![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিএনপি পন্থী মানুসজন নাকি ঘরে ঘরে মিষ্টি বিতরন করছে। পরাজিত দলের মানুষদের সাথেও নাকি তারা কুষল বিনিময় করছেন। খুব ভালো কথা।
কিন্তু...
এইটা তো বাচ্চাকে চকলেট দিয়ে বুঝ দেয়ার মত ব্যাপার হলো। সব সিটি নির্বাচন হতে পারে, কিন্তু গুরু হারামিলীগ তো ঢাকা সিটি ছেড়ে দিবে না। তার চেয়ে বড় কথা হলো, সামনে জাতীয় ইলেকশন।
আপাতত, খালেদা এতটুকু নিয়েই খুশিতে থাকুক, এমনিতেও আর কিছু পাবে বলে মনে হয় না।
ইসলাম বিজয়োল্লাস করতে মানা করেছে কারন তা পরাজিত পক্ষকে আরও কষ্ট দেয়। এই মতে খালেদার সম্মতি দেখে ভালোই লাগল।
২| ১৬ ই জুন, ২০১৩ সকাল ৯:২৪
মাসরুর প্রধান বলেছেন: জিতবেনা মনে করে অভিযোগ ছিল, জিতার পর অভিযোগ নাই। খনসাধারণ রিকশাওয়ালা যা বুঝে বলদগুলা তাও বুঝে না। জিতেছে এখন আঙ্গুল চোষ।
৩| ১৬ ই জুন, ২০১৩ সকাল ৯:২৭
মাইনাস এইটিন_পন্ডিত বলেছেন: সামনের জাতীয় নির্বাচনেও বিএনপি জিতবে-সেটা তত্ত্বাবধায়ক থাকুক না থাকুক- চেনা পরিচিত বেশিরভাগ মানুষেরই এমন ধারণা। ঢাকা সিটি নির্বাচনেও অযথা বাজে প্রার্থী না দিলে বিএনপির হারের সম্ভাবনা নাই।
৪| ১৬ ই জুন, ২০১৩ সকাল ৯:২৯
মাসরুর প্রধান বলেছেন: সাধারণ রিকশাওয়ালা হবে।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৩ সকাল ৮:২৫
ধৈঞ্চা বলেছেন: ঈদের পর হয়ত ডিসিসি নির্বাচন দিয়ে তত্ত্বাবধায়কের আন্দোলন পানসে করে দিতে পারে। যাতে বিএনপি জাতীয় নির্বাচনের আগে আন্দোলনের জন্য যথেষ্ট সময় না পায়। সব নাটক তো মঞ্চায়ন হবে বর্তমান সরকারের অধীনে জাতীয় নির্বাচনেই।