|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
অনেকেই মনে করছেন এইটা বিএনপি'র জয়।
সম্ভবত, তারা একটু ভুল করছেন।
ব্র্যান্ডিং স্ট্র্যাটেজিতে আও্য়ামীলিগের ধারে কাছেও বিএনপি আসতে পারবে না।
আমার প্রথম থেকেই ধারনা ছিল যে এই ইলেকশনগুলো সব সাজানো।
প্রথম ধাপ:
সবক'টি চ্যানেলকে ইলেকশন ক্যাম্পেইন জোরে শোরে করতে বলা হল
হাই কমান্ড থেকে শাহবাগপন্থীদের আবার জড়ো হতে বলা হলো
রানা প্লাজা সহ সকল ইস্যু নিয়ে সকল লেখালেখি বন্ধ
আশরাফুলের খবরটাও চেঁপে গেল
দ্বিতীয় ধাপ:
ইলেকশনের ঠিক আগে দিয়ে নির্বাচন সুষ্ঠু বিষয়ক অনেক বক্তব্য
ইনু থেকে শুরু করে আন্দালিব পর্যন্ত সবাই কেয়ারটেকারের পক্ষে-বিপক্ষে বলতে লাগল
তৃতীয় ধাপ:
৪টি সিটি কর্পোরেশনেই ধস
জনগন বলল হেফাজতিদের উপর গোলাগুলির জন্যই এটা হয়েছে
'ফেয়ার ইলেকশন' কথাটা ধোপে টিকল না
ঢাকা সিটি কর্পোরেশন ইলেকশন স্থগিত, সব ফোকাস গাজীপুর
চতুর্থ ধাপ:
সকল মিডিয়া তাক হইল গাজীপুর
সংসদেও এবার আলোচনার মূল ইস্যু 'ফেয়ার ইলেকশন'
বিদ্রোহীপ্রার্থী জাহান্গীরকে ছাত্রলীগ দিয়ে ধরে আনা হলো
তাকে হূট করেই বসিয়ে দেয়া হল আর তিনি 'বিদ্রোহী' হয়ে হাসিনার গুন গাইলেন!!!
মিডিয়ার সব এ্যাটেনশন ঐ দিকে নেয়া হলো
এই ফাঁকে শাহবাগটাও কিছুটা চাঙ্গা করার চেষ্টা যাতে সেখান থেকেও কিছু কথা আসে
সংসদে তোফায়েল থেকে মওদুদ পর্যন্ত সবাই এই 'ফেয়ার ইলেকশন' প্রসঙ্গে কথা বললেন
এরশাদও সাপোর্ট দিচ্ছিলেন বিএনপি সমর্থিত ১৮ দলীয় জোটের
পন্ঞম ধাপ:
ফোকাস বাড়ানোর জন্য মান্নানের ব্যাংক একাউন্ট জব্দ করা হলো
এরশাদ-হাসিনা বৈঠক এবং শেষ মুহূর্তে এরশাদের ইউ-টার্ন
গাজীপুর ইলেকশনের আওয়ামীলিগ জোর করেই জিততে যাচ্ছে এমন একটা ধারনা তখন সর্বত্র
আগের দিন থেকেই 'সরকারের পার্সোনাল নিউজ মিডিয়া' সময় চ্যানেলের লাইভ ইসি কাভারেজ
সকল পত্রিকার মূল ফোকাস এবং পাবলিক কথাবার্তার টপিক 'গাজীপুর তো সরকার জোর করে নিচ্ছে'
আগের দিন মান্নানের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের অভিযোগ তুলে আরও নেগেটিভ ব্র্যান্ডিং
টক শো'গুলোর মূল কথা,  'ফেয়ার ইলেকশনের সম্ভাবনা'
শেষ ধাপ ও ইলেকশন:
ইলেকশনে জিতল বিএনপিপন্থী মান্নান
আজমত উল্লাহ নিজের কেন্দ্রেও হারলেন!!!
