![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হয়তো আর দুই বছর, কিংবা এর চেয়েও কম সময়!
দুই বছর পর হয়তো এই সিয়ামকে আর পাওয়া যাবে না।
থাকবে না এই খ্যাঁত সিয়াম এই দেশে।
চলে যাবে অন্য একটা দেশে নিজের কিছুদিন আগের দেখা স্বপ্ন পূরণের জন্য।
জীবনের লক্ষ্য মনে হয় পেয়ে গেছি।
কঠোর পরিশ্রম করে দেখি একবার, কোন ফল পাওয়া যায় কিনা।
আগে স্বপ্ন দেখতে ভয় করতো,এখন আর ভয় করে না।
যেভাবেই হোক আমাকে পারতেই হবে।
বাবা-মা এর স্বপ্নও পূরণ করতে হবে, সাথে আমারটাও।
আব্বু আম্মু আমার জন্য অনেক কষ্ট করেন।
বিশেষ করে আব্বু, তার কষ্টের মূল্য রাখতেই হবে।
প্রেম ভালোবাসা বিয়ের পরও করা যায়।
বিয়ের আগে এইসব নিয়ে চিন্তা করা, এইসময়ে এইসবের পিছনে দৌড়ানো, শুধুমাত্র সময়ের অপচয়।
দেখি এই খ্যাঁত সিয়াম কিছু করতে পারে কিনা।
নিজের উপর একবার বিশ্বাস করে দেখি।
এই ভার্চুয়াল লাইফেও আমাকে এখন থিকে কম পাওয়া যাবে।
ফেবুতে আসবো কম সময়ের জন্য।
সারাদিন লেখা পড়া করে এই পর্যন্ত কেউই কিছু করতে পারে নাই।
দোয়া করবেন আমার জন্য, অনেক সময় নষ্ট করছি, আর নয়।
আমার ভাই বন্ধুদের একটা কথাই বলবো, স্কুল লাইফ থিকে এতদূর পর্যন্ত অনেক জাউরামি করছি, এখন একটু সিরিয়াস হই এই দুইটা বছরের জন্য।
জাউরামি অফ করতে বলি নাই, জাউরামি একটু কমাই, জাউরামির থিকে কমানো ওই টাইমটা পড়ালেখায় দেই।
ফেসবুকে যেমন মনযোগ দেই, ওই মনযোগটার সামান্য কিছু নিজের পড়ালেখায় দেই।
যদি দুই বছর একটু কষ্ট করি, তাইলে এর ফল মহান আল্লাহ্ তা'আলা নিশ্চয়ই দিবেন।
আমরা করবো জয়!
আমরা করবো জয় একদিন।
আর সবাই চেষ্টা করবো পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ার।
নামাজ পড়লে আল্লাহ্র রহমত থাকবে আমাদের সাথে।
বড় বড় কথা বলে ফেললাম!
সবার সহজে হজম হবে না।
ভাইবন্ধুদের একটা কথা বলিঃ
বাসার দরজা আটকিয়ে, লাইট বন্ধ করে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখিস।
বাস্তব আসলে অনেক কঠিন, দেখি কি হয়।
আল্লাহ্ ভরসা
ভাই বন্ধুদিয়ে, যারা ইন্টার ফাস্ট ইয়ারে তাদের সবাইকে বুঝাইছি
০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১২:২২
বেনিইয়ামিন সিয়াম বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ৮:৪৪
লেখোয়াড় বলেছেন:
জীবনের আরেক নাম দৌড় বা স্বপ্ন।