![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"তেল কোথ্থে ভরুম, টাকা রাখসে কিসু"- জনৈক ট্রাক ড্রাইভারের আক্ষেপ। এই রাত ১০৩০টার দিকে বাসায় ফেরার সময় সুত্রাপূর মোড়ে দেখলাম চরম জাম। এই রাতে জামের মূল কারন, একটি ট্রাক রাস্তার ঠিক মোড়েই বন্ধ হয়ে বসে আছে যা একদিকের যান চলাচল সম্পূর্নভাবে বন্ধ করে ফেলেছে। উল্লেখ্য, পোস্তগোলা থেকে শ্যামবাজারে যাওয়ার সবচেয়ে দ্রুত পথ এই রাস্তা।
বন্ধ ট্রাকটি ক্রস করার সময় জিজ্ঞাস আবার জামে আটকা। সেই সময় ড্রাইভারকে জিজ্ঞাস করলাম, "কাহিনী কি?" তারপর ড্রাইভার একগাল (দুঃখভরা উপহাস) হাসি নিয়ে জানাইল যে তিন জায়গায় পুলিশ আর চাঁদাবাজডের দিতে গিয়ে তার সব ক্যাশ টাকা শেষ। এখন গাড়ীতেও তেল নাই আর তেল ভরার মত টাকাও আর বাকি নাই।
©somewhere in net ltd.