নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝর্ণার ছিটকে পরা-পানির ফোটা

মুহা:ওবায়দুল হক

মুহা:ওবায়দুল হক › বিস্তারিত পোস্টঃ

মা\'য়ের সপ্নের ছেলে-ওবায়েদ

০৮ ই মে, ২০১৬ বিকাল ৪:০৮

শিশু বেলার শাসনভার,ছিলে মা'য়ের কমল হাতে
শত কষ্টের বেড়াজালে,পরিশ্রমের ঘামের ফোটায়
মুচকি হাসির আড়ালে,আগলে রাখা আচলে
সে তো মা'য়ের সপ্নের ছেলে।
হাটা শেখা ছেলেটি কাজের ফাকে কই গেলি
জীবন যুদ্ধের হাপানিতে,ছেলেটা কি হারতে পারে
আদরের ভাষায় বলে বাবা ব্যাথা পাবা খেলার ছলে
সে তো মা'য়ের সপ্নের ছেলে।
ছেলে এখন বেড়ে উঠা বই খাতা কেনাকাটা
হাতে ধরে যাবে,স্কুলেরই মাঠে,করবে গলায় সুর
জাতীয় সংগীতের গুন,মায়ের সপ্ন এখন লালন পুর
সেতো মা'য়ের সপ্নের ছেলে।
ছেলে আমার মেট্রিক পাস,চলে পড়া ধামা ধাম
কলেজ পড়া ছেলেটা,যুবক পড়ায় দিছে হানা
ভার্সিটি পড়বে পরাপর শিক্ষিত হবে আমার পুত
সেতো মা'য়ের সপ্নের ছেলে।
ছেলে আমার শেয়ানা হয়ে গেল বাবুআনা
যাও বাবা বিদেশে,ডিগ্রি আনবে জীবনে
মানুষ হবে ষোল আনা,সেবা দিবে মানবজন
সেতো মা'য়ের সপ্নের ছেলে।
বিদেশের মাটিতে,সুখে থাকবে সারাক্ষন
দোয়া করা,রোজা রাখা,ক্লান্তহীন তার ভবনা
ছেলে আমার আসবে ফিরে মাকে দিবে আপনজন
সেতো মা'য়ের সপ্নের ছেলে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.