|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
পহেলা বৈশাখে ঐ বোমা ফাটার দিনটা ভুলি নাই। এমনিতেই এই ভয়টা আমার আশে পাশে সবার মাঝেই দেখতে পাচ্ছি। কেউ যদি অন্ধ হয় তাকে কিছু বলার নাই, কিন্তু ব্যাপারটা দেখেও যারা না দেখার ভান করছে তারা তো হিপোক্রিট।
প্রতি বছরের মত এবারও আমি পহেলা বৈশাখে চারুকলায় বন্ধুদের সাথে আড্ডা দিতে যেতে চাই। গনজাগরনের মন্ঞে রাজনৈতিক নেতারা না দাড়িয়ে যদি শুধু জনগন থাকতো, তাহলে তো কোনও সমস্যা ছিল না। কিন্তু এই মন্ঞ তো এখন নিজেকে সরাসরি জামায়াতে 'ইসলাম' এবং হেফাজতে 'ইসলাম' - এর বিরুদ্ধে অবস্হান নিয়েছে।
স্বাধীন দেশের নাগরিক বলেই বলছি, আমাদের কোনও হেফাজতের দরকার নাই, আল্লাহই হেফাজত করবেন ইনশাল্লাহ। আমাদের কোনো মন্ঞ দরকার নাই, সারা জীবন যেভাবে পহেলা বৈশাখ উদযাপন করে আসছি, সেভাবেই করতে দেন।
বিশ্বাস করেন ভাই, সব বাস ট্রাক রেল বন্ধ থাকার পরও যেভাবে আল্ট্রা গনজাগরন দেখাইল হেফাজত কর্মীরা, তাতে শাহবাগের মন্চ্ঞ কিছু বললে ওদের সংখ্যার কাছে খুব ফেলনা মনে হয়।
জাতির সবচেয়ে রঙিন দিনটা দয়া করে কালোর দিকে ঠেলে দিয়েন না।
 ১৭ টি
    	১৭ টি    	 +৩/-০
    	+৩/-০  ১২ ই এপ্রিল, ২০১৩  দুপুর ২:০১
১২ ই এপ্রিল, ২০১৩  দুপুর ২:০১
নাওেয়দ বলেছেন: এই ভেঙ্গে ফেলা স্বভাবটা গুড়িয়ে দিন। পোস্টে পরিষ্কার করেই বলেছি শুধু পহেলা বৈশাখের দিনের কথা। বাকি দিন, সরকার যদি পারমিশন দেয়, যে কেউ যে কোনও জায়গায় মঞ্চ বসায় তার গনতান্ত্রিক চর্চা করতেই পারে।
২|  ১২ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:০০
১২ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: গনজাগরনের মন্ঞে রাজনৈতিক নেতারা না দাড়িয়ে যদি শুধু জনগন থাকতো, তাহলে তো কোনও সমস্যা ছিল না। কিন্তু এই মন্ঞ তো এখন নিজেকে সরাসরি জামায়াতে 'ইসলাম' এবং হেফাজতে 'ইসলাম' - এর বিরুদ্ধে অবস্হান নিয়েছে। 
এবং সরকারের নগ্ন লেজুর বৃত্তিতে রত!!!!!!!
ফলে প্রতিশোধ পরায়ন মানুষের প্রতিহংসার বলি কেন সাধারন হনগন হবে?
এই মঞ্চ অপসারন করা হোক।
আর আবালরা যদি পহেলা বৈশাখের সমাবেশকে তাদের পক্ষে জনগণের অংশগ্রহন বলে- সেইটা হবে কমেডি অব দি হান্ড্রেড থাউজেন্ড ইয়ারস.........
বলবে নাকি?   
