![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মীয়: "তুমি ব্লগার?"
আমি: "হ্যা"
আত্মীয়: "ছি ছি ছি!"
এই আস্তিক-নাস্তিক দ্বন্ধ ব্লগকে পপুলারিটি দিয়েছে অবশ্যই কিন্তু আরও আগেই যদি নাস্তিকদের সরিয়ে দেয়া হত, তাহলে হয়ত ৮৬% মুসলমানের দেশে একটা ঘৃন্য একটা ব্র্যান্ড ইমেজ তৈরী হত না সামহোয়্যারইনব্লগের।
এই পুরো সময় সামু যদি একটু তৎপর হয়ে মুহাম্মদ (সাঃ) বিষয়ক নেগেটিভ পোস্টগুলো আগেই সরিয়ে দিত, তাহলে হয়ত কিছুটা রক্ষা পেত।
গত পরশু শাহবাগেই এক ক্লায়েন্টের সাথে দেখা। তাকে বললাম সামনের ক্যাম্পেইনের কোটেশনের এ্যডভান্স দিলেই কাজ শুরু করব। তার উত্তরটা ছিল এমন যে সামুতে বিজ্ঞাপন দিলে ব্র্যান্ড ইমেজে কাটতি পড়তে পারে এই আশংকায় ডিসিশন নিতে একটু সময় লাগছে।
খুবই স্বাভাবিক। ২৫% শিক্ষিত মানুষের দেশে যখন ব্লগারদের বিরুদ্ধে এমন ঘৃনা ছড়িয়ে দেয়া হয়, এই ডিজিটাল যুগেও ব্লগের ব্যাপারে অস্বস্তি তৈরী হওয়াটাই স্বাভাবিক। বাকি ৭৫% ভোক্তার কথাও তো মাথায় রেখেই ব্র্যান্ডগুলোকে কাজ পরিচালনা করতে হয়।
ব্লগার হওয়ার অবাধ স্বাধীনতা পৃথিবীর কোনও রাজনৈতিক পার্টি দিতে পারবে না। এই স্বাধীনতা অটুট থাকুক। কিন্তু দয়া করে কেউ ইসলামের বিরুদ্ধে কিছু লিখবেন না। এটা আমাদের মত মুসলমান পরিবারে জন্মগ্রহন করা বেশীরভাগ মানুষের জন্যই মেনে নেয়া কষ্টকর। আর যে দেশের ৮৬% মানুষই মুসলমান, সেখানে এগুলো লিখে এত মানুষকে কষ্ট দিবেন না প্লিজ।
আর জামায়াতি ব্লগারদের প্রতি আহবান, "যা সত্য শুধু তা-ই তুলে ধরতে পারেন, প্লিজ কোনও ফটোশপ এডিট মেরে বিভ্রান্তি ছড়াবেন না। এতে ধর্মের ইমেজ অন্যদের কাছে অনেক নেমে যায়। দয়া করে ইসলামকে তার সঠিক মর্যাদা দিন।"
শেষ দ'টি কথা:
আমি মুসলমান, আমি বাংলাদেশ ভালবাসি, আমি আওয়ামী লীগ পছন্দ করি না - না ভোট দেয়া মানুষ আমি কারন আমার এলাকায় ভাল কোন প্রতিনিধি দাড়ায় নাই।
মার্কা ভুলে দেশকে ভালোবাসেন, দেশ অনেক ভালো থাকবে।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০৮
সাদি হক বলেছেন: একদম সত্য
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৩
স্বপ্নের মানুষ বলেছেন: ধন্যবাদ
আশা করি এইখানে লিখবেন
চ্যাট।ব্লগ।ফরম।