নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনুকরন নয়, অনুসরন নয়, নিজেকে খুঁজি, নিজেকে জানি, নিজের পথে চলি।

তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি

স্মিথ হাসান

শূন্য

স্মিথ হাসান › বিস্তারিত পোস্টঃ

লাখো কণ্ঠে সোনার বাংলাকে স্বীকৃতি দিলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস----

০৯ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

লাখো কণ্ঠে সোনার বাংলাকে স্বীকৃতি দিলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। বুধবার বাংলাদেশ সময় বিকেলে এই স্বীকৃতির কথা জানানো হয় গিনেসের ওয়েবসাইটে।

সবচেয়ে বেশি মানুষের অংশগ্রহণে জাতীয় সংগীত গাওয়ার নতুন রেকর্ড এই শিরোনামে দেওয়া ঘোষণায় বলা হয়েছে- ২ লাখ ৫৪ হাজার ৫৩৭ অংশগ্রহণকারী গত ২৬ মার্চ ঢাকার জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‌‌‌’আমার সোনার বাংলা’ এই জাতীয় সংগীত এক সঙ্গে গেয়ে এই রেকর্ড গড়েছে।





লিংক- http://www.bit.ly/GWRanthem

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০১

কলাবাগান১ বলেছেন: আর এই অনুস্টানকে প্রশ্নবিদ্ধ করতে জামাতি-রাজাকার রা দলবদ্ধ হয়ে ব্লগে নেমেছিল। তাদের কাছে, কিছু নেতিবাচক কাজ টা এত বড় হয়ে উঠল (পতাকা মাড়ানোর ছবি) যে, আসল উদ্দেশ্য টা তখন গৌন হয়ে গিয়েছিল।কতজন সেখানে টাকার জন্য গিয়েছিল, নাকি জাতীয় সংগীত ভালবেসে গিয়েছিল??

এই ওয়াশিংটন ডিসিতে প্রায় শতাধিক লোক এই অনুস্টানে যোগ দেয়, তার মধ্যে কি একজন ও আছে যে টাকার জন্য এসেছিল? আমার জানা মতে কেউ না।

রাজাকার আর তাদের বংশধরদের গায়ে লাগে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এসব শব্দগুলি, তাই উঠেপড়ে লাগে এই সব শব্দ কে প্রশ্নবিদ্ধ করতে

২| ০৯ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

রাকীব হাসান বলেছেন: অভিনন্দন আমার প্রিয় বাংলাদেশকে

৩| ৩১ শে মে, ২০১৪ রাত ২:১৩

পংবাড়ী বলেছেন: কাজ না করে, অকাজের দোকান খোলা

৪| ৩১ শে মে, ২০১৪ দুপুর ১:১০

কালের সময় বলেছেন: ধন্যবাদ বাংলাদেশের ২ লাখ ৫৪ হাজার ৫৩৭ জন অংশগ্রহণকারী কে যাদের জন্য গিনেস ওয়ার্ল্ডের
বুকে বাংলাদেশের এ রেকর্ড হয়েছে ।
কিনতু যে পরিমান দেশের টাকা খরচ হয়েছে সে পরিমান টাকা দিয়ে বাংলা দেশের কত ফ্যমেলির বা পরিবারের একদিনের খরচ হতো সে বিষয়তাউ দয়া করে একবার হিসাব করলে আন্তরীক খুছি হবো ।
ধন্যবাদ আপনাকে আমাদর বাংলাদেশের অনেক পরিবার আছে তাদের দুই বেলা মুখে খাবর জোঠেনা ।
তাদের কথাউ একবর ভেবে দেখুন । তারাউ কিনতু সোনাঁর বাংলার জীবিত মানুষ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.