নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুকরন নয়, অনুসরন নয়, নিজেকে খুঁজি, নিজেকে জানি, নিজের পথে চলি।

তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি

স্মিথ হাসান

শূন্য

স্মিথ হাসান › বিস্তারিত পোস্টঃ

ধর্মব্যবসায়ীর কান্ড--- আর কত প্রমান চান ??

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৬



































বরিশালের ২৮ হজ যাত্রীর ৭৫ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও------

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী, ২৫ সেপ্টেম্বর ॥



প্রতারণার মাধ্যমে বরিশালের গৌরনদী উপজেলার ২৮ হজযাত্রীর কাছ থেকে ৭৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে এক জামায়াত নেতা ও তার সহযোগী দালালরা। ফলে এবারের হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। তারা প্রতারক জামায়াত নেতা ও ট্রাভেলস্ মালিককে খুঁজে পেতে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে প্রতারিতদের পক্ষ থেকে বুধবার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দফতরে আবেদন করা হয়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ঢাকার রামপুরা বনশ্রী এলাকার হুমাইয়ারা হজ ট্রাভেলস্’র নামে এলাকার চিহ্নিত ব্যক্তিরা (দালালরা) এবার বরিশালের অসংখ্য ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এরমধ্যে গৌরনদীর টরকী বন্দর আদর্শ জামে মসজিদের পেশ ইমাম ও প্রভাবশালী জামায়াত নেতা মাওলানা আবুল খায়ের, টরকী বন্দর এলাকার বাসিন্দা দিদার হাওলাদার, কসবা গ্রামের মামুন খান গৌরনদীর বিভিন্ন এলাকার ২৮ হজযাত্রীর কাছ থেকে সর্বমোট ৭৫ লাখ টাকা উত্তোলন করেছেন। সূত্রমতে, এসব দালালের সঙ্গে ওই ট্রাভেলস্’র ম্যানেজার শহিদুল ইসলাম ও মোঃ রাসেদের গভীর সম্পর্ক ছিল।

দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ গৌরনদীর কসবা গো-হাটের ইজারাদার ও প্রতারিত হজযাত্রী আব্দুর রাজ্জাক হাওলাদার জানান, তিনি ও তাঁর স্ত্রী বিউটি বেগম এবার হজে যাওয়ার জন্য স্থানীয় দিদার হাওলাদারের কাছে সর্বমোট ৬ লাখ ২ হাজার টাকা দিয়েছেন। ২৪ সেপ্টেম্বর রাতে তাঁদের ফ্লাইট হওয়ার কথা ছিল। সেমতে তাঁরা সোমবার রাতে ঢাকায় পৌঁছেন। ২৪ সেপ্টেম্বর সকালে রামপুরার বনশ্রী এলাকায় ট্রাভেলস্’র ঠিকানা অনুযায়ী অফিসে গিয়ে দেখতে পান সেখানে এ নামের কোন অফিস নেই। এতে দিশেহারা হয়ে তাঁরা দালাল দিদারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে দিদার জানান, তিনি ইমাম আবুল খায়েরের কাছে টাকা দিয়েছেন। এর বেশি কিছু বলতে পারবেন না। একথা বলেই লাইনটি কেটে তা বন্ধ করে দেন।

একইভাবে প্রতারণার শিকার হয়েছেন টরকী এলাকার মোসলেম হাওলাদার, আব্দুল কাদের হাওলাদার, কটকস্থলের আজিজ আকন, সুন্দরদী গ্রামের ইয়াকুব আলী ঘরামি, সোনালী ব্যাংক গৌরনদী শাখার অবসরপ্রাপ্ত ম্যানেজার আব্দুর রশিদসহ উপজেলার বিভিন্ন এলাকার ২৮ হজ যাত্রী।



লিংক-

Click This Link

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৫

উড়নচন্ডী ডটকম বলেছেন: আহা! জনকন্ঠ!!!!



লোকটা জামায়াত নেতা!কিন্তু কোথাও লেখা নাই লোকটা জামায়াতের কি দায়িত্বে আছে !!!!

এমন নিউজগুলোতে সাধরনত কোন দলের নেতা হলে তার সাংগটনিক পরিচয় তুলে ধরা হয়। এই নিউজে সেটা অনুপস্থিত।এই কারণে প্রকাশিত সংবাদের গ্রহনযোগ্যতা প্রশ্নবিদ্ধ।


শেষ কথা

লোকটা জামায়াত হউক জামায়াত না হউক ঘটনা সত্যি হলে সোজা ক্রসফায়ারে দেওয়া হোক।






২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৮

আমি ব্লগার হইছি! বলেছেন: ওদের মতো লোকের কাছে এইসব কাজ তো দুধভাত। এইসব করেই একসময় পাকিস্তানীদের দালালী করে তাদের উচ্ছিষ্ট খেয়ে বেচে থাকা কুকুর গুলো আজকে বড় বড় রুই কাতলা।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৩৫

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
এখনে ধর্ম ব্যাবসায়ী কেমনে বুঝলাম না

ছাত্রলীগ যা করে তা কি স্বাধীনতার ব্যাবসা ? বাঙ্গালী কোন অন্যায় করলে সব বাঙ্গালী খারাল ( উদাহরন আজ রুপালী ব্যাংকের পরীক্ষা প্রশ্ন ফাসঁ হইছে তাতে নিশ্চয়ই স্বাধনীতার চেতনা বলে মুখে ফেনা তুলে লাভ নাই - যারা অন্যায় করে তারা অপরাধী )

এই বালের ফাউ আলাপ না পেরে - গঠনমূলক সমালচনা করেন - ( দুঃখিত কমেন্ট করার জন্য )

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.