   
   
 
৩|  ১২ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:০৯
১২ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:০৯
স্বপ্নবিলাসি বলেছেন: োন সন্দেহ নেই বলবে আর প্রচার ও করবে
৪|  ১২ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:২১
১২ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:২১
স্বাধীন জামিল বলেছেন: কেউ এখনো আপনারে ছাগু ট্যাগ দেয় নাই? o_O
  ১২ ই এপ্রিল, ২০১৩  দুপুর ২:২১
১২ ই এপ্রিল, ২০১৩  দুপুর ২:২১
নাওেয়দ বলেছেন: আয়নায় নিজের চেহারা দেখে বললেন নাকি?
৫|  ১২ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:২৮
১২ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:২৮
করোনী বলেছেন:    
এইভাবে ওরা বলবে পহেলা বৈশাখে আগত সব লোক চেতনার বহির্প্রকাশ ।
৬|  ১২ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:৩৫
১২ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:৩৫
ক্লিকবাজ বলেছেন: বাঙ্গালীর যে মজমা প্রিয় তা রাস্তা-ঘাটে ডান্ডার তেল, জোঁকের তেল, আগা মোটা-গোড়া চিকন টাইপ মজমা দেখলে অসুধ কিনুক আর না কিনুক ১০০/২০০ লোক এমনিই জড়ো হয়ে যায়। 
শাহবাগীরা সেই ঝিমাইন্না মঞ্চরে বিশাল জনসভা বলার জন্যইতো পহেলা বৈশাখকে বেছে নিয়েছে। কারণ পহেলা বৈশাখ এ সেখানে মজমা প্রিয় লোকের অভাব পড়বে না।
৭|  ১২ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:৪৯
১২ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:৪৯
ম্যাংগো পিপল বলেছেন: ভালো একটা আন্দলনকে সরকার নিজেদের স্বার্থে শুষে খেয়ে ফেললো  
   
 
৮|  ১২ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১:০৪
১২ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১:০৪
বাবা তুষার বলেছেন: বাঙ্গালীর যে মজমা প্রিয় তা রাস্তা-ঘাটে ডান্ডার তেল, জোঁকের তেল, আগা মোটা-গোড়া চিকন টাইপ মজমা দেখলে অসুধ কিনুক আর না কিনুক ১০০/২০০ লোক এমনিই জড়ো হয়ে যায়। শাহবাগীরা সেই ঝিমাইন্না মঞ্চরে বিশাল জনসভা বলার জন্যইতো পহেলা বৈশাখকে বেছে নিয়েছে। কারণ পহেলা বৈশাখ এ সেখানে মজমা প্রিয় লোকের অভাব পড়বে না।
৯|  ১২ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৪:২৩
১২ ই এপ্রিল, ২০১৩  বিকাল ৪:২৩
সাউন্ডবক্স বলেছেন: 10000% Sohomot.....
১০|  ১২ ই এপ্রিল, ২০১৩  সন্ধ্যা  ৭:১৯
১২ ই এপ্রিল, ২০১৩  সন্ধ্যা  ৭:১৯
এই আমি সেই আমি বলেছেন: রাজাকার মুক্ত বাংলাদেশ চাই ।
  ১২ ই এপ্রিল, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৭
১২ ই এপ্রিল, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৭
নাওেয়দ বলেছেন: রাজাকার মুক্ত বাংলাদেশ চাই, সে যে দলেরই হোক।
যদি এই কথায় আপত্তি থাকে, তবে দেশের প্রতি ভালোবাসায় আপনার আয়োডিন কম আসে। আর যদি সহমত হন, তাহলে বুঝব, আপনি বাম-লীগ-দল না, দেশকে ভালোবাসেন।
১১|  ১৩ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:১০
১৩ ই এপ্রিল, ২০১৩  রাত ৯:১০
আশফাক সুমন বলেছেন: "লেখক বলেছেন: রাজাকার মুক্ত বাংলাদেশ চাই, সে যে দলেরই হোক।
যদি এই কথায় আপত্তি থাকে, তবে দেশের প্রতি ভালোবাসায় আপনার আয়োডিন কম আসে। আর যদি সহমত হন, তাহলে বুঝব, আপনি বাম-লীগ-দল না, দেশকে ভালোবাসেন। "-----  ঠিক বল(ছন ।
বিদ্রোহী ভৃগু বলেছেন
"আর আবালরা যদি পহেলা বৈশাখের সমাবেশকে তাদের পক্ষে জনগণের অংশগ্রহন বলে- সেইটা হবে কমেডি অব দি হান্ড্রেড থাউজেন্ড ইয়ারস.........
