নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম ফারুক

জীবন থেকে নেয়া

এসএমফারুক৮৮

আবার বসন্ত আসবে, আবার গাছে গাছে ফুল ফুটবে তখন শুধু............. সুকান্ত ভট্রাচার্য্য

এসএমফারুক৮৮ › বিস্তারিত পোস্টঃ

তবুও সাবধানে চলাচল করুন

২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৮

আমাদের দেশের রাজনীতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। আপনি অপরাধী না হয়েও হয়রারির শিকার হতে পারেন, আইন শৃংঙ্থলা রক্ষাকারী বাহিনীর কাছে। তাই আপনার পরিচয় পত্র বা ভিজিটিং কার্ড খাকলে তা সংগে নিয়ে রাস্তায় বের হোন। এ ধরনের একটি অভিজ্ঞতা আমার আছে। ২০০৪ সালের অক্টোবর মাসে ময়মনসিংহ কোতোয়ালী খানার সামনের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় গণগ্রেফতার এর স্বীকার হয়েছিলাম। বিনা দোষে জেল থাটতে হয়েছিল ১৯ দিন। তথনও আমাদের দেশের রাজনীতি এরকম উত্তপ্ত ছিল।



যাদের ভিজিটিং কার্ড বা পরিচয়পত্র নেই তারাও নিজ নিজ প্রতিষ্ঠান খেকে তুলে এনে সাখে রাথুন। পরিচয় পত্র সব সময়েই কাজে লাগে। রাস্তায় চলতে গিয়ে যে কেউ দূর্ঘ টনার স্বীকারও হতে পারে। সবাই সাবধান খাকুন, ভাল খাকুন, নিরাপদ খাকুন।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৯

আহমেদ আলিফ বলেছেন:
সচেতন করার জন্য, বিশেষ ধন্যবাদ !

২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৩

এসএমফারুক৮৮ বলেছেন: ভাল খাকুন ।

ধন্যবাদ।

২| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩২

এসএমফারুক৮৮ বলেছেন: এটা একটা সচেতনতামূলক পোস্ট।

৩| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫০

মদন বলেছেন: ++++++++++

২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৩

এসএমফারুক৮৮ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৪

মুহাই বলেছেন: +++++++++++

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৩

এসএমফারুক৮৮ বলেছেন: ধন্যবাদ মুহাই।

৫| ২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

আমাবর্ষার চাঁদ বলেছেন: সাবধানের মাইর নাই.............

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৪

এসএমফারুক৮৮ বলেছেন: ভাল থাকুন অমাবর্ষার চাঁদ।

ধন্যবাদ।

৬| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৭

আলাপচারী বলেছেন: +++++

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৫

এসএমফারুক৮৮ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ আলাপচারী ।

৭| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৬

আরজু পনি বলেছেন:
ভালো পরামর্শ দিয়েছেন ।
আমি অবশ্য মনে করে সাথে রাখি যেন রাস্তায় দূর্ঘটনায় মরে গেলে যেন আমার বাসার ঠিকানায় লাশটা পৌঁছে সেই আশায় :)

৮| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৭

আরজু পনি বলেছেন:
কী মন্তব্য লিখলাম, নিজেই ভয় পেলাম :(

১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২১

এসএমফারুক৮৮ বলেছেন: আপু আপনি অনেক সতর্ক মানুষ । ভয় পাওয়ার কিছু নেই। মরণ আসলে আমরা কেউ ঠেকাতে পারবে না। তারপরও আমাদের একটু সতর্ক হয়ে পথ চলা উচিৎ।

এ পোষ্ট লেখার উদ্দেশ্য মূলতঃ বর্তমান রাজনৈতিক অবস্থায় অযথা কেউ যেন বিপদ বা হয়রানির স্বীকার না হয় সে জন্য লেখা।

ভাল থাকবেন আপু

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.