আউটপুট এবং ফিউচার:
এবার সবাই বলবে "ফেয়ার ইলেকশন"
মান্নান বলেছে, "সুষ্ঠু নির্বাচন হয়েছে"
এরশাদের প্রতি অনেকের আস্থা কমে গেল। তিনি এখন হাসিনার পুতুল।
বিএনপি আগামী কিছুদিন চুপচাপ
শাহবাগ চাঙ্গা করা হচ্ছে কারন এখন আবার 'রাজাকার' ইস্যুতে সবাইকে ব্যস্ত করতে হবে
কমিশনে চুপচাপ কিছু রদবদল আসবে
তারপর...
এই সরকারের অধীনেই নির্বাচন...
এবং...
 ২০ টি
    	২০ টি    	 +৪/-০
    	+৪/-০  ০৭ ই জুলাই, ২০১৩  সকাল ৭:৫৫
০৭ ই জুলাই, ২০১৩  সকাল ৭:৫৫
নাওেয়দ বলেছেন: কোনটা গুপোন?
২|  ০৭ ই জুলাই, ২০১৩  সকাল ৭:৫১
০৭ ই জুলাই, ২০১৩  সকাল ৭:৫১
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
বি.এন.পি নির্বোধ হলেই তত্ত্বাধায়ক দাবী ছাড় দেবে।
দলীয় সরকারের নির্বাচন মানেই শেখ হাসিনা নিশ্চিত আবার প্রধানমন্ত্রী। 
তত্ত্বাবধায়ক মানেই খালেদা প্রধানমন্ত্রী। নিরঙ্কুশ বিজয়।  
ছোঁ মেরে নিয়ে যাবে জাতীয় নির্বাচনের ফলাফল। নিশ্চিত। 
দ্বিতীয় টার্মে বি.এন.পি-জামাত-কে প্রায় নিশ্চিহ্ণ করে ফেলা হবে।  
  
 
৩|  ০৭ ই জুলাই, ২০১৩  সকাল ৮:১৩
০৭ ই জুলাই, ২০১৩  সকাল ৮:১৩
এ জাফর বলেছেন: লেখকের সাথে একমত হতে পারলাম না।
৪|  ০৭ ই জুলাই, ২০১৩  সকাল ৮:৩১
০৭ ই জুলাই, ২০১৩  সকাল ৮:৩১
শাহ আশরাফ বলেছেন: ভাই বউ এর ঝারি খেয়ে কোন কাজ না পেয়ে শেষে নির্বাচন নিয়া গবেষণা শুরু করলেন। আজাইরা প্যাঁচাল ।
  ০৭ ই জুলাই, ২০১৩  বিকাল ৪:৫৮
০৭ ই জুলাই, ২০১৩  বিকাল ৪:৫৮
নাওেয়দ বলেছেন: এমন এক্সপেরিয়েন্স অনেকবার হয়েছে নাকি?
৫|  ০৭ ই জুলাই, ২০১৩  সকাল ৯:০৪
০৭ ই জুলাই, ২০১৩  সকাল ৯:০৪
মো ঃ আবু সাঈদ বলেছেন: দলীয় সরকারের নির্বাচন মানেই শেখ হাসিনা নিশ্চিত আবার প্রধানমন্ত্রী। 
তত্ত্বাবধায়ক মানেই খালেদা প্রধানমন্ত্রী। নিরঙ্কুশ বিজয়। 
.....কঠোর আন্দলোন গড়া উচিত বিএনপির
জয় এত সহজ না...
৬|  ০৭ ই জুলাই, ২০১৩  সকাল ৯:৩০
০৭ ই জুলাই, ২০১৩  সকাল ৯:৩০
বাউন্ডুলে রুবেল বলেছেন: উড়িয়ে দিতে পারছিনা আপনার কথাগুলো।
  ০৭ ই জুলাই, ২০১৩  বিকাল ৪:৫৮
০৭ ই জুলাই, ২০১৩  বিকাল ৪:৫৮
নাওেয়দ বলেছেন: ধন্যবাদ
৭|  ০৭ ই জুলাই, ২০১৩  সকাল ৯:৪৩
০৭ ই জুলাই, ২০১৩  সকাল ৯:৪৩
জেরিফ বিন্ আমির বলেছেন: আপনার ধারনা ১০০০% ঠিক । আমিও ঠিক এই বিশ্লেষণটা করেছি। আম্লীগ এর মত বাইন.. রাজনীতি খুব কমই হয়। তবে আমার হিসেবে আম্লীগ যত যাই করুক তাদের শেষ রক্ষা হবেনা।
৮|  ০৭ ই জুলাই, ২০১৩  দুপুর ১২:১৮
০৭ ই জুলাই, ২০১৩  দুপুর ১২:১৮
নামগোত্রহীন বলেছেন: গাজার কেজি কত?
