![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"বাংলাদেশ" আমার দেশ, আমার মা.
মা যেন তার মমতার আঁচল বিছিয়েছে,
বাংলায় নিবির ভালোবাসায়।
যেন শিল্পীর রং তুলিতে আঁকা এক অপূর্ব
চিত্রশিল্প। যেখানে রয়েছে প্রকৃতির অপরূপ
সৌন্দর্য, গাছের শাখায় ফুটেছে ফুল,
ফুলে ফুলে ভ্রমরের গুনগুন, পাখির কলরব,
বহমান নদীতে বয়ে চলা নৌকা
কৃষকের মুখের হাসি, রেললাইনের ঐ
ঝকাঝক সবকিছুই যেন মায়ের আঁচল
তলায় গভীর মমতায় লালিত।যা মুগ্ধ হয়ে
হয়ে অপলক দৃষ্টিতে দেখি বার বার।
বাংলা আমার বাংলা মা।
©somewhere in net ltd.