নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

রাশিয়াকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে বহিষ্কার জেলেনস্কির দীর্ঘমেয়াদী সুবিধা আদায়ের কৌশল!

০৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৫৫


১৯৪১-৪৫ সালে হিটলারের নেতৃত্বে নাৎসি পার্টির পরিচালনায় জার্মান নাৎসি সামরিক বাহিনী ইউরোপের তদানীন্তন ইহুদি জনগোষ্ঠীর অর্ধেকের বেশি অংশকে এবং আরও কিছু সংখ্যালঘু জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করে। যা ইহুদি গণহত্যা বা The Holocaust নামে পরিচিত। এই হলোকাস্টকে সাইনবোর্ড করে ইজরাইল পশ্চিমা বিশ্বের সহানুভুতি পাচ্ছে অথচ এই ইজরাইল একইভাবে প্যালেস্টাইনে গনহত্যা চালাচ্ছে এবং প্যালেস্টাইনের জনগনকে তাদের ভুমি থেকে উচ্ছেদ করছে যেটা পশ্চিমা বিশ্ব দেখেও না দেখার ভান করছে। আমেরিকা সরাসরি পিঠ চাপড়ে বলছে তোমরা চালিয়া যাও আমরা আছি তোমাদের অনৈতিক সব কাজের সংগে।

সম্পতি জেলেনস্কি আবদার করেছে রাশিয়াকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে বহিষ্কার করার জন্য। জেলেনস্কি মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক ভার্চুয়াল বৈঠকে যুক্ত হয়ে দাবি করেন, ইউক্রেনের বুচা শহরে এমন কোনো যুদ্ধাপরাধ নেই যা রাশিয়া করেনি। তিনি আরো দাবি করেন, তার দেশে রাশিয়া যে যুদ্ধাপরাধ করেছে যার নজির দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর একটিও নেই।


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাতিসংগ নিরাপত্তা পরিষদে যে আবদার করেছেন তা কি আমেরিকার পক্ষে করেছেন নাকি দীর্ঘমেয়াদী ইউোপীয় ইউনিয়নের সুবিধা আদায়ের কৌশল? যদিও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে রাশিয়াকে বের করে দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি লিন্ডা থমাস গ্রিনফিল্ড।

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:২২

একজন নিষ্ঠাবান বলেছেন: জেলেনস্কিও তো ইহুদী সুতরাং কৌশল করতেই পারে অসম্ভব কিছু নয়।

০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ইজরাইলী কৌশল অবলম্বন করছেন জেলেনস্কি।

২| ০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমেরিকার অনেক চাল আছে। আমেরিকা ইচ্ছা করলে যুদ্ধ এক সপ্তাহে বন্ধ করতে পারতো কিন্তু করেনি কারণ তাদের মূল লক্ষ্য হলো যে কোন উপায়ে রাশিয়াকে দূর্বল করা।

০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আন্তর্জাতিক রাজনীতি কাউকে মেরে কারো স্বার্থ উদ্ধার।

৩| ০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৩৫

জুল ভার্ন বলেছেন: জেলেনস্কি হচ্ছে ইংগ-মার্কিন পেট বয়! তার বোকামীর জন্যই ইউক্রেনবাসী আজ যুদ্ধের শিকার।

০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৪১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জেলেনস্কিকে ব্যবহার করছে আমেরিকা তথা ইউরোপ। জেলেনস্কির বোকামীর জন্য জনগন ভুগছে।

৪| ০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৪

রাজীব নুর বলেছেন: এই যুদ্ধে আমেরিকার লাভ টা কি সেটা খুঁজে পাই না।
পুতিন একটু ছাড় দিলেই সব সমস্যার সমাধান হয়ে যায়।

০৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:২১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমেরিকা রাশিয়াকে চিরশত্রু মনে করে। সেইজন্য রাশিয়া মাথা যাতে উচু করতে না পারে সে চেষ্টায় আমেরিকা দিনরাত কাজ করে। এই যুদ্ধ রাশিয়াকে দাবিয়ে দেয়ার একটা মোক্ষম সময় সেটা আমেরিকা হাতছাড় করতে চায়না।

৫| ০৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪৬

সোনাগাজী বলেছেন:


জিলেনস্কি বানর-নাচ দেখাচ্ছে, এদিকে লংকা পুড়ছে।

০৯ ই এপ্রিল, ২০২২ সকাল ৮:৩৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জেলেনস্কির নির্বুদ্ধিতার কারণে জনগন ভুগছে।

৬| ০৭ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: কে জিতে দেখা যাক।

০৯ ই এপ্রিল, ২০২২ সকাল ৮:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমার মনে হয় ইউরোপীয়ারা যতটা চাপে ফেলতে চেয়েছিল ঠিক ততটা চাপে ফেলাতে পারছেনা রাশিয়াকে। দেখাযাক কোথাকার পানি কোথায় গড়ায়।

৭| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ১২:১০

রোবোট বলেছেন: জেলেনস্কি হচ্ছে ইংগ-মার্কিন পেট বয়! তার বোকামীর জন্যই ইউক্রেনবাসী আজ যুদ্ধের শিকার। - আক্রমণ চালালো রাশিয়া, আর দোষ হৈলো জেলেনস্কির? আজ বা কাল ভারত বাংলাদেশে আক্রমণ চালালে দোষ হবে আওয়ামী লীগ বা বিএনপির?

০৯ ই এপ্রিল, ২০২২ সকাল ৮:৩৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জেলেনস্কি ইউরোপীয়দের তথা আমেরিকার হয়ে কাজ করছে মাঝখান থেকে জনগন ভুগছে।

৮| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৩৯

নূর আলম হিরণ বলেছেন: জেলেনস্কি কি দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর ৭১'এর ২৫ মার্চের অপারেশন সার্চ লাইটের কথা জানে?

০৯ ই এপ্রিল, ২০২২ সকাল ৮:৩৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জানলেও বলবেনা কারণ ও জাতিতে ইহুদী।

৯| ১০ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: জলযে কোমন ঘোলা হলো!! অনেক কিছু বুঝে উঠতে পারলাম না। পাগলা পুতিন ভালো খেল দেখালো।

১১ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৫১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমার মনে হয় পতিনের পরিকল্পনা ছিল অনেক আগে থেকেই। ইউরোপের কি দরকার ছিল রাশিয়ার নাকের ডগায় ছড়ি ঘুড়ানোর?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.