নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মার্কেটিং মানে বিক্রয় করার পায়তারা না, মার্কেটিং মানে মানুষকে বোকা বানিয়ে পণ্য ধরিয়ে দেয়া না, মার্কেটিং মানে মডেলদের সাথে একাকী সময় কাটানো না, মার্কেটিং স্রেফ একটা সত্য গল্পের ব্যাসার্ধ নিয়ে প্রয়োজনীয়তার মাপে ভোক্তাকে কেন্দ্র করে একটি বৃত্ত তৈরী করা।

নাওেয়দ

টুইটারে আসেন, আড্ডা দেই। @smnawed

নাওেয়দ › বিস্তারিত পোস্টঃ

কমেন্ট ব্লগ:

০৯ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৭

কোশিক সাহেবের ব্লগ পোস্ট



এবং আমার উত্তর:



১) গ্রামীনফোনের দূর্নীতি এবং কমিউনিস্ট ইনু'র মন্ত্রনালয় : ট্যাক্স ছিল ৬০০ কোটি। কেইসটা তাপস নেয়ার সাথে সাথে হইল ১০০ কোটি। উনাদের আবার ভোট দিবেন?



২) শিল্পমন্ত্রনালয়ের কমিউনিস্ট দীলিপ: ফজলি আম, নকশীকাঁথার রাইট দিয়ে দিল ভারতকে। আর ঘুষের পাজেরোর কথা তো বললামই না। উনারে ভোট দিবেন?



৩) সামরিক শাসনের সময় প্রত্যেকেই ঠিক মতো ওভারব্রিজ ব্যবহার করেছে। রাস্তাঘাটও অনেক পরিষ্কার ছিল। শাহবাগ থানায় একটা জিডি করতে গিয়ে যেমন আচরন পেয়েছিলাম, তা ছিল অতুলনীয়।



৪) এই সরকারের আমলে অনেক দূর্নীতি হয়েছে যার মধ্যে আবুল হোসেন থেকে শুরু করে রানা-সুরন্জিত কারোই আজ পর্যন্ত বিচার হয় নাই। যার কারনে ছাত্রলীগ এবং মন্ত্রীরা আরও বেপরোয়া।



৫) জামায়াত আসলে জঙ্গীবাদ বাড়বে কেমনে, র‌্যাব তো তারাই নামিয়েছিল। পত্রিকা বাংলা ভাইকে ধরার পেছনে র‌্যাবে জামায়াতের লোকজনের ভুমিকাই নাকি বেশি ছিল। অবশ্য তখন যদি ছাত্রলীগের ততপরতা বেড়ে যায় তবে তো সেটাকে জঙ্গীবাদ-ই বলবেন, নাকি?



৬) বুঝলাম না, আপনার কাছে উগ্রবাদের সংজ্ঞা কি?



৭) কৃষিক্ষে্ত্রে আরেক কমিউনিস্ট মেন্টালিটির মতিয়া খালা সাথে উনার মাসতুতো ভাই মিলে যে সার কেলেঙ্কারী করলেন এই সরকারের শুরুর দিকে তা কি ভুলে গেছেন? ব্রাজিল থেকে উচ্চ দামে আমদানী করে সার কারখানার সার উপচে পড়ল আর দেশে সারের সংকট!



৮) আপনার আশে-পাশে মনে হয় সরকারী শিক্ষক নাই। আরেক নাস্তিক মন্ত্রী নাহিদের নির্দেশে মার্ক বাড়িয়ে পাস বাড়াতে বলা হয়েছে। তার চেয়ে বড় কথা প্রশ্ন পাস মার্ক উপযোগী করে বানানো।



৯) বেশীদিন বাকি নাই, আপনার ছোট ভাই-বোনরা সার্টিফিকেট নিয়ে বসে থাকবে, কিন্তু চাকুরী তো নাই



১০) ইলেক্ট্রিসিটির কথা কি জে কইলেন! এই রিপ্লাই লিখতে গিয়েও লোডশেডিং হইল



১১) আপনার লিখায় অনেক তেলামী আর জামায়াত বিদ্বেষী পাইলাম। তেলামীকে নেগেটিভ ধরলে, বিএনপি কে মনে হয় ভোট দেয়া যায়।



দ্রষ্টব্য: আমি একজন 'না' ভোট দেয়া নাগরিক



বিএনপি জিতে নাই, আওয়ামিলীগ প্ল্যান করে হেরেছে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪১

সেমিবস বলেছেন: বাঙালী কি আবাল নাকি?
এই সরকারের অধীনেই নির্বাচন কোনোভাবেই কেউ মেনে নেবে না।
হাচিনার শাসনামল থেকে জনগন মুক্তি চায়।

২| ০৯ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: চোরের স্বাক্ষী গাটকাটা!!!!


আর ৫-০তে হেরে ন'টানের মহিমায় কে কি লিখল তা নিয়ে মাথা ঘামান কেনু!!!

তাদের চেতনা, বোধ এবং বিশ্বাস যে ভুল জনতার রায়ে প্রমাণীত।

সো ইগনোর দেম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.