নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
অতিসম্প্রতি সালে কোটা সংস্কার আন্দোলন বিষয়ে চ্যানেল আইতে আয়োজিত টু দ্য পয়েন্ট টকশোতে আলোচক হিসেবে অংশ নেয় কালা মানিক। সেখানে মানিক আন্দলোনরত ছাত্র-জনতাকে রাজাকার ও রাজাকারের বাচ্চা বলে এবং বলে দেশে ৪ কোটি রাজাকার আছে। আলোচনার একপর্যায়ে মানিক সঞ্চালক দীপ্তি চৌধুরীর ওপর বারবার ক্ষিপ্ত হয় এবং অনুষ্ঠান শেষে স্টুডিও ছাড়ার আগে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে ‘রাজাকারের বাচ্চা’ বলে আখ্যায়িত করে।
একনজরে কালা মানিক :
শামসুদ্দিন চৌধুরী মানিক পুরা নাম আবুল হোসেন মোহম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক। লোকজন তাকে কালা মানিক নামেই বেশি চেনে। এই কালা মানিক প্রচন্ড মুসলিম বিদ্বেষী এবং কট্টর আওয়ামীলীগার। ২১ জন বিচারককে ডিঙ্গিয়ে কালা মানিককে বিচারপতি নিয়োগ দেয় হাসিনা।
কালা মানিক এক ট্রাফিক সার্জেন্টকে হাইকোর্টের বিচারকের গাড়িকে সালাম না দেওয়ার কারণে আদালতে কান ধরে উঠবস করিয়েছিল। সেই প্রেক্ষাপটে পুলিশের মহাপরিদর্শক শাহুদুল হক বলেছিলেন যে ট্র্যাফিক পুলিশ কাউকে অভিবাদন জানাতে বাধ্য নয় যার ফলশ্রুতিতে বিচারপতি এম এ মতিন ও বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ হাইকোর্ট বেঞ্চ শহীদুল হকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে, যা তাকে আইন অনুসারে স্বয়ংক্রিয়ভাবে মহাপরিদর্শকের পদ থেকে সরিয়ে দেয়। পরে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি কর্তৃক ক্ষমা লাভ করে ফলে হক চাকরি ফিরে পায়।
কালা মানিক তার অবস্থানের অপব্যবহারের মাধ্যমে বিমানে ইকোনমি শ্রেণির টিকিট কিনে জোরপূর্বক ব্যবসায়িক শ্রেণির আসনে বসে লন্ডনে যায়। এই মানিক লন্ডনে মোট ৩২,০০০ ব্রিটিশ পাউন্ড দিয়ে তিনটি বাড়ি কেনে, বাড়ি ছাড়াও লন্ডনে আরো সম্পত্তি আছে কিন্তু সেই আয়ের উৎস প্রকাশ করেনি এমনকি ইহা ট্যাক্স রেকর্ডেও প্রকাশ করেনি।
অবসর নেওয়ার কয়েক মাস পর মানিক অনেক মামলার রায় লিখেছিল; তার বিতর্কিত রায়ের কারণে বাংলাদেশ সুপ্রিম কোর্ট মানিকের রায় দেয়া ১৬১ টি মামলা পরিহারের সিদ্ধান্ত নিয়েছিল।
এদের বিচার করা এখন সময়ের দাবি।
১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:২০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বহুবার সে জিয়াউর রহমানকে রাজাকার বলেছে। এইসব দলান্ধ বিচারক দিয়ে দেশ ও জাতির ক্ষতি ছাড়া মঙ্গল হয়।
২| ১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৭
অরণি বলেছেন: আমিও সেই টকশো দেখেছিলাম সে ঢালাও ভাবে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলেছে। কয়েকবার সে এই কথা বলেছে। আরো বলেছে দেশে ৪ কোটি রাজাকার আছে।
১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:২২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এটা ভাবা যায় সব আন্দোলনকারী রাজাকার এবং দেশে ৪ কোটি রাজাকার আছে।
৩| ১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:২৪
সোনাগাজী বলেছেন:
আমি চলমান বিষয়গুলোকে এনালাইজ করি; আপনি চলমান বিয়ষের উপর মিডিয়ার পরিবেশিত সংবাদকে পুণপ্রকাশ করেন; পার্থক্য বুঝতে পারছেন?
আপনার ব্লগিং;
পোস্ট করেছি: ৯৮টি
মন্তব্য করেছি: ৩৬৭১টি
মন্তব্য পেয়েছি: ২৩১১টি
ব্লগ লিখেছি: ১২ বছর ৩ মাস
****** আমার ব্লগিং
পোস্ট করেছি: ৮১৪টি
মন্তব্য করেছি: ২৩৫০২টি
মন্তব্য পেয়েছি: ২৮৬৫৮টি
ব্লগ লিখেছি: ২ বছর ৬ মাস
+++ আমার ব্লগিং নিয়ে আপনি কথা বললে, ওটা ভুল হবে।
১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: চলমান বিষয় আপনি বিশ্লেষণ করেন এই সত্যি। কেউ আপনার বিশ্লেষণ পছন্দ করে, কেউ করেনা সেটা তাদের বিষয়। কিছু কিছু বিষয়ে আপনি একপাক্ষিক কথা বলেন। আর আমার সংগে আপনি তুলনা কেন করছেন? আপনি অবসরপ্রাপ্ত মানুষ সব সময় এগুলো নিয়েই আপনার সময় চলে যায়। পক্ষান্তরে আমরা কাজকর্ম ব্যবসা বাণিজ্যে মাঝে কখনো কখনো ব্লগে লিখি বা মন্তব্য করি। আপনি হয়তো ব্লগে সক্রিয় দেখতে পান কিন্তু লগইন অবস্থায় অন্যকাজ করতে হয় বা করি। পার্থক্যটা এখানে ।
৪| ১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৫
ধুলো মেঘ বলেছেন: সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে সারা দেশে যখন অরাজকতা দেখা দেয়, তখন সরকারের মদদে উচ্চ আদালতে রায় পালটে যাবজ্জীবন কারাদন্ড দেবার সিদ্ধান্ত দেয়। পাঁচজন বিচারকের মধ্যে চারজনই যাবজ্জীবনের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত মেনে নিলেও এই কালা মানিক ঘাড় ত্যাড়ামি করে ফাঁসির রায়ই বহাল রাখে।
১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ২১ জনকে ডিঙ্গিয়ে কাইল্ল্যারে বিচারপতি করেছে তার প্রতিদান দিতে হবেনা?