  ০৭ ই জুলাই, ২০১৩  দুপুর ১২:৫৪
০৭ ই জুলাই, ২০১৩  দুপুর ১২:৫৪
নাওেয়দ বলেছেন: এ বিষয়ে আমি বিশেষজ্ঞ = বিশেষ ভাবে অজ্ঞ
৯|  ০৭ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৩৩
০৭ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৩৩
একাকী বাংলাদেশি বলেছেন: লেখক আপনার কথা হয়তো কোন অংশে কিছুটা ঠিক হলেও হতে পারে কিন্তু আপনি খুব বেশী সরলীকরন করে ফেলেছেন। ব্যাপারটা ঠিক এতোটা সোজা না।
  ০৭ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৫৮
০৭ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৫৮
নাওেয়দ বলেছেন: আপনার কথায় আমি সহমত প্রকাশ করলাম।
১০|  ০৭ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৩৯
০৭ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৩৯
আহসান ঊদ্দিন খান বলেছেন: ভাই Past Action Plan এর এনালাইসিস করেছেন এইবার Future Action Plan বলেন তাহলে নিউ গেম প্ল্যান সেট করে কাজ করতে সুবিধা হবে ......
  ০৭ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৫৯
০৭ ই জুলাই, ২০১৩  দুপুর ১:৫৯
নাওেয়দ বলেছেন: ফি লাগবে যে!
১১|  ০৭ ই জুলাই, ২০১৩  দুপুর ২:৪৫
০৭ ই জুলাই, ২০১৩  দুপুর ২:৪৫
shapneel বলেছেন: গাজীপুরে একটা নির্বাচনে মিডিয়া যেভাবে ফোকাস করতে পারছে, যখন ৩০০ আসনে নির্বাচন হবে তখন সেভাবে মিডিয়া ফোকাস করতে পারবে না। সুতরাং গতকাল তো কিছু সেম্পল দেখাইলই। নির্বাচন কমিশন সারারাত লাগাইছে ফলাফল ঘোষনা করতে।
  ০৭ ই জুলাই, ২০১৩  বিকাল ৪:৫৭
০৭ ই জুলাই, ২০১৩  বিকাল ৪:৫৭
নাওেয়দ বলেছেন: আম্ব্রেলা ব্র্যান্ডিং বুঝেন দাদা?
সব হবে।
যার ফুটু দিয়েছেন দাদা, কমেন্ট মারার সময় উনার মর্যাদাটা রাইখেন, নাইলে ছবি সরান।
১২|  ০৭ ই জুলাই, ২০১৩  সন্ধ্যা  ৭:০০
০৭ ই জুলাই, ২০১৩  সন্ধ্যা  ৭:০০
স্পেলবাইন্ডার বলেছেন: হু....এইভাবে মনে মনে মনকলা খান আর একটা একটা করে াল ছিড়েন...
  ০৭ ই জুলাই, ২০১৩  রাত ৮:৪৫
০৭ ই জুলাই, ২০১৩  রাত ৮:৪৫
নাওেয়দ বলেছেন: কিছু মনে করবেন না, আপনার রিকোয়েস্ট রাখতে পারলাম না।
©somewhere in net ltd.
১| ০৭ ই জুলাই, ২০১৩  ভোর ৬:৫৬
০৭ ই জুলাই, ২০১৩  ভোর ৬:৫৬
মিনেসোটা বলেছেন: আপনে এত গুপোন কথা কেমনে জানলেন?