নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

কট্টর আম্লিগ; আপনারা এটা দেখতে পারেন!

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:২০




শেখ হাসিনা। এমন একটি চরিত্র যার ভিতর এবং বাহির সম্পূর্ণ আলাদা; তার বাহিরটা যত সুন্দর ঠিক ভিতরটা ততই কুৎসিত। তিনি ছিলেন বাংলা সিনেমার খল নায়ক বা নায়িকার ন্যায়। মুখে তিনি যেটা বলেন অন্তরে ঠিক তার উল্টােটা পোষন করেন। তিনি সহস্রাধিক মানুষ হত্যা করিছেন হাসি মুখে ঠিক অপরদিকে মেট্রো স্টেশন ভাংচূরের জন্য (যদিও সেই ভাংচূর আওয়ামীরাই করেছে) মায়া কান্না করে টিস্যু ভিজিয়েছেন। উনি বলতেন আমার চাওয়া পাওয়ার কিছু নেই আমি শুধু দেশের জনগনের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন কিন্তু বাস্তবতা হলো উনি ওনার সাঙ্গপাঙ্গদের ‘দুই হাতে টাকা বানাতে বলতেন’। যদি দেশের প্রধান তার দলীয় লোকদেরকে দুই হাতে টাকা বানাতে বলেন তাহলে সেই দেশের এটুজেড কেন হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করবেনা; এই কারনেই হাসিনা টাকা লুটপাট কারিদের বিচার করেনি বা করতে দেয়নি। এই হলো গণতন্ত্রে মানস কন্যা, বিশ্ব নেত্রী, কওমী জননী, মানবতার জননী শেখ হাসিনা!!

মন্তব্য ৩৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৩৪

প্রহররাজা বলেছেন: এটা আপনার নিজের অভিমত। আর আপনার অভিযোগ গুলার কোন প্রমান আপনার কাছে নাই, সব শোনা কথা, ইউনুচ আর জামাতি মিডিয়ার প্রপাগাণ্ডা।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৪১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি কি ভিডিওটা দেখেছেন না অযথাই মন্তব্য করেছেন?

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৫১

মোহামমদ কামরুজজামান বলেছেন: বাইরে তাহার মায়ার লেবাস, বিষ ছিল তাহার অন্তরে - এ মহিলা পুরাই ডায়নি যার পুরো দেহ-মন জুড়ে ছিল প্রতিহিংসায় ভরা ।হাসিনা অনেকটা ছিল লোভী মাকড়সার মত যে সারা দেশব্যাপী তাহার লোভের জাল ছড়িয়ে রেখেছিল।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৫৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: লোভী মাকড়সার যে পরিণতি হয়েছি হাসিনারও সেই পরিণতি হয়েছে।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:০১

নতুন বলেছেন: অন্ধভক্ত আফসোসলীগের সদস্যারা নিজেদের মগজ আফার জন্য উতসর্গ করেছেন। তাই সেই এখন জয়ও যদি এমন কথা বলে তবে সেটা বিশ্বাস করবেনা বলবে এসব জামাত শিবিরের ষড়যন্ত্র। ;)

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:০৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওরা গত দীর্ঘ ১৬ বছর একই কথা বলেছে যে, বিএনপি জামাতের ষড়যন্ত্র করেছে।

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:১১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যদি ফেরেস্তা এসেও বলে হাসিনা, রেহানা, জয়, পুতুল লুটপাটের টাকার ভাগ নিয়েছে তাহলেও আওয়ামীলীগের লোকজন বিশ্বাস করবেনা কারণ ওরা সবাই দেশটাকে লুটপাট করেছে তাই লুটপাটের কথা বলতে ওরা নারাজ।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:১৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: পুরো লুটপাটের সংগে আওয়ামীলীগ জড়িত তাই স্বীকার করবেনা। ওদের পাতি নেতাও কোটি টাকার মালিক বড়গুলো হাজার কোটি টাকার মালিক যা শুধুই লুটপাট করেই করেছে।

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:১৫

জুল ভার্ন বলেছেন: ফ্যাসিস্ট, খুনী শেখ হাসিনার ভেতর-বাহির সবই কুতসিত!

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:১৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: তার ভিতরটা এতোটাই কুৎসিত যেটা অনুমান করাও অসম্ভব!

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:১৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: অন্ধ কখনো আলো দেখে না।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:২৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওরা আরো অন্ধ হয়ে যাবে কিছুই আর দেখতে পাবেনা; আগেও অন্ধ ছিল এখনো অন্ধ।

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৩০

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাঁর মত লোকেরাই তাঁকে পছন্দ করে।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৩১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ১০০% সত্য কথা।

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার অবাক লাগে, এত কিছুর পরও কীভাবে অনলাইনে এখনও BAL-এর সমর্থকরা মাতম করছে? বাস্তবের আওয়ামীলীগাররা এখন সবাই বিএনপি বা আওয়ামী বিরোধী হয়ে গিয়েছে। কিন্তু অনলাইনে দুর্গন্ধ ছড়াচ্ছে এতিমরা...

