![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীনতা পেলে
-মুহ.ওবায়দুল হক
কথা ছিলো সাধীনতা পেলে
আমি আর দেখবোনা বেদনার অঙ্কুরিত কষ্টের জাহান
কথা ছিলো সাধীনতা পেলে
ক্ষুধার্ত,বস্রহীন,ভূমিহীন,অসহায় থাকবেনা দারিদ্র জন।
কথা ছিল স্বাধীনতা পেলে
প্রজম্ম বলবে পেয়েছি আমি শীতল হাওয়ার স্নীগ্ধ সকাল
কথা ছি্লো স্বাধীনতা পেলে
নিত্য পন্যের দাম হবে গরিব ধনীর আয়ের অবিকল।
কথা ছিলো সাধীনতা পেলে
হাসির ছলে বাচবো আমি,পাবো মৌলিক অধিকার
কথা ছিলো স্বাধীনতা পেলে
হারাবেনা বধু স্বামীর ভালবাসা, ছোবলে হায়নার।
কথা ছিলো স্বাধীনতা পেলে
নিরাপদে চলবো আমার দেশের মাঠে ঘাটে
কথা ছিলো স্বাধীনতা পেলে
হারাবেনা উপার্জন আমার অর্জিত পকেটে।
কথা ছিলো স্বাধীনতা পেলে
চিকিৎসার অভাবে হারাবেনা আমার মায়ের সন্তান
কথা ছিলো স্বাধীনতা পেলে
রাজনীতির নামে লুট হবেনা আমার দেশের মাল।
কথা ছিলো স্বাধীনতা পেলে
থাকবেনা আর জুলুম নির্যাতন ও অকাল বিসর্জন
কথা ছিলো স্বাধীনতা পেলে
বিচারের জন্য ঘোরবোনা আমি র্যাব,পুলিশ প্রশাসন।
কথা ছিলো স্বাধীনতা পেলে
জালিমের,অত্যাচার,হয়রানি,সইবো না আর আমি
কথা ছি্লো স্বাধীনতা পেলে
প্রতিহিংসায় জলবেনা আমার ভাইয়ের দামি গাড়ি।
কথা ছিলো স্বাধীনতা পেলে
নারী ও শিশু চলবে তার কর্মে থাকবেনা তো কাটা
কথা ছি্লো স্বাধীনতা পেলে
ধর্ষন,ইভটিজিং সইবোনা বোনের বুকের কান্না ফাটা।
কথা ছিলো স্বাধীনতা পেলে
কাজের মেয়ের শরীর ঝলসে কাতরাবেনা আর
কথা ছি্লো স্বাধীনতা পেলে
হবেনা অপমান আমার প্রিয় রাসুল ও আল্লাহর।
কথা ছিলো স্বাধীনতা পেলে
সকল ধর্ম বর্ণ ভাই বোনেরা চলবো হাতে হাত রেখে
কথা ছিলো স্বাধীনতা পেলে
শান্তির নীড় বইবে হাওয়ায় দেশের মেঠো পথে।
কথা ছিলো স্বাধীনতা পেলে
বিশ্বের দরবারে দেখাবো উচু করে মাথা
কথা ছিলো স্বাধীনতা পেলে
থাকবেনা আমার মনে কিঞ্চিত জড়ো ব্যাথা।
কথা ছিলো সাধীনতা পেলে
লেখবোনা কষ্টের অক্ষরে কবিতা,ছন্দ, গান
কথা ছিলো সাধীনতা পেলে
লালন করবো বুকে শহিদদের অর্জিত সম্মান।
২| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০১
মুহা:ওবায়দুল হক বলেছেন: ধন্যবাদ ভাই।এই কবিতা টা বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রাকাশ হয়েছে।
৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৩
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: অনেক সুন্দর
০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৮
মুহা:ওবায়দুল হক বলেছেন: আপু বড় মাপের লেখক হতে চাই দোয়া করবেন,
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৭
নকীব কম্পিউটার বলেছেন: খুব সুন্দর লিখেছেন।