বলেছেন: রিপোট ৪৯৬ পৃস্ঠা মাত্র। আর এই আন্তজাতীক সংস্থার ওয়েবসাইট টা রেজিস্ট্রেসন করা হয়েছে কবে জানেন???

2025-03-06 মাত্র ৭ মাস আগে। নাম যেহেতু আন্তজাতিক তাইলে তো অবশ্যই বিরাট অরগানাইজেনসন।

কোন মৃত্যুই কাম্য নয়। প্রতিটা মৃত মানুষের প্রিয় জনেরা সারাজীবন কস্ট করবে।

খারাপ লাগে এটা ভেবে যে আয়ামীলীগের কিছু অনুসারীরা এতো সাধারন মানুষ হত্যায় মোটেও অনুতপ্ত নয়। একটা মানুষের গায়ে হাত তোলার অধিকার কারুর নাই।

ক্ষমতায় থাকার জন্য ১ টা মানুষ হত্যার অধিকার আয়ামীলীগের নাই। আর মানুষ হলে এই বোধটুকু থাকা উচিত। খুবই অল্প কয়েকজন আয়ামীঅনুসারী পেয়েছি যারা এই মানুষের মৃত্যুতে কস্ট পেয়েছেন। বেশিরভাগেরই কোন অনুসুচনা নাই। :|

১০| ২৮ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:৪০

নতুন বলেছেন: Nijhoom Majumder (Golam Maruf Majumder)

ওহ দেওয়ানবাগীর ভক্ত হারপিক মজুমদার যেহেতু এই রিপোটের সাথে আছে তাইলে এটা সাচ্চা রিপোট। B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.