নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রনিক মিডিয়া, ব্লগ এবং ফেসবুকে ঘুরেফিরে যে প্রশ্নগুলো বারবার আসছে :
ফিলিস্তিনে ইসরাইলের ধ্বংসলীলা সেই সংগে শিশু ও নিরীহ নারীদের হত্যা করার জন্য ইসরাইলের উপর কোন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল? ইসরাইলের ব্যপারে পশ্চিমারা একজোট।
মিথ্যা অজুহাতে ইরাক, আফগানিস্তান, সিরিয়ায় বোমা মেরে ট্রিলিয়ন ডলারের ক্ষতি ও নির্বিচারে নিরীহ নারী ও শিশুদের হত্যা করার জন্য আমেরিকার ও ব্রিটেনের উপর কোন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল? এব্যপারেও পশ্চিমারা একজোট।
আমিরিকার ও ফ্রান্স প্রত্যক্ষভাবে লিবিয়া ধ্বংসের জন্য দায়ী এবং গাদ্দাফির হত্যাকারী তারজন্য কি কোন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল? এব্যপারেও পশ্চিমারা একজোট।
আমেরিকা ও তার দোসর ন্যাটোর সৈন্যরা যে ইরাক, আফগানিস্তার, সিরিয়া, লিবিয়ায় হাজার হাজার নারী ও শিশু ধর্ষণ করেছে সেইজন্য কি সেই সব সৈন্যদের বিচার হয়েছে? মুখে কুলুপ এটে এব্যপারেও পশ্চিমারা একজোট।
ইউক্রেনের ব্যপারে পশ্চিমার যতটা সহানুভতিশীল ঠিক ততটাই রূঢ, আক্রমনাত্মক ও নৃশংস ছিল ইরাক, আফগানিস্তান, সিরিয়া ও লিবিয়ার প্রতি। সাম্প্রতিক সময়ে রাশিয়া ইউক্রেন আক্রমনের (যদিও যুদ্ধ কারো কাম্য নহে এবং ইহা ধ্বংস ছাড়া কোনকিছু গঠন করতে পারেনা।) ফলে পশ্চিমাদের মুখোশ উন্মাচিত হয়েছে। তারা চরম বর্ণবাদী এবং ভদ্রবেশী সাম্প্রদায়িক।
ছবি নেট থেকে।
২৪ শে মার্চ, ২০২২ দুপুর ২:০৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: তারা দুমুখী নীতি অবলম্বন করছে।
২| ২৪ শে মার্চ, ২০২২ দুপুর ২:৩৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যারা আজ মানবতার কথা বলছে তারা ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়াকে মাটির সংগে মিশে দিয়েছে; তখন মানবতা কোথায় ছিল? ফিলিস্থিনের কথা না হয় বাদই দিলাম।
২৪ শে মার্চ, ২০২২ দুপুর ২:৩৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আজগুবি ও মিথ্যা রটিয়ে ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়াকে মাটির সংগে মিশে দিয়েছে। এই আকামের প্রধান সংগি ব্রিটেন।
৩| ২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০২
রাজীব নুর বলেছেন: ন্যাটো সব অশান্তির মূলে।
২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৩২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: তারা পরিবেশ জটিল করছে।
৪| ২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওরা সভ্য বেশে মুখোশধারী দুমুখো বিষধর সাপ ।
২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৩২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঠিক বলেছেন।
৫| ২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০৬
জ্যাকেল বলেছেন: শিক্ষার আলো প্রকৃত অর্থে পশ্চিমে প্রভাব রাখতে পারেনি সেই রকম পরিমাণে যাহা আমরা ধারণা করি। তাদের কাছ থেকে সভ্যতা শেখার চিন্তা করলে সেটা হবে বেমালুম বোকামি।
২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৩৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: তারা দুমুখো নীতি অবলম্বন করছে।
৬| ২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৩:১০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: বর্তমান পরিস্থিতিকে পশ্চিমারা আরো জটিল করে তুলছে।
২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৩৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: তাদের দুমুখো নীতির কারণে পরিস্থিতি জটিল হচ্ছে।
৭| ২৪ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৫২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এসব হচ্ছেটা কি? কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।
৮| ২৪ শে মার্চ, ২০২২ রাত ১০:২৭
রূপক বিধৌত সাধু বলেছেন: মুসলিম বিশ্ব একজোট হয়ে প্রতিবাদ করতে পারে। কিন্তু তারা তো লেজুড়বৃত্তিতে ব্যস্ত। অত্যাচারীদের কাছে সহানুভূতি দাবি করা বোকামি।
২৭ শে মার্চ, ২০২২ সকাল ৯:০৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: একদম সত্য কথা।
৯| ২৫ শে মার্চ, ২০২২ রাত ১২:২২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তারা পরিবেশ জটিল করছে।
ন্যাটো বিশ্বের জন্য এখন পর্যন্ত কি কি করেছে? সেই হিসাব কোথায় পাব?
