| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেমন্ত মোখপাধ্যায়
একজন ইঞ্জিনিয়ার, চলচ্চিত্র প্রযেজোক,সুরকার,গিতিকার,সংগীত পরিচালক,আর সবচে বড় পররিচয় একজন কন্ঠ শিল্পী।
পড়াসোনা করেছেন ইলেক্টিক ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তূ ধেন আর সাধনা ছিল সংগীতে।
জিবনের প্রথম স্টেযে গান করতে গিয়েও সুযোগ হয়নি গাওয়ার।
১৯৩৫ সালে বন্ধুর সহযোগিতায় অডিশন দিয়ে ছাত্র অবস্তাই গাইলেন প্রথম রেডিওতে।
সেই সময়টা ছিলো কঠিন তার জন্য সংগীতের সাধনা চালিয়ে যাওয়া।গান গাওয়াটা ছিল রিতিমত অপরাদ।
রেকর্ড বের করার জন্য ঘুরেছেন দারেদারে।প্রত্যাখ্যিত হয়েছেন অনেক যায়গায়।
১৯৩৭ সালে প্রথম রেকর্ড বেরকরার সুযোগ হয়েছিলো এই সুর সাধকের।
প্রথমে ধিরলয়ের আধুনিক গান দিয়ে সংগীত জীবন শুরু করেন এই সুর সম্রাট।
কোন গুরুর কাছ থেকে নয়, স্মরলিপি দেখে দেখে নিজেই শিখেন রবীন্দ্র সংগীত।রবীন্দ্রনাথের অসংখ্য গান তিনি গেয়েছেন। গেয়েছেন অনেক কালজয়ি জীবনবাদি, প্রগ্রেছিভ গানও। সংগীতের আরেক জীবন্ত কিংবদন্তি লতাজী কে তিনিই এনেছিলেন বাংলা গানে।
পাচ দশকেরও বেসি সময় ধরে বাংলা গান কে করেগেছেন সম্রিদ্ধ।
বিনয়ি বেক্তিত্তের অধিকারি এই শিল্পি পংকজ মল্লিকের অনুসারি বলে দাবি করেন নিজেকে।
প্লেবেক করেছেন অসংখ্য চলচ্চিত্রে। চলচ্চিত্রে সংগীত পরিচালনাও করেছেন সাফল্যের সাথে।
বাংলা, হিন্দি, পাঞ্জাবি,অহমিয়া,গুজরাটি ভাষায় গান করেছেন তিনি।
নিজ কাজের প্রতি ছিলেন প্রচন্ড নিষ্ঠাশীল।
এই সুরের জাদুকর আজও বেচে আছেন অসংখ্য সংগীত পিপাসু মানুষের হৃদয়ে তার মায়াবি দরদি সুরেলা কন্ঠের মধ্যে দিয়ে।
©somewhere in net ltd.