নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুকরন নয়, অনুসরন নয়, নিজেকে খুঁজি, নিজেকে জানি, নিজের পথে চলি।

তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি

স্মিথ হাসান

শূন্য

স্মিথ হাসান › বিস্তারিত পোস্টঃ

চমকে যাওয়ার মত , উন্নত দেশের ছবির মত রাজধানী ঢাকা !!!!! একটু দেখেন ভাই ----------

২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

মিরপুর-বিমানবন্দর ফ্লাইওভার---





মিরপুর-বিমানবন্দর ফ্লাইওভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ।

বহুল প্রতীক্ষিত মিরপুর-বিমানবন্দর ফ্লাইওভার বুধবার সকালে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হসিনা। উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে ফ্লাইওভারটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী পায়রা উড়িয়ে ফ্লাইওভারটির উদ্বোধন করেন। পরে তিনি পুরো মিরপুর-বিমানবন্দর ফ্লাইওভার পরিদর্শন করেন।

মন্ত্রণালয় জানায়, ১ হাজার ৭৯৩ মিটার দীর্ঘ এ ফ্লাইওভারটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৯৯ কোটি টাকা। যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন এ প্রকল্পের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্ক অর্গানাইজেশনের অধীনে ১৬ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্যাটালিয়ন নির্ধারিত সময়ের ৩ মাস আগেই সম্পন্ন করেছে।

মন্ত্রণালয় আরও জানায়, মিরপুর-বিমানবন্দর ফ্লাইওভারটি রাজধানীর পূর্ব ও পশ্চিমের সঙ্গে সংযোগস্থাপনের পাশাপাশি যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৃহত্তর মিরপুরবাসী এ ফ্লাইওভারের মাধ্যমে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনের ১১ কিলোমিটার সড়কের পরিবর্তে মাত্র ৩ কিলোমিটার সড়ক ব্যবহার করে ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে বিমানবন্দর সড়কে পৌঁছতে সক্ষম হবেন ।

মন্তব্য ২৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এটা কোন জায়গায়?

২| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

মুদ্‌দাকির বলেছেন: দারুন কিন্তু টিকলেই হয়.....................

৩| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

মোহাম্মদ হারুন বলেছেন: ছবিগুলো দেখে মনে হচ্ছে এটা আমাদের বাংলাদেশের রাজধানী, মনে হচ্ছে বিশ্বের অন্যতম কোন সৌন্দর্যতম শহর, অসাধারণ সুন্দর আর দারুণ লাগতেছে।

৪| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

স্মিথ হাসান বলেছেন: মিরপুর-বিমানবন্দর ফ্লাইওভার-

৫| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

মামুন হিমু বলেছেন: দারুন

৬| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

ইলুসন বলেছেন: চমৎকার। :)

৭| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

এসএমফারুক৮৮ বলেছেন: অসাধারন।

৮| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

মোহাম্মদ হারুন বলেছেন: ছবিগুলো দেখে মনে হচ্ছে এটা আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা না, মনে হচ্ছে বিশ্বের অন্যতম কোন সৌন্দর্যতম শহর, অসাধারণ সুন্দর আর দারুণ লাগতেছে।

৯| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
টিকবে না কেন ? মুকদাকির -- এইডা রাজনীতির চামচারা ঠিকাদারি করে বানায় নাই সেনাবাহিনী বানাইছে -


সেনাবাহিনীকে ধন্যবাদ - ! অল্প সময়ে বানানোর জন্য - যাত্রাবাড়ির ব্রিজ এক বছরের যায়গায় এখন ৩ বছরেরও অর্ধ + নির্মিত - X(

১০| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

তোমোদাচি বলেছেন: সুন্দর!

১১| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০১

মাক্স বলেছেন: সুন্দর!

