নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

অত্যাচারী চিরকালই ভীরু।

০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৯


জনরোষের মুখে সবাইকে বিপদে রেখে শেখ হাসিনা দেশ ছাড়েছেন কিন্তু নিজের পরিবারের সদস্যদের নিরাপত্তার কথা ঠিকই মাথায় রেখেছেন। যাওয়ার সময় বোন রেহানাকে সংগে নেন। শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ আগে থেকেই ভারতে অবস্থান করছেন। ছেলে সজীব ওয়াজেদ জয় দেশের বাইরে থা

প্রয়াত এইচ এম এরশাদের পতন হয় গণ-অভ্যুত্থানে। কিন্তু তিনি দেশ ছেড়ে পালাননি; বরং জেলে গেছেন। খালেদা জিয়া জেলে গেছেন কিন্তু দেশ থেকে পালাননি।

দেশের প্রধান একটি রাজনৈতিক দলের নেতা হয়ে কীভাবে নেতা-কর্মীদের রেখে বিদেশে চলে গেলেন শুধু নিজের নিরাপত্তার এটা ভাবতেই অবাক লাগছে!

যদি সত্যিকারের দেশপ্রেমিক হ্ইতো তাহলে এভাবে তার খুনি চ্যালাচমুন্ডা রেখে পালাতেন না। কথায় আছেনা : অত্যাচারী চিরকালই ভীরু।









এখানে দেখতে পারেন।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:০৯

সোনাগাজী বলেছেন:



আপনি এতদিন ব্লগিং করে এই জ্ঞান অর্জন করলেন, এরশাদ ও শেখ হাসিনার তুলনা করলেন?

এরশাদের পতন হলেও ক্যান্টনমেন্ট উনার ছিলো, উনার গাড়ীর কাছে গেলে আপনার লালনীল সুতা বের করে দি্তো মিলিটারী; শেখ হাসিনাকে বের করে দিয়েছে মিলিটারী। আপনি ফেইবুক এ+ পেয়েছেন।

০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:৫৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এতোবড় একটা প্রতিষ্ঠিত দলের নেতা কীভাবে পালিয়ে যায়? ওনার দেশপ্রেম বলে কিছুই নেই উনি ওনারা বাবার বিচার করেছে (যদিও বিচারের মান নিয়ে প্রশ্ন আছে) আর ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে। সেই সংগে ওনার চ্যালাচামুন্ডাদের হাজার হাজার কোটি লুট করতে সাহায্য করেছে।


আপনি ফেইবুক এ+ পেয়েছেন। মানুষকে আপনি এসব বলবেন না অনেকেই আপনার উপর এসব কথার জন্য ক্ষিপ্ত তবে আমি মোটেও রাগ করিনি। ভালো থাকবেন।

২| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:২৯

আহলান বলেছেন: এরশাদ পালাতে ব্যার্থ হয়েছিলেন। তাকে নিয়ে উড়াল দিতে কেউ রাজী হয়নি। তবে এরশাদের স্বৈরাচার খেতাবটি হাসিনা নিয়েছেন ... ইয়হিয়া খানের বিকৃত মুখের ছবি, আজ হাসিনা নিজের মুখে বসিয়েছেন ... এসবই উত্তরাধিকার সূত্রে পেলেন বুঝি!

০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:৫৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এরশাদের চেয়েও হাসিনা স্বৈরাচারী। ওনার দলের লোকেরা দেশ থেকে বিলিয়ন বিলিয়ন টাকা লুট করেছে যা এরশাদের সময় হয়নি।

৩| ০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:০৪

প্রামানিক বলেছেন: এরশাদের পতন এবং হাসিনার পতনের মধ্যে কিছুটা তফাৎ আছে

০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:০২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এরশাদের চেয়ে হাসিনা পতন আরো ভয়াবহ। রাজনৈতিক দলগুলো এরশাদকে হটিয়েছে আর হাসিনাকে হটিয়েছে ছাত্র-জনতা। এরশাদের চেয়েও হাসিনা বেশি স্বৈরাচারী। হাসিনার দলের লোকেরা দেশ থেকে বিলিয়ন বিলিয়ন টাকা লুট করেছে যা এরশাদের সময় এতো লুট হয়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.