নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

ভারত সোনার ডিম পাড়া হাঁস হারিয়েছে

০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৫২



শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র-অপপ্রচার করছেন। ভারত চাচ্ছে বাংলাদেশে একটি অশান্তি হোক। কারণ ভারত একটি মসনদ হারিয়েছে। সোনার ডিম পাড়া হাঁস হারিয়েছে।

আওয়ামী লীগ প্রতিদিন একটি সোনার ডিম পেড়ে নরেন্দ্র মোদির হাতে দিতো। এজন্য হাসিনা বলতেন, ভারত তাদের সারাজীবন মনে রাখবে। ভারত এখন সেটাই করছে।

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২০

জেনারেশন৭১ বলেছেন:




ইন্দিরা থেকে শুরু করে, ভারত বরাবরই চেয়ে আসছিলো যে, বাংলাদেশ ভালো করুক; কিন্তু বাংলাদেশে সেই রকম রাজনীতিবিদ, দল ও শিক্ষিত মানুষ ছিলো না; ছিলো স্মার্ট মিলিটারী। এখন আপনার পছন্দের রগকাটারা দেশ দখল করেছে; দেখেন, তারা সোনার পুর্ব পাকিস্তান গড়তে পারে কিনা!

০৩ রা ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৩৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অনেকটা সময় আপনার বাকশালিও শাসন ও হাসিনার শাসন ছিল, তারা তো আপনার দৃষ্টিতে খুউব খুউব ভালো শাসক ছিল তারা দেশের উন্নতি করলোনা কেন? নাকি তার সেভেন সিস্টারের যায়গায় এইট সিস্টার নিয়ে স্বপ্ন দেখতো?

২| ০২ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২২

শাহিন-৯৯ বলেছেন:

আজ দেখি মমতা দিদি বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব দিতে কেন্দ্রকে অনুরোধ করেছে যাতে তারা জাতিসংঘকে প্রস্তাব দেয়।

ভারতের ঘুম হারাম কয়েকটি কারণে
এক, পাকিস্থানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়া, ভারত ভাবছে যদি বাংলাদশে কোন কারণে পাকিস্থানের সাথে সামরিক চুক্তি করে তখন ভারত অনেক অস্থস্তি নিয়ে থাকতে হবে সব সময়।
দুই, বর্তমান সরকার কিন্তু চীনের সাথে বেশ তাল দিয়ে চলছে এতে বাংলাদেশের সাথে চীনের আরো ঘনিষ্ট হবে যা ভারতের জন্য সুুবিধার নয় উদাহরণ হিসাবে মালদ্বীপের বর্তমান সময় বলা যায়। পাকিস্থান ও চীন উভয় দেশই চায় বাংলাদেশ ভারতের বলয়ের বাহিরে চলে আসুক, আর এখনই সূবর্ণ সময় তারা কাজে লাগাচ্ছে আর ভারত এতে জ্বলছে।

০৩ রা ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৪০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ইতিমধ্যেই চীন লালমনিরহাট এয়ারবেজ সংস্কার করে সেখানে তাতের জে-৭ যুদ্ধ বিমান রাখার একটা পরিকল্পনা করছে এবং মনে করা হচ্ছে কাজ অনেকদূর এগিয়েছে।

মমতা হিন্দু ভোট যাতে হাতছাড়া না হয় তাই এমন বক্তব্য দিয়েছে।

৩| ০২ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৬

জেনারেশন৭১ বলেছেন:



@শাহিন-৯৯ ,

আপনি নিজে ১ জন পাকিস্তানীকে বেশী বিশ্বাস করেন, নাকি ১ জন ভারতীয়কে বেশী বিশ্বাস করেন?

আপনি '৭১ সালে মুক্তিযুদ্ধের সাপোর্টার, নাকি ২০২৪'এর "ণতুন স্বাধীনতা"র অনুসারী?

০৩ রা ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৪১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ব্লগার শাহিন-৯৯ সাহেব উত্তর দিন গাজীসাহেব প্রশ্ন করেছেন।

৪| ০২ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩০

শাহিন-৯৯ বলেছেন:

জেনারেশন৭১ বলেছেন:
ইন্দিরা থেকে শুরু করে, ভারত বরাবরই চেয়ে আসছিলো যে, বাংলাদেশ ভালো করুক; কিন্তু বাংলাদেশে সেই রকম রাজনীতিবিদ, দল ও শিক্ষিত মানুষ ছিলো না; ছিলো স্মার্ট মিলিটারী। এখন আপনার পছন্দের রগকাটারা দেশ দখল করেছে; দেখেন, তারা সোনার পুর্ব পাকিস্তান গড়তে পারে কিনা!


ইন্দিরা নেহেরু যেভাবে সিকিম দখল করেছিল সেই সিলেবাসে তারা বাংলাদশে দখল নিতে চেয়েছিল কিন্তু শেখ মুজিবের দূরদর্শিতার কাছে পরাজিত হয়ে ক্ষান্ত দেয় কিন্ত দাদাগিরি করে যাওয়ার জন্য আপনাদের মত কিছু অন্ধ ভারত সমর্থক তৈরি করতে পেরেছে এই জন্য খুনি হাসিনা দীর্ঘদিন ভারতের পা চাটার সুযোগ পেয়েছে, এখনকার ছেলে মেয়েরা আপনাদের অন্ধ নয় ছাগলও না, তারা জানে কিভাবে নিজেদের অস্তিত্ব, নিজেদের সম্মান নিয়ে বাঁচতে হয়।

০৩ রা ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৪৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভারত কতৃক হায়দারবাদ ও সিকিমের দখলের ঘটনা বিশ্বের সবাই জানে কিন্তু গাজী সাহেব জানেনা।

৫| ০২ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬

শাহিন-৯৯ বলেছেন:


জেনারেশন৭১ বলেছেন:
@শাহিন-৯৯ ,
আপনি নিজে ১ জন পাকিস্তানীকে বেশী বিশ্বাস করেন, নাকি ১ জন ভারতীয়কে বেশী বিশ্বাস করেন?
আপনি '৭১ সালে মুক্তিযুদ্ধের সাপোর্টার, নাকি ২০২৪'এর "ণতুন স্বাধীনতা"র অনুসারী?


আমি বাংলাদেশ বিশ্বাসী, ৭১ তখনকার সময় ছিল অপরিহার্য, এ দেশের মুক্তির জন্য ৭১ বিকল্প ছিল না, তেমনি ২৪ও স্বৈরাচার খুনি হাসিনাকে তাড়ানোর জন্য প্রয়োজন ছিল, ৭১ একটি স্বাধীন পতাকা দিয়েছে আর ২৪ দিয়ে নতুন করে পথ চলার সুযোগ। একটার সাথে আরেকটা মিলানো তো ছাগলামী।

০৩ রা ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৪৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার উত্তরের জন্য ধন্যবাদ।

৬| ০২ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮

জেনারেশন৭১ বলেছেন:



@শাহিন-৯৯ ,

ইন্দিরা ও নেহেরু হয়তো আপনার কাপড়ের দোকান দখল করতে চেয়েছিলেন; কিন্তু বাংলাদেশ দখলের চেষ্টা করেননি।

০৩ রা ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৪৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সোনাগাজী ইতিহাসের বই! :#)

৭| ০২ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪১

জেনারেশন৭১ বলেছেন:



@@শাহিন-৯৯ ,

আপনি উন্নত ভারতকে ঈর্ষা করেন, রগকাটাদের "বিপ্লবী" ভাবেন। প্রবাসে বাংগালীদের বড়ভাই হচ্ছে পাকীরা।

৮| ০২ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

শাহিন-৯৯ বলেছেন:
জেনারেশন৭১ বলেছেন:
@শাহিন-৯৯ ,
ইন্দিরা ও নেহেরু হয়তো আপনার কাপড়ের দোকান দখল করতে চেয়েছিলেন; কিন্তু বাংলাদেশ দখলের চেষ্টা করেননি।


সিকিম কেন দখল করেছিল জনাব লীগের হালুয়া রুটি খাদক? যতই কান্নাকাটি করেন লীগের দিন শেষ, হালুয়া রুটি শেষ।
আপনাদের মত এক পাল আবাল দেশে আছে বলেই এখনো হাসিনার মত খুনির জন্য কান্নার লোক পাওয়া যাচ্ছে।

৯| ০২ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫০

শাহিন-৯৯ বলেছেন:
জেনারেশন৭১ বলেছেন:
@@শাহিন-৯৯ ,
আপনি উন্নত ভারতকে ঈর্ষা করেন, রগকাটাদের "বিপ্লবী" ভাবেন। প্রবাসে বাংগালীদের বড়ভাই হচ্ছে পাকীরা।


বাংলাদেশে প্রবাসীরা বেশিরভাগ শ্রমিক হিসাবে কাজ আর ভারত আর পাকিস্থানের লোক তাদের বস এটা অস্বীকার করি না, কিন্তু কেন এই সমস্যা তা কেউ বলে না।
গণবাহিনী করে শেখ মুজিবকে একদিনও শান্তিতে থাকতে দেন নাই এখন মুজিবের জন্য মায়া কান্না করেন আবার হাসিনাকে খুনি তৈরি করতে সাহায্য করে এখন তার জন্য মায়া কান্না করছেন। আপনারা বামরা চরম বদ টাইপের মানুষ।

১০| ০২ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: @ জেনারেশন৭১ ,

কেন যেন মনে হচছে আপনি হলেন চাঁদ-সোনা গাজীর পুনর্জন্ম তথা প্রেতাত্মা X(( :P ;) । একটু মেহেরবাণী করে আপনার পরিচয়টা নিশ্চিত করুন।

এমনিতেই সোনার ডিম পারা হাস হাতছাড়া,হালুয়া রুটিরো ভাগ নাই । তাই ভারতের সাথে সাথে অনেকেরই পাগল লাগছে আর আবোল-তাবোল বকছে :(

০৩ রা ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৪৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: উনি চাঁদ থেকে সোনা, সোনা থেকে জেনা

১১| ০২ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৯

জেনারেশন৭১ বলেছেন:



@মোহামমদ কামরুজজামান ,

আমার পোষ্ট পড়লে আমাকে চিনতে পারবেন। আমি যখনই গরুর রচনা পড়ি, আপনাকে মনে পড়ে।

১২| ০২ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫

নতুন বলেছেন: সোনার ডিম পাড়া হাস হারালে কারুর কি মাথা ঠিক থাকে!!!

পাকিরা সভ্য হতে পারেনাই। খুবই কম পাকি আছে যারা সভ্য।

ভারতের অনেক মানুষ ভালো কিন্তু বিরাট অংশ এখনো কুসংস্কারাচ্ছন্ন।

তবে আমাদের দেশের আহাম্মকদের সংখ্যাও কম না। মোল্যা গোস্ঠি এবং তাদের সমর্থকেরাও পাকি আহাম্মকেদের থেকে কম যায় না।

০৩ রা ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৫০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভারতে অনেক মানুষ সত্যিকার অর্থেই অনেক ভালো কিন্তু গোবর আর গোমূত্র খোর কুসংস্কারাচ্ছন্নরা বর্তমানে পরিস্থিতি মিথ্যাভাবে ঘোলটে করছে।

১৩| ০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভারত চাইছে বাংলাদেশে অশান্তি হোক। এর চাইতে বেশি করে চাইছে শেখ হাসিনা ও তার দল, যাতে বাংলাদেশ ক্রমাগত অস্থিতিশীল হয়ে পড়ে, আর এ থেকে একটা সুযোগও তারা সৃষ্টি করতে চাইছে ক্ষমতায় ফিরে আসার।

নতুন ভাইয়ের কথাটা ভালো লেগেছে, সোনার ডিম পাড়া হাস হারালে কারুর কি মাথা ঠিক থাকে!!!

শাহিন-৯৯ একজন ভালো বিশ্লেষক। ভালো লেগেছে তার কমেন্ট।

০৩ রা ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৫৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সোনার ডিম পাড়া হাস হারারিয়ে ভারত পাগল হয়েগেছে।

১৪| ০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১১

কাঁউটাল বলেছেন: জেনারেশন - ৭১ চাঁদগাজি মার্কা স্টুপিড কমেন্ট করতেছে।

০৩ রা ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৫৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: উনি চাঁদগাজী। নতুন রুপে আবির্ভাব।

১৫| ০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১৭

জেনারেশন৭১ বলেছেন:



সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন, "...শাহিন-৯৯ একজন ভালো বিশ্লেষক। ভালো লেগেছে তার কমেন্ট। ..."

-আমিও মনে করি উনি ভালো বিশ্লষক; হাওয়াভবন ও ৪০ ডাকাতরা শুধু উনার কাছে নয়, অনেক "মেধাবীর" কাছেও জনপ্রিয়; শাহীন৯৯ কি কারণে কোকোর গুণাবলীর কথা বলেন না?

০৩ রা ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:০১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: উন্নয়নের ৪০ শতাংশ টাকা তথা ৩০ লাখ কোটি টাকা পাচার করেছে হাসিনা গংরা এবিষয়ে কিছু বলেন?

১৬| ০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৩৪

কাঁউটাল বলেছেন:




ভুক্কুর কুক্কুর
কুক্কুর ভুক্কুর
কুকুরুর ভুকুরুর
ভুকারুর কুকারুর
কুকারুর ভুকারুর
ভুক্কার কুক্কার
কুক্কার ভুক্কার
ভুকার কুকার
কুকার ভুকার

০৩ রা ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:০১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ইহা কাহাকে বলিয়াছেন মশাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.