নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝর্ণার ছিটকে পরা-পানির ফোটা

মুহা:ওবায়দুল হক

মুহা:ওবায়দুল হক › বিস্তারিত পোস্টঃ

প্রবাস জীবন---মুহা,ওবায়দুল হক

০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৭


রাত ৪ টা ১৫ মিনিট রুমমেট দরজা খুলে বাহিরে যাওয়ায় কিঞ্চিত আওয়াজ হলো আমার ঘুমটা ও ভেংগে গেল।এদিক ওদিক করছি আর ঘুম আসছেনা ভেবে দেখলাম আবার ঘুমিয়ে পরলে সকালে ক্লাশ মিস হতে পারে চোখ মুছতে মুছতে বাথরুম সেরে আসলাম ভাবলাম যাই মসজিদে যেয়ে ৪ রাকাত নামাজ পড়ি আল্লাহর সাথে একটু নিজের সপ্ন টা শেয়ার করি,
জামাটা পরে হাতে মোবাইল টা নিতেই মনে হলো এখন তো বাংলাদেশে ৭ টার উপরে বেজে গেছে বাড়িতে ফোন দেই ভাবি ও মার সাথে প্রায় ১৬ মিনিট কথা বললা।
মসজিদের দরজার কাছে যেতেই খুব কান্নার আওয়াজ আসছে। ফোনটা রেখে চারি দিকে তাকাচ্ছি কোন লোক দেখছিনা ভিতরে একটু ভয় ও কাজ করছে একটু তাড়াহুড়া করে মসজিদে ঢোকার চেষ্টা করছি স্যান্ডেল রাখতেই সিড়ির নিছে চোখ পড়ল লাল কাপড় পরা শুয়ে আছে কেউ, একটু ভাল করে তাকিয়ে দেখি এক লোক শুয়ে শুয়ে অজরে কাদছে মুখটা ভালোভাবে দেখা যাচ্ছিলনা আরবিতে জিজ্ঞেস করলাম। মান আনতা?তুমি কে, বলতেই লোকটা বসল।
দেখে মনে হলো ইন্ডিয়ান কাছে যেতে উনি আমাকে বলল ভাই বাংলাদেশী?,হ্যা উত্তর দিয়ে বললাম কোন জেলা বলল টাংগাইল ,আপনি এখানে কেন ?কোথায় থাকেন বলে বাঙ্গালি ভিলায়। আমার হাতে মোবাইল দেখে বলছে ভাই আপনের মোবাইল দিয়ে একটু কথা বলা যাবে? হ্যা বলেন লাইন টা পেতেই মুখে হাসি তার মেয়েদের সংগে কথা বলল হ্যা আমি ভালো আছে খাইছি হ্যা সামনের মাসে টাকা পাঠাবো ইত্যাদি
কিছুক্ষন আগে অজরে কাদা মানুষটা কে বোজার কোন কায়দা নেই। ফোন রাখতেই জিজ্ঞেস করলাম মনটা ভালো হইছে? একটু হেসে বলল হ্যা ভাই কাদার কারন জানতে চাইতে, বলল ভাই ২ মাস যাবত আকামা নাই পালিয়ে কাজ করি কফিল আকামা বানাইয়া দেন না।বাংগালি ভিলায় আজ পুলিশ হানা দেওয়ার ভয়ে আপনাদের ভার্সিটি মসজিদে ঘুমাতে আসছিলাম কিন্তু সিকিউরিটি লোক ১২ টায় বের করে দিছে পরে এখানে শুয়ে আছি ।
৭ বছর যাবত আসছি এখনো বাড়ী যাইনি গর্ভে রেখে আসা মেয়ে টা বড় হইয়েছে নিজে একটু কোলে নিতে পারলাম না কিছু টা কাদু কাদু ভাব, আরো অনেক কথা শুনলাম তাহাজ্জুদের আযানের সাথে সাথে মসজিদ খুলে দেওয়া হয় আমি চলে গেলাম এবং বললাম অযু করে মসজিদে ঢুকে নামাজ পরেন বা শুয়ে থাকেন ।আমরা এই মানুষ গুলো থেকেই বড় বড় আবদার করি দামি মোবাইল সেট গোহনা দামি পোষাক ইত্যাদি কখনো ভেবে দেখি কেমন আছে তারা শত কষ্টের মাঝে বলে আমি ভালো আছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.