১২| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

হাবিব০৪২০০২ বলেছেন: সেনাবাহিনীকে ধন্যবাদ

১৩| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

বোকামন বলেছেন: ধন্যবাদ সরকারকে
ধন্যবাদ সেনাবাহিনীকে
ধন্যবাদ জনগণকে

১৪| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

আহমেদ রিজভী বলেছেন: সেনাবাহিনী কাজটি করেছে বলে তিন মাস আগে শেষ হয়েছে ইতিপূর্বে হাতিরঝিল প্রকল্পও সেনাবাহিনীর নির্মাণ ইউনিটের এক অনবদ্য অবদান । একই কাজ যদি কোন সিবিল ঠিকাদার করত তাইলে বিচিত্র কিছু কারনে একদশক পার হইয়া যাইত। আমরা চাই দেশটা এগিয়ে যাক সেনাবাহিনীকে ধন্যবাদ ।

১৫| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

কান্টি টুটুল বলেছেন:

আরে বাংলাদেশ তো বিদেশ হইয়া যাইতেছে :-B

১৬| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

আতিকুল০৭৮৪ বলেছেন: অসাম হইছে

১৭| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

আকাশপানে বলেছেন: সেনা বাহিনীকে ধন্যবাদ এত স্বল্প সময়ে হাতিরঝিল প্রজেক্ট ও মিরপুর ফ্লাইওভার উপহার দেয়ার জন্য।
আমার পারসোনাল মতামত, এ দেশটাকে একমাত্র সুন্দর করে চালাতে পারে তারাই, অন্তত আমরা সাধারণ পাবলিক ভালো থাকব।

১৮| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

রোজেল০০৭ বলেছেন: বাংলাদেশ এর কাছে বাইরের কোন দেশই কিছু না।

এখন বাইরের দেশগুলা আফসুস করব, আমরা যদি বাংলাদেশের মত ফ্লাইওভার বানাইতে পারতাম।


ছবিতে ++ আর দেশের প্রতি ভালবাসা ছিলো,আছে,থাকবে সারাজীবন।

১৯| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

ড. জেকিল বলেছেন: যেভাবে অনুরোধ করেছেন তাতে না দেখে পারলাম না.........ভালো লাগলো ।

২০| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

রিফাত হোসেন বলেছেন: !!
:) সুন্দর কিন্তু মোটেও যুগ উপযোগী নয় । :(

কেন বানাইছে ? যোগাযোগ তরান্বিত করার জন্য !

বানাইছে কিছু মাল সামানা কামানোর জন্য + ভবিষ্যতেও বেসরকারী সার্ভিস টিকিয়ে থাকার জ্ন্য, সত হোক সাংসদ দের রুটি রোজকার !

দরকার ছিল, ট্রাম, ট্রেন, পাতাল ট্রেন, উড়ন্ত ট্রেন, ,,,,,,,,,, আমি শপথ করে বলতেছি এই ৪ টা দিয়ে যদি একটা মেগা প্রজেক্ট করত, ইনশাল্লাহ ঢাকা শহর জ্যাম নামক জিনিস কে চিনতই না !

কিন্তু এই মোখলেস মার্কা ফ্লাই ওভার দিয়ে মানুষের চোখে রঙিন চশমা পড়াইয়া রাখছে । :(

:) তবে খুশি এতটুকুই কিছু তো একটা করেছে । ... =p~


বি.দ্র. এসব কিন্তু মানুষকে গাড়ি ক্রয় থেকে বিরত রাখবে না, প্রাইভেট কার এ না চড়া থেকেও বিরক্ত রাখবে না, বেসরকারী বাসের সংখ্যাও কমাবে না, দেশের রাজস্বও বাড়াবে না । :)

২১| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

মিত্রাক্ষর বলেছেন: অসাধারণ।

২২| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৭

টাইম পাস বলেছেন:

২৩| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:০১

কলাবাগান১ বলেছেন: সরকারকে ধন্যবাদ এই যুগোপযোগী উদ্দ্যোগ নেওয়ার জন্য...। সেনাবাহিনীকে ধন্যবাদ এই উদ্দ্যোগকে বাস্তবায়িত করার জন্য।

নিচের scary ছবিটি দেখুন...। এটা দিয়ে প্রায় আমাকে যাতায়াত করতে হয়। আগে অনেকবার ভুল করেছিলাম কিন্ত এখন জিপিএস থাকাতে আর রাস্তা ভুল হয় না

২৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:১১

স্মিথ হাসান বলেছেন: যারা মন্তব্য করেছেন , সবাইকে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.