নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মার্কেটিং মানে বিক্রয় করার পায়তারা না, মার্কেটিং মানে মানুষকে বোকা বানিয়ে পণ্য ধরিয়ে দেয়া না, মার্কেটিং মানে মডেলদের সাথে একাকী সময় কাটানো না, মার্কেটিং স্রেফ একটা সত্য গল্পের ব্যাসার্ধ নিয়ে প্রয়োজনীয়তার মাপে ভোক্তাকে কেন্দ্র করে একটি বৃত্ত তৈরী করা।

নাওেয়দ

টুইটারে আসেন, আড্ডা দেই। @smnawed

নাওেয়দ › বিস্তারিত পোস্টঃ

৪ টাকা ডিসকাউন্ট

২৮ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:২২

জনৈক ভদ্রলোক পকেট থেকে ২০ টাকার একটি নোট দোকানদারকে দিলেন। এক হাতে চায়ের কাপটা ফেরত নিয়ে অন্য হাতে ১০ টাকা ফেরত দিলো দোকানদার। ভদ্রলোক তার ভদ্রতা বজায় না রেখে একটু রেগেই বললেন, "আরও ৫ টাকা দাও"।
দোকানদার: যেইখানে সেইখানে আগুন জ্বালাইলেই হয় না। এইডা চা। ১০ টাকা।
লোকটা কি উত্তর দিবে বুঝতে পারল না। ১০ টাকার নোট পকেটে না রেখে হাতে নিয়েই চলে গেল। চা-টা খেয়ে আমিও ২০ টাকার নোট দিলাম, ফেরত পেলাম ১৪ টাকা। ধন্যবাদ দিয়ে একটু অবাক হয়ে জিজ্ঞাস করলাম ৪ টাকা ডিসকাউন্টের কারনটা কি?
"আপনি সালাম দিয়ে তারপর চা চাইসেন, জীবনে প্রথমবার দেখলাম। আজকাল এমনিতে কেউ তো কারও ভাল চায় না, আপনি তো মুখ দিয়া তাও কইসেন।"
আমিও প্রায় নিরুত্তর ভাবেই প্রস্থান করলাম।

গুলশান ১ নং মার্কেটের সামনের চায়ের দোকান থেকে সবাইকে আসসালামুআলাইকুম।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩৮

সুমিত আহসান বলেছেন: ভালো লাগলো :)

২| ২৮ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৭

মোস্তফা সোহেল বলেছেন: ওলাইকুমসালাম

৩| ২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৪

স্নিগ্ধ শোভন বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.