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:২০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মননে মগজে BAL. এরা মানুষ না এরা BAL

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫২

ঢাবিয়ান বলেছেন: আওয়ামিলীগের রাজনীতি নিশিদ্ধের দাবী তুলতে হবে।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:২৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এখন পর্যন্ত ১৫৮১ জন শহীদ (হয়তোবা আরো বাড়তে পারে, অনেকেরই অবস্থা অনেক খারাপ) এবং ২২ হাজারেরও বেশি আহত- এটা একটা সুস্পষ্ট গণহত্যা সুতরাং গণহত্যাকারীদের নিষিদ্ধ সময়ের দাবী।

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৫৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এখনো তার জন্যে নামধারী প্রগতিশীলরা কান্নায় হাটু ভেজায়! জগন্যাতারএকটা সীমা থাকা চাই।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:১২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওনার প্রগতিশীল না ওনারা আওয়ামী উচ্ছিষ্ঠভোগী।

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:০৬

কিরকুট বলেছেন: বাংলাদেশের কোন সরকার প্রধান দুর্নিতীগ্রস্থ না ?

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:১৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: BAL এর মতো কেউ না।

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:১৭

আহলান বলেছেন: নেত্রী হিসাবে এমন একজনকে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যপার ... যারা চার হাত পা দিয়ে কামানোর সুযোগ পেয়েছে, তারা কি আর আপা হারানোর শোক ভুলতে পারে!!

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সত্যিই তো তাই চার হাত পা দিয়ে কামানোর সুযোগ পেয়ে কি আর আপা হারানোর শোক ভুলতে পারে?

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২৬

বিদ্রোহী পুরুষ বলেছেন: রক্তপিপাসু ডাইনী রাক্ষসী হাসিনা।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হাসিনার মনটা ছিল অনেক কুৎসিত।

১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: দলকানারা চোখে দেখে না, কানে শুনে না। এসব অন্ধ বধির বোবা কালা ল্যাঙড়া

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৫০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চার হাত পা দিয়ে কামানোর সুযোগ পাওয়ারা আপার জন্য শোকে উন্মাদ হয়ে গেছে।

১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৭

জটিল ভাই বলেছেন:
এটাই আওয়ামীলীগের অলংকার।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৫২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষন, দমন, পীড়ন সবই আম্লিগের অলঙ্কার।

১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৫

আলমগীর সরকার লিটন বলেছেন: বাপ মুক্তিযোদ্ধা চেতনা বুঝতই না আর উনি মুক্তিযোদ্ধা চেতনায় দেশ গড়েছেন
আর মানুষ হত্যা হরেছেন উন্নয়ন নামে দুর্নীতি-
বাপ যদি মুক্তিযোদ্ধার চেতনায় দেশ গড়তো তাহলে হাসিনা কে দেখায় যেতো না;

৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:০৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: একদম ঠিক বলেছেন।

১৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:১৮

কিরকুট বলেছেন: লেখক বলেছেন: BAL এর মতো কেউ না।

বিএনপি আমলে যে বস্তা গুলা সৌদি পাঠানো হইছে তার হিশাব নেবে কে ? তারেক এর চলে কিসের টাকায় ?

৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বিএনপি আমলে যে বস্তা গুলা সৌদি পাঠানো হয়েছে তা BAL এ তদন্ত করলোনা কেন? BAL ১৬ বছরে কি লোম ছিড়ছে বসে বসে?

১৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:১৩

জ্যাকেল বলেছেন: মীরজাফরের ভাল কিছু অবদান ছিল এই বাংলার জন্য, লোভ তাকে ইতিহাসের জঘন্য লোক হিসাবে চিত্রিত করেছে। শেখ হাসিনার অবদান লুটপাটের দ্বার খুলে উন্নয়নের যজ্ঞ করা আর জাতির প্রতি জিঘাংসা তো আছেই।
মীরজাফর জাতির ক্ষতি করতে উদ্দেশ্য করেনি কিন্তু আওয়ামীলীগের নেত্রী ক্ষমতায় এসেছিলেন বাংলাদেশকে চুড়ান্তভাবে ধ্বংস করার মতলবে।
ইহা যে বুঝিবে না সে অক্ষর-মুর্খ।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হাসিনার চূড়ান্ত লক্ষ্য ছিল বাংলাদেশকে পঙ্গু করে দেওয়া সেটা শিক্ষা থেকে অর্থনীতি, সেনা থেকে পুলিশ সব কিছুই ছিল হাসিনার টার্গেটে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.