৫| ১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৩২
খাঁজা বাবা বলেছেন: মানিক কি মুক্তিযোদ্ধা?
১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:২০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সে তখন লন্ডনে ছিল তাহলে মানিক কী করে মুক্তিযোদ্ধা হয়?
৬| ১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৩২
মিরোরডডল বলেছেন:
এই লোকের আচরণ অত্যন্ত বাজে।
এরকম শর্ট-টেম্পারড একজন কি করে বিচারপতি হয়, এটাই আশ্চর্যের বিষয়।
উনি মানুষকে কি করে নিরপেক্ষ রায় দিবেন, উনি নিজেই ভীষণ অযৌক্তিক।
১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:২৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সে কট্টর আওয়ামীলীগার আর সেইজন্যই উকিল থেকে বিচারক তারপর ২১ জনকে ডিঙ্গিয়ে হাসিনা তাকে বিচারপতি নিয়োগ দেয়। সে কখনই ন্যায় বিচার করেনি সবসময় নির্দেশিত রায় দিয়েছে।
৭| ১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩৪
আহমেদ রুহুল আমিন বলেছেন: অত্যন্ত গোয়ার, বদমেজাজী,কট্টর- স্বৈরাচার, অভদ্র, আত্ম মর্যাদাহীন একটা ব্লাক পিজ । এই ব্লাক পিজগুলোই বিগত স্বৈরাচার সরকারের খুব পছন্দের মাল ....!
১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:১৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: নেত্রীর সুখেদুখে কাইল্ল্যা সাথে ছিল।
৮| ১২ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৭
করুণাধারা বলেছেন: এই বেয়াদব লোকটাকে এখনও ধরা হচ্ছে না কেন!!
১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:৪২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আত্নগোপনে আছে। একে ধরিয়ে বিচারের আওতায় আনতে হবে।
৯| ১২ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২৪
মোহামমদ কামরুজজামান বলেছেন: বিচারপতি মানিক (আসলেই সে মানিক,একখান জিনিষ) আসলে মানুষ নয়। সে আওয়ামীলীগ।
আর মানুষ কখনো আওয়ামীলীগ হতে পারেনা।
১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:৪৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সে শপথবদ্ধ আওয়ামীলীগার।
১০| ১২ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৩৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: এই লোকের বিরুদ্ধে কঠিন মামলা করা উচিত সাধারণ মানুষকে রাজাকার বলার জন্য।
১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:৪৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সব আন্দোলনকারী রাজাকারের বাচ্চা - এটা কথা হলো!
১১| ১২ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৫৩
করুণাধারা বলেছেন: শিরোনামে সহমত।
১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:৪৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সে খুবই নিকৃষ্ট।
১২| ১৩ ই আগস্ট, ২০২৪ রাত ১:০৪
অক্পটে বলেছেন: এতোবড় একটা বাজে লোক দেশের বিচারপতি হয় কি করে!
বুঝেছি হাসিনার আমলে সবই সম্ভব। যত নীতিহীন
মানুষ আছে সবই হাসিনার রিজিমে বড় বড় পদ পেয়েছে।
হাসিনার বিচার হবে কবে, হওয়া উচিত এতোগুলো খুন
করার পরও যদি বিচার না হয় তাহলে...
১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:৪৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বড় বড় চোর বাটপারদের আখড়া ছিল হাসিনার দরবারে।
১৩| ১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:০৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ‘রাজাকারের বাচ্চা’ বলায় ক্ষমা চাইলেন বিচারপতি মানিক
১৪| ১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৫৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কতবড় উদ্ধত্ব আন্দোলনকারীরা সবাই রাজাকারের বাচ্চা এবং দেশে ৪ কোটি রাজাকার আছে। একে বিচারের আওতায় আনা হোক।
১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৪২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মানিকের বিরুদ্ধে মামলা করা উচিত সাধারণ মানুষকে রাজাকার বলার জন্য।
১৫| ১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:০৩
অরণি বলেছেন: ক্ষমা চাইছে নাকি? ক্ষমা চাইতে হবে সব আন্দোলনকারীদের কাছে।
১৩ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৪৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সব আন্দোলনকারীদের কাছে ক্ষমা চাইতে হবে।
১৬| ১৩ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:০৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই মানিক ইংল্যান্ডেও একজনের থাপড়ানি খাইছিল...
১৩ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: উচিত কাজ করেছে।
১৭| ২১ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:২২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাড়িভাড়ার ১৪ লাখ টাকা পরিশোধ করেননি বিচারপতি মানিক
©somewhere in net ltd.
১| ১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৭
আহলান বলেছেন: বড়ই অদ্ভুত ব্যপার হচ্ছে, মুক্তিযুদ্ধের একজন সেক্টের কমান্ডার জিয়াকেও তিনি রাজাকার বলেছেন। তার কোন প্রতিবাদও কখনো হয়নি। ওনারা মহান বিচারপতি!!