২৭ শে মার্চ, ২০২২ সকাল ৯:০৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভালো মন্দ দুটোই করেছে তবে আমেরিকার সংগে মিলে খারাপ কাজ করেছে বেশি।
১০| ২৫ শে মার্চ, ২০২২ রাত ১:৩৫
সোবুজ বলেছেন: বিজ্ঞানময় গ্রন্থ পড়ে আমরা হলাম বিশ্বে সর্বশ্রেষ্ঠ জাতি।আমাদের মানবতার কাছে ওদের মানবতা নস্যি।
২৭ শে মার্চ, ২০২২ সকাল ৯:০৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি বিকার গ্রস্থ!
১১| ২৫ শে মার্চ, ২০২২ দুপুর ১২:২০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সব পশ্চিমা সাম্প্রদায়িক নয়, কিছু কিছু ব্যতিক্রমও আছে। তবে, পোস্টের বক্তব্যের সাথে মোটামুটি একমত।
২৭ শে মার্চ, ২০২২ সকাল ৯:০৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সব রাষ্ট্রই সাম্প্রদায়িক তবে সব মানুষ সাম্প্রদায়িক নয়।
১২| ২৭ শে মার্চ, ২০২২ সকাল ১১:৫২
জুল ভার্ন বলেছেন: একমত।
২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৩৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ধন্যবাদ।
১৩| ২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১২:০৬
রানার ব্লগ বলেছেন: পশ্চিমা শাসক গোষ্ঠির মধ্যে একটা ধারনা আছে তারা যা করে তাহাই সঠিক!!! পশ্চিমের মানুষ গুলাও অনেক বেশি বর্নবাদী !!!
২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৩৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: তারা সবকিছুই সঠিক মনে করে।
১৪| ২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১২:০৮
অর্ক বলেছেন: ইরাক সিরিয়া লিবিয়া আফগানিস্তান আপনার দৃষ্টিতে কি যুদ্ধের আগে আদর্শ রাষ্ট্র ছিলো? সেখানে কোনও সমস্যা ছিলো না? গাদ্দাফি, সাদ্দাম ভালো লোক ছিলো? জাতিগত নিপীড়ন, ভিন্নমতাবলম্বীদের হত্যা নির্যাতনের ঘটনা সব কি তাহলে মিথ্যা, পশ্চিমা দেশগুলোর প্রোপাগাণ্ডার অংশ? পৃথিবীর সবচেয়ে বড়ো জনসংখ্যার মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়ায় কেউ কেনো আজ অব্দি একটা পটকা ফোটানোরও সাহস দেখাতে পারেনি? ইসলাম বা মুসলিম যদি পশ্চিমাদের প্রধান টার্গেট হতো, তাহলে তো সবার আগে ইন্দোনেশিয়া পাকিস্তান বাংলাদেশকে তাদের ধ্বংস করবার কথা।
আবারও, আপনার জানার বোঝার ভয়ানক ভুল আছে। আপনার মঙ্গল হোক।
২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৪৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ইরাকে গণবিধ্বংসী অস্ত্র আছে এই অজুহাতে দেশটিকে মাটির সংগে মিশে দিয়েছে। সাদ্দাম কোন ফ্যাক্টর নয় মূল কারন ইজরাইলের কোন সমকক্ষ/প্রতিপক্ষ রাখা যাবেনা। যে আফগানের একটা সাইকেল বানানোর প্রযুক্তি নেই সেই আফগান আমেরিকায় হামলা করবে! একটা মিথ্যা অজুহাতে দেশটিকে তছনছ করে দিল। সিরিয়া ইজরাইলের বিরুদ্ধে বলে সুতরাং সিরিয়া শেষ বাসার কোন ফ্যাক্টর নয়। লিবিয়া তেল নিয়ে আমেরিকার সংগে ঝামেলা করেছিল এবং রাশিয়াপন্থী ছিল সুতরাং লিবিয়া শেষ গাদ্দাফি কোন ফ্যাক্টর নয়।
আপনি মুসলিম টেনে আনলেন কেন? আমি কি মুসলিম শব্দ একবারও উচ্চারণ করেছি?
১৫| ২৫ শে মে, ২০২৩ ভোর ৬:২৬
খায়রুল আহসান বলেছেন: বর্ণবাদ, সাম্প্রদায়িকতা, সন্ত্রাসবাদ, ইত্যাদির সংজ্ঞা স্থা্ন, কাল ও পাত্র ভেদে পাল্টে যেতে, ভিন্ন অর্থ ধারণ করতে পারে।
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০২২ দুপুর ২:০২
প্রতিদিন বাংলা বলেছেন: মুখোশধারী ছোটোলোক