বলবে নাকি?  
  
  "---- বলার  চেষ্টা করবে সম্ভবত। এরা সু যোগ সন্ধানী । এদের  জনসমর্থন  এখন তলানিতে ।
 "---- বলার  চেষ্টা করবে সম্ভবত। এরা সু যোগ সন্ধানী । এদের  জনসমর্থন  এখন তলানিতে ।
১২|  ১৪ ই এপ্রিল, ২০১৩  সন্ধ্যা  ৭:১৪
১৪ ই এপ্রিল, ২০১৩  সন্ধ্যা  ৭:১৪
আপনার ব্লগ বলেছেন: এইডাই তো কাউরে বুঝাইতে পারিনা। ওরা আসিফ গংদের যদি ঘোষনা দিয়া সরায়া দিত তাহলেই ব্যপারটা মিট্যা যাইত, তা না কইরা অগো নিয়া ফালাফালি করতাছে। আসিফ সবাক কেমুন সেইডা সবাই ভালা কইরাই জানে। 
ইম্রানের বাইচ্যা
১৩|  ১৫ ই এপ্রিল, ২০১৩  সকাল ৯:৩২
১৫ ই এপ্রিল, ২০১৩  সকাল ৯:৩২
তুহিন সরকার বলেছেন: জাতির সবচেয়ে রঙিন দিনটা দয়া করে কালোর দিকে ঠেলে দিয়েন না। 
* ধর্ম নামধারী ধর্মান্ধরাই ধর্মের নাম তুলে বিশৃঙ্খলা সৃষ্টি করে তার প্রমাণ ১২ বছর আগে পেয়েছেন নিশ্চয়ই।
নববর্ষের শুভেচ্ছা, শুভনববর্ষ-১৪২০। 
“রাজাকার মুক্ত বাংলাদেশ
মুক্তিযুদ্ধ অনিঃশেষ”
  ১৫ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:৩৮
১৫ ই এপ্রিল, ২০১৩  দুপুর ১২:৩৮
নাওেয়দ বলেছেন: আপনি যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে বলবো "জীবনে তো অনেক বই পড়েছেন অর্থসহ কুরআন পড়েছেন? হাদিস চারটি পড়েছেন? একটু পড়ে দেখবেন। তারপর আবার আপনার কমেন্ট পড়বেন।"
বলেন তো, ইসলাম কি ধর্ম নাকি জীবনবিধান?
বিঃদ্রঃ এই প্রশ্নের এক শব্দের উত্তর শুধুমাত্র তারাই দিতে পারে যারা এই পাঁচটি বই পড়েছে।
আর যদি কোনও ধর্মালম্বী হন, তাহলে বলব, একবার পড়ে দেখতে পারেন। কাঠমোল্লারা বলে ওজু ছাড়া কুরআন ধরা যাবে না। এমন কোন বাধ্যবাধকতা কুরআন দেয় নাই। অতএব, যখন সময় পাবেন, পড়বেন। বেশ লজিক্যাল গাইড টু লাইফ।
©somewhere in net ltd.
১| ১২ ই এপ্রিল, ২০১৩  সকাল ১১:৫২
১২ ই এপ্রিল, ২০১৩  সকাল ১১:৫২
ইউরো-বাংলা বলেছেন: একমত, ভেঙ্গে ফেলো শাহবাগিদের মঞ্চ।