নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
*** স্বাগতম মাহে রমযান। বান্দার গোনাহ মাফের জন্য এক মহা সুযোগ নিয়ে আসে মাহে রমযান। "সাওম একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং তিনি নিজেই এর প্রতিদান দিবেন"। এ কারনেই মনে হয় তারাবীতে মৌসুমি মুসল্লিদের উপচে পরা ভীর দেখলাম। দুদিন যেতেই রনে ভঙ্গ দিলেন অনেকেই। অনেকের সাথে পাল্লা দিয়ে আমার শরীরটাও ম্যাজম্যাজ করতে লাগল। আট রাকাতি দলে যোগ দিবো কিনা ভাবতে লাগলাম। তারাবীর নামায আট রাকাত নাকি বিশ রাকাত সে তর্কে যাচ্ছি না। তবে আমি বিশ রাকাতের দলে। কেন বিশ রাকাতের দলে সেটাই বলছি, নামাযের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন, আল্লাহকে রাজি-খুশি করা। সুতরাং একই মসজিদে একদল কষ্ট করে বিশ রাকাত পরবেন আর আপনি আট রাকাতি দল কম কষ্ট করে আল্লাহ কে খুশি করবেন? সাধারন যুক্তিতেই তো মেলে না। আর একটা ব্যাপার তারাবীতে কোরআন খতম করা। আট রাকাতি দল কোরআন খতমের সওয়াব কিভাবে হাসিল করবেন সেটা কিন্তু কোটি টাকার প্রশ্ন।
©somewhere in net ltd.