নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মার্কেটিং মানে বিক্রয় করার পায়তারা না, মার্কেটিং মানে মানুষকে বোকা বানিয়ে পণ্য ধরিয়ে দেয়া না, মার্কেটিং মানে মডেলদের সাথে একাকী সময় কাটানো না, মার্কেটিং স্রেফ একটা সত্য গল্পের ব্যাসার্ধ নিয়ে প্রয়োজনীয়তার মাপে ভোক্তাকে কেন্দ্র করে একটি বৃত্ত তৈরী করা।

নাওেয়দ

টুইটারে আসেন, আড্ডা দেই। @smnawed

নাওেয়দ › বিস্তারিত পোস্টঃ

আজ "সংক্রান": বান্দরবান, থাইল্যান্ড, মায়ানমার, নেপাল আর শ্রীলংকায়!

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪১

আপনি কি জানেন আজ বান্দরবান জেলায় শুরু হচ্ছে সংক্রান খেলা? পানি ছিটিয়ে উদযাপন করা হবে আগামী ৪ দিন। মজার বিষয় হলো, একই উৎসব আজ হচ্ছে মায়ানমার, নেপাল, শ্রীলংকা আর থাইল্যান্ডে।



আর কোনও দেশে হচ্ছে কিনা এইটা কেউ জানাতে পারলে ভালো লাগত।



তবে পহেলা বৈশাখে গনজাগরন মঞ্চমুক্ত শাহবাগ হলে দিনটা আরও স্বতস্ফুর্তভাবে উদযাপন করা যেত

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩১

এম এম ইসলাম বলেছেন: সংক্রান খেলা নাম শুনিনি। তবে রাঙ্গামাটি জেলার কাপ্তাই/কাউখালী উপজেলায় মার্মাদের জলউৎসব দেখেছি। তারা একে সাংগ্রাই বলে।
আর পোস্টে হতাশ হলাম। কোন তথ্যই নেই। এটি ফেসবুকের স্টেটাস হতে পারে। কিন্তু ব্লগের কোন পোস্ট হতে পারে কি?

১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৫

নাওেয়দ বলেছেন: আপনাকে হতাশ করায় আমি দুঃখিত। আপনি একটা ইনফরমেটিভ পোস্ট করলে তো ভালই হতো।

বান্দরবানের বগাতে একজন মং বলেছিল তারা সংক্রান উদযাপন করে। আর কিছুদিন আগে থাইল্যান্ডে একটা ফেস্টিভ্যালে গিয়ে এই দেশের মানুষগুলো মারফত জানলাম তারাও এই দিন "সংক্রান" আয়োজন করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.