নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মার্কেটিং মানে বিক্রয় করার পায়তারা না, মার্কেটিং মানে মানুষকে বোকা বানিয়ে পণ্য ধরিয়ে দেয়া না, মার্কেটিং মানে মডেলদের সাথে একাকী সময় কাটানো না, মার্কেটিং স্রেফ একটা সত্য গল্পের ব্যাসার্ধ নিয়ে প্রয়োজনীয়তার মাপে ভোক্তাকে কেন্দ্র করে একটি বৃত্ত তৈরী করা।

নাওেয়দ

টুইটারে আসেন, আড্ডা দেই। @smnawed

নাওেয়দ › বিস্তারিত পোস্টঃ

ইসলাম শিক্ষা by রাজপাল ভৌমিক

২৫ শে মে, ২০১৩ সকাল ৮:২১

খবর:

এইচ.এস.সি-তে "ইসলাম শিক্ষা" নামের নতুন বিভাগ খুললেন পাঠ্যপুস্তক বোর্ডের সচিব ব্রজগোপাল ভৌমিক বলেন।



ইতিহাস:

বাংলাদেশের প্রথম মাদ্রাসা'র প্রিন্সিপাল ছিলেন একজন খ্রিষ্টান এবং তারপর ছিলেন একজন হিন্দু



মতামত:

আজ মাদ্রাসা বোর্ড থেকে যে শিক্ষা নিয়ে ছাত্রছাত্রীরা বের হচ্ছে, তারা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইউনিলিভার বা গ্রামীনফোনের মত জায়গায় ভালো পোস্টে চাকুরী পাচ্ছে না কারন তাদের শিক্ষায় একটা বাউন্ডারী এঁকে দেয়া হয়েছে। তখন মনে হত এদেরকে ইসলামের মূল স্পিরিট, জ্ঞান অর্জন, থেকে অনেক দূরে রাখা হচ্ছে। কারন, এটা ছিল মুসলমানদেরকে সমাজে ছোট করে রাখার পেছনে ব্রিটিশদের একটা চাল।



এখন যখন দেখলাম একজন হিন্দু মানুষ 'ইসলাম শিক্ষা' বিভাগের প্রবক্তা, তখন ভয় পাওয়াটাই স্বাভাবিক। বইগুলোতে কি থাকবে? ইসলামের সঠিক কথাগুলো থাকবে তো? নাকি এবার জীবনযাপনের সবচেয়ে বুদ্ধিদীপ্ত শিক্ষাগুলোকে ঐ কাঠমোল্লাদের ওয়াজগুলোর মতই যা-তা দিয়ে ভরা থাকবে!



কোনও ধর্মকে ছোট করে দেখছি না। কিন্ত যদি একজন মুসলমানকে দায়িত্ব দেয়া হয় 'হিন্দু শিক্ষা' বিভাগ খুলতে, তাকে কিন্তু আশপাশের মানুষের দেয়া তথ্যের উপরই বেশী ভর করতে হবে। সেক্ষেত্রে, সত্য ধর্মটা কতটুকু উঠে আসবে?



ভয় হয়, কেউ কি দাঙ্গা বাঁধানোর জন্যই এগুলো করছে নাকি ইসলামকে মাটিতে মিশিয়ে দেয়ার পায়তারা? আমার বাংলাদেশকে একটু শান্তিতে থাকতে দিলে কি ক্ষতি তাদের?

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৩ সকাল ৮:২৮

কবির মন্ডল বলেছেন: ইতিহাস: পবিত্র কোরআন বাংলায় রুপান্তর করেন একজন হিন্দু লোক।

২৫ শে মে, ২০১৩ সকাল ৯:৩৮

নাওেয়দ বলেছেন: মিডিয়া মতে।

২| ২৫ শে মে, ২০১৩ সকাল ৮:৫৬

দূর আকাশের নীল তারা বলেছেন: মাদ্রাসা শিক্ষার বাউন্ডারী তারা নিজেরাই একেঁ নিয়েছে। আপনার যেখানে একজন কম্পিউটার জানা লোক দরকার, সেখানে মাদ্রাসা পাস করা লোককে আপনি কি চাকরী দিবেন? আসলে ব্যাপারটা যোগ্যতার, শিক্ষা প্রতিষ্ঠানের নয়। আমি ইসলাম শিক্ষার বিরোধীতা করছি না, ধর্মীয় কারণ থেকে বেরিয়ে এসে মাদ্রাসা শিক্ষার প্রোডাক্টিভ দিকগুলো নিয়ে একটু ভাবুন।

২৫ শে মে, ২০১৩ সকাল ৯:৩৮

নাওেয়দ বলেছেন: আমি কি লিখলাম, আর আপনি কি পড়লেন?

৩| ২৫ শে মে, ২০১৩ সকাল ৯:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: কেউ কি দাঙ্গা বাঁধানোর জন্যই এগুলো করছে নাকি ইসলামকে মাটিতে মিশিয়ে দেয়ার পায়তারা? আমার বাংলাদেশকে একটু শান্তিতে থাকতে দিলে কি ক্ষতি তাদের?

এ সেই বৃটিশ রক্তদের প্রেতাত্মাদের কাজ বৈ নয়!!!!!!

অবিলম্বে এই বিভাগে যোগ্য একজন ইসলামী স্কলারকে নিয়োগ দেয়া হোক।

৪| ২৫ শে মে, ২০১৩ সকাল ৯:৪৪

গোবর গণেশ বলেছেন: এটা ছিল মুসলমানদেরকে সমাজে ছোট করে রাখার পেছনে ব্রিটিশদের একটা চাল

সহমত

৫| ২৫ শে মে, ২০১৩ সকাল ১০:০৫

এস এইচ খান বলেছেন: বাহ! ভালতো, ভাল না!!

স্বাধীন বাংলার মুসলিমরা আজ এরচে কত্ত গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ফাঁকে দয়াপরবশ হয়ে ভদ্রলোক দাদা বাবুরা আমাদের হয়ে কাজটা করে দিল! কোথায় ধন্যবাদ জানাবেন তা না করে আপনি খুঁজছেন দাঙা!!

কি সেলুকাস!!!!

২৬ শে মে, ২০১৩ সকাল ১০:৪৬

নাওেয়দ বলেছেন: হাহাহাহহাহা!
একটু কুরুচিপূর্ন ভাষায় বলি, আপনার কথাটা শুনে মনে হলো একজনের স্ত্রীকে আরেকজন কঠোর পরিশ্রম দিয়ে সন্তান সম্ভবা করে তুললে ঐ দ্বিতীয় ব্যাক্তিকে আপনি ধন্যবাদ জ্ঞাপন করবেন।

হাহাহাহহাহা!
কি সেলুকাস!!!

৬| ২৬ শে মে, ২০১৩ দুপুর ২:২৬

এস এইচ খান বলেছেন: ....কুরুচিপূর্ন মাগার অসাধারণ তুলনা! ( কঠিন দু:খের ইমো হইপে ) !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.