নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মার্কেটিং মানে বিক্রয় করার পায়তারা না, মার্কেটিং মানে মানুষকে বোকা বানিয়ে পণ্য ধরিয়ে দেয়া না, মার্কেটিং মানে মডেলদের সাথে একাকী সময় কাটানো না, মার্কেটিং স্রেফ একটা সত্য গল্পের ব্যাসার্ধ নিয়ে প্রয়োজনীয়তার মাপে ভোক্তাকে কেন্দ্র করে একটি বৃত্ত তৈরী করা।

নাওেয়দ

টুইটারে আসেন, আড্ডা দেই। @smnawed

নাওেয়দ › বিস্তারিত পোস্টঃ

নারীরা যা যা বলে... আর যা যা আসলে বলতে চায়...

১৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০

মুখে: ঠিক আছে।

মনে: আরেকটু ভালো আশা করছিলাম



মুখে: এইটা এনে দিতে পারবা?

মনে: এইটা কিন্তু আনতেই হবে



মুখে: এই স্যান্ড্যালটা ভালো না?

মনে: বেতন পাইলেই এইটা আমার লাগবে



মুখে: আসেন আপা, সংলাপে বসি

মনে: তোরে ডেট দিলে তো!



মুখে: আমি এই গ্রামেই জন্মেছি, এখানেই শেষ সময়টা কাটাতে চাই

মনে: আমার মৃত্যুর পর কবর দেয়ার জন্য এইখানে আনতে পারো



মুখে: তোমার পাসওয়ার্ডটা জানি কি?

মনে: কার সাথে চ্যাট করতেছিলা?



মুখে: আচ্ছা, তোমার মা কি টেইলারের কাছে যেতে পারবে?

মনে: টেইলারের বিলটা অনেক হয়ে গেসে



মুখে: অনেক টায়ার্ড লাগতেসে, দাওয়াতটা ক্যান্সেল কর

মনে: চেহারার যা অবস্থা/ ঐখানে পড়ার নতুন ড্রেস নাই



মুখে: আমি জনগণের দুর্ভোগ সহ্য করতে পারি না।

মনে: আমি আমার দলের দুর্ভোগ সহ্য করতে পারি না।



মুখে: নাহ, অসুবিধা নাই। তুমি অফিসে যাও।

মনে: তোমার জ্বর হইলে আমি বাপের বাড়ি বেড়াব।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.