নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
সিতাংশু কুমার (এসকে) সুর যিনি বাংলাদেশ ব্যাংকের ডিপুটি গভর্ণর ছিলেন। তখন ছিল আম্লিগ শাসন সুতরাং বোঝায় যাচ্ছে এই দাদার ক্ষমতার দাপট কতটা ছিল? তিনি ধরা কে সরা মনে করতেন। এমন কোন আর্থিক কেলেংকারী (ফাইনেন্সিয়াল ইনসটিটউট) নেই যে তিনি তার সংগে যুক্ত না। এক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) ১০ হাজার কোটি টাকা পাচারের অন্যতম সহযোগী এই এসকে সুর। এস আলম, সালমান এফ রহমান, প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) এবং বড় বড় কিছু ব্যবসায়ী যারা এই দাদার পৃষ্টপোষকতায় শত শত কোটি টাকা ঋণ নিয়ে ওপারে ভেগে গিয়েছে। জামানত ছাড়া তাদেরকে ঋণ দিতে বাধ্য করেছে সিতাংশু কুমার (এসকে) সুর। কোন আর্থিক প্রতিষ্ঠান তেড়ীবেড়ী করলেই নেমে আসতো বিভিন্ন শাস্তি; তার ছিল এতো ক্ষমতা, গভর্ণরকে হিসেবেই নিতো না এই সিতাংশু কুমার (এসকে) সুর।
অনৈতিক প্রভাব খাটিয়ে সিতাংশু কুমার (এসকে) সুর তার জ্ঞাতি গোষ্টিকে বিভিন্ন প্রতিষ্ঠানের জোর করে চাকুরীতে ঢুকিয়েছেন। এছাড়াও তিনি এস আলম, সালমান এফ রহমান, প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) এবং বড় বড় কিছু ব্যবসায়ীর (যাদের সবকিছু ওপারে) কাছ থেকে নিয়েছে কোটি কোটি টাকা যা ওপারে গচ্ছিত আছে।
অবশেষে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এসকে) সুরকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) যা অনেক আগেই করা দরকার ছিল কিন্তু আম্লিগ তা হতে দেয়নি।
১৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আম্লিগীয় শাসন বলে কথা।
২| ১৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৬
রাসেল বলেছেন: চিন্তা করবেন না, এই যুগের পরে তিনি নির্দোষ, নির্মল, নিষ্পাপ, নিরপরাধ, নিরীহ, নিষ্পাপ, সরল, সাদা হবেন ।
১৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঠিক বলেছেন অন্যযুগে তারা নির্দোষ, নির্মল, নিষ্পাপ, নিরপরাধ, নিরীহ, সরল, সাদা হবেন ।
৩| ১৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪০
রাজীব নুর বলেছেন: বিএনপির আমলের দূর্নীতির কথা ভুলে গেছেন?
১৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: নমস্কার দাদা। বিএনপির কথা কি লিখবো বলেন? বিএনপি তো আপ্লিগের তুলনায় জন্মই হয়নি, এখনো পেটে আছে।
৪| ১৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৯
সৈয়দ কুতুব বলেছেন: বিচার যাতে দ্রুত সময়ের মধ্যে হয়। এই দেশে আইন নিয়ে সবাই তামাশা করেই যাচ্ছে।
১৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৫২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: পুলিশের চেয়ে বিচার ব্যবস্থা বেশি খারাপ। সাক্ষ্য প্রমান একই থাকলেও সরকার বদল হলে রায়ও বদল হয়ে যায়।
৫| ১৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৫০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যত নষ্টের মূল ছিল এই দাদা। পিকে হালদারের ১০ হাজার কোটি টাকা পাচারের মূল সহযোগী এই এসকে সূর।
১৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: পিকে হালদারের প্রধান পৃষ্টপোষক এই এসকে সূর। সুতরাং এমন বিচার হওয়া উচিত যাতে কেউ ভবিষ্যতে এইসব অনিয়ম করার কথা মুখেও না নেয়।
৬| ১৫ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৬
জুল ভার্ন বলেছেন: সব সুর একই সূত্রে গাঁথা- দুর্নীতীবাজ শেখ পরিবার।
১৫ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:০৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দুর্নীতিবাজগুলোকে খুঁজতে গেলে সবাই কেমন যেন ঐ একযায়গা গিয়ে মিলে যাচ্ছে সেটা হলো শেখ পরিবার।
৭| ১৫ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৫৪
অরণি বলেছেন: আহা হাসিনার কুদরতে সব যায়গাতেই তেনারা; তাহলে আকাম করতে ভয় কিসের? এই না হলো মুজিব সেনা।
১৫ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: তেনারা মুজিব সেনা!
©somewhere in net ltd.
১| ১৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: উনার বিরুদ্ধে কত কেস আমার হাত দিয়ে উপরে উঠেছে। উপরে উঠেই নাই হয়ে যেত